ETV Bharat / city

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে একই দিনে কলকাতা ও হাওড়ায় ভোটের সম্ভাবনা - date of Municipal election

সূত্রের খবর, কলকাতা এবং হাওড়ায় 12 এপ্রিল এবং রাজ্যের অন্য পৌরসভা ও পৌরনিগমগুলিতে 26 এপ্রিল ভোট করানোর প্রস্তাব পাঠানো হবে । সেই প্রস্তাবে রাজ্য নির্বাচন কমিশন সিলমোহর দিলেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ ।

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Feb 18, 2020, 5:54 PM IST

Updated : Feb 18, 2020, 7:16 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : কলকাতা এবং হাওড়া পৌরনিগমে একই দিনে পৌর নির্বাচন হবে । পৌর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে রাজ্য নির্বাচন কমিশনে এই প্রস্তাব পাঠানো হবে বলে সূত্রের খবর। জানা গেছে, দিনক্ষণের ব্যাপারেও রাজ্য নির্বাচন কমিশনের কাছে শীঘ্রই প্রস্তাব পাঠাতে চলেছে পৌর ও নগর উন্নয়ন দপ্তর । কলকাতা এবং হাওড়ায় 12 এপ্রিল এবং রাজ্যের অন্য পৌরসভা ও পৌরনিগমগুলিতে 26 এপ্রিল ভোট করানোর জন্য প্রস্তাব পাঠানো হবে । সেই প্রস্তাবে রাজ্য নির্বাচন কমিশন সিলমোহর দিলেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ ।

এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে সরকারিভাবে কিছু জানানো হয়নি । নিয়ম বলছে, পৌর নির্বাচনের দিনক্ষণের বিষয়ে সুপারিশ করার দায়িত্ব রাজ্য সরকারের । কয়েকদিন আগে বার কয়েক চিঠিও নাকি দেওয়া হয়েছে । সে চিঠির উত্তর আজও আসেনি । কিন্তু, পৌর নির্বাচনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে নবান্ন । সেই অনুযায়ীই শুরু হয়ে গেছে কাজ । কিন্তু আজও দিনক্ষণের বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি । কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা যে ইঙ্গিত পেয়েছে তাতে দ্রুতই সরকারিভাবে বহু প্রতীক্ষিত চিঠি চলে আসবে । মার্চের মাঝামাঝি সময়ে জারি হয়ে যাবে নোটিফিকেশন । 10 থেকে 15 তারিখের মধ্যে পৌর নির্বাচনের নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল । রীতি অনুযায়ী নির্বাচনের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি নির্বাচন কমিশন পায়নি । তবে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন । 109টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যেই । নিয়ম অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের দিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । অর্থাৎ 27 মার্চের পর যে কোনও দিন ভোট নেওয়া যেতে পারে । কারণ 27 মার্চ শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তারপর আর প্রচারে কোনও বাধা নেই । সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহের মধ্যে ভোট করা যায় না ঠিকই কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোনও অসুবিধা নেই । সেই সূত্রে মার্চে ঘোষণা করা হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ । আর মার্চের শেষ সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে মনোনয়ন প্রক্রিয়ার কাজ ।

কলকাতা এবং হাওড়ায় 12 এপ্রিল এবং রাজ্যের অন্য পৌরসভা ও পৌরনিগমগুলিতে 26 এপ্রিল ভোটের সম্ভাবনা

2014 সালে কলকাতা পৌরনিগমের নির্বাচনের 15 দিন পর অন্য পৌরসভাগুলির নির্বাচন হয়েছিল । এবারও তাই একই নিয়ম মানা হবে । শুধু কলকাতার সঙ্গেই হতে পারে হাওড়া পৌরনিগমের নির্বাচন । সিউড়ি এবং বোলপুরে পৌর নির্বাচনের ক্ষেত্রে জটিলতা রয়েছে । ফলে ওই দুই পৌরসভার ভোট 26 তারিখ করা সম্ভব হবে না । নবান্নের একটি সূত্রে খবর, ব্যারাকপুর পৌরনিগম তৈরির সূত্র ধরে সেখানকার ছ'টি পৌরসভায় ভোট এখনই নাও হতে পারে । সেক্ষেত্রে 102টি পৌরসভায় ভোট হতে পারে 26 এপ্রিল ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : কলকাতা এবং হাওড়া পৌরনিগমে একই দিনে পৌর নির্বাচন হবে । পৌর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে রাজ্য নির্বাচন কমিশনে এই প্রস্তাব পাঠানো হবে বলে সূত্রের খবর। জানা গেছে, দিনক্ষণের ব্যাপারেও রাজ্য নির্বাচন কমিশনের কাছে শীঘ্রই প্রস্তাব পাঠাতে চলেছে পৌর ও নগর উন্নয়ন দপ্তর । কলকাতা এবং হাওড়ায় 12 এপ্রিল এবং রাজ্যের অন্য পৌরসভা ও পৌরনিগমগুলিতে 26 এপ্রিল ভোট করানোর জন্য প্রস্তাব পাঠানো হবে । সেই প্রস্তাবে রাজ্য নির্বাচন কমিশন সিলমোহর দিলেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ ।

এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে সরকারিভাবে কিছু জানানো হয়নি । নিয়ম বলছে, পৌর নির্বাচনের দিনক্ষণের বিষয়ে সুপারিশ করার দায়িত্ব রাজ্য সরকারের । কয়েকদিন আগে বার কয়েক চিঠিও নাকি দেওয়া হয়েছে । সে চিঠির উত্তর আজও আসেনি । কিন্তু, পৌর নির্বাচনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে নবান্ন । সেই অনুযায়ীই শুরু হয়ে গেছে কাজ । কিন্তু আজও দিনক্ষণের বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি । কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা যে ইঙ্গিত পেয়েছে তাতে দ্রুতই সরকারিভাবে বহু প্রতীক্ষিত চিঠি চলে আসবে । মার্চের মাঝামাঝি সময়ে জারি হয়ে যাবে নোটিফিকেশন । 10 থেকে 15 তারিখের মধ্যে পৌর নির্বাচনের নোটিফিকেশন জারি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল । রীতি অনুযায়ী নির্বাচনের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি নির্বাচন কমিশন পায়নি । তবে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন । 109টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যেই । নিয়ম অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের দিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । অর্থাৎ 27 মার্চের পর যে কোনও দিন ভোট নেওয়া যেতে পারে । কারণ 27 মার্চ শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তারপর আর প্রচারে কোনও বাধা নেই । সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহের মধ্যে ভোট করা যায় না ঠিকই কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোনও অসুবিধা নেই । সেই সূত্রে মার্চে ঘোষণা করা হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ । আর মার্চের শেষ সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে মনোনয়ন প্রক্রিয়ার কাজ ।

কলকাতা এবং হাওড়ায় 12 এপ্রিল এবং রাজ্যের অন্য পৌরসভা ও পৌরনিগমগুলিতে 26 এপ্রিল ভোটের সম্ভাবনা

2014 সালে কলকাতা পৌরনিগমের নির্বাচনের 15 দিন পর অন্য পৌরসভাগুলির নির্বাচন হয়েছিল । এবারও তাই একই নিয়ম মানা হবে । শুধু কলকাতার সঙ্গেই হতে পারে হাওড়া পৌরনিগমের নির্বাচন । সিউড়ি এবং বোলপুরে পৌর নির্বাচনের ক্ষেত্রে জটিলতা রয়েছে । ফলে ওই দুই পৌরসভার ভোট 26 তারিখ করা সম্ভব হবে না । নবান্নের একটি সূত্রে খবর, ব্যারাকপুর পৌরনিগম তৈরির সূত্র ধরে সেখানকার ছ'টি পৌরসভায় ভোট এখনই নাও হতে পারে । সেক্ষেত্রে 102টি পৌরসভায় ভোট হতে পারে 26 এপ্রিল ।

Last Updated : Feb 18, 2020, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.