ETV Bharat / city

CPM New Programme: তোলাবাজি, দুর্নীতি আটকাতে 'নজরে পঞ্চায়েত' হেল্পলাইন চালু করল সিপিএম - wb cpm

আর কয়েকমাস বাদেই রাজ্যে পঞ্চায়েত ভোট (WB Panchayat Election) ৷ তার আগে তোলাবাজি, দুর্নীতি আটকাতে রাজ্যে 'নজরে পঞ্চায়েত' হেল্পলাইন চালু করল সিপিএম (CPM Najare Panchayat Helpline) ৷

CPM New Programme
ETV Bharat
author img

By

Published : Sep 10, 2022, 4:55 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: তোলাবাজি ও দুর্নীতি থেকে শুরু করে পাড়ার দাদাদের গুন্ডামি বন্ধ করতে জনসাধারণের জন্য হেল্পলাইন চালু করল সিপিএম (CPM New Helpline)। 'নজরে পঞ্চায়েত' শীর্ষক হেল্পলাইনে যে কেউ নিজের এলাকার সমস্যা থেকে শুরু করে গ্রামসভা বসানোর জন্য সমস্ত ধরনের অভিযোগ জানাতে পারবেন । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আনুষ্ঠানিকভাবে 'নজরে পঞ্চায়েত'-এর হেল্পলাইনের উদ্বোধন করেছেন (CPM New Programme) ।

সিপিএমের 'নজরে পঞ্চায়েত' হেল্পলাইনের নম্বর হল 033-41807506 (CPM Najare Panchayat)। এই হেল্পলাইন চালু থাকবে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত । মহম্মদ সেলিম তাঁদের এই উদ্যোগ প্রসঙ্গে বলেছেন, ‘‘মানুষের অধিকার আদায়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে । ইনসাফের জন্য লড়াই । পার্টির কর্মীরা, রেড ভলান্টিয়াররাই কাজটি করেছেন । এই নম্বরে যে অভিযোগ আসবে সেগুলি যাচাই করা হবে । অভিযোগকারীর পরিচয় সুরক্ষিত থাকবে । কেউ নাম গোপন করতে চাইলে রাখতে পারেন । অভিযোগও স্পষ্টভাবে জানাতে হবে । অভিযোগগুলি ঝাড়াই-বাছাই করে নির্দিষ্ট বিষয়গুলি নিয়ে আন্দোলন, সংগ্রাম হবে ।’’

CPM New Programme
'নজরে পঞ্চায়েত' হেল্পলাইন চালু সিপিএমের

আরও পড়ুন: TMC: সিবিআই-ইডি যেভাবে তদন্ত করছে অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, কটাক্ষ দিলীপের

নজরে পঞ্চায়েত এর সংগঠকদের বক্তব্য, পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে অভিযোগ, তৃণমূলের নেতাদের কাটমানি, তোলা আদায় নিয়েও বিস্তর অভিযোগ আসতে পারে । তাছাড়া পৌরসভার দুর্নীতি, অপদার্থতা নিয়েও অভিযোগ করা যেতে পারে এই হেল্পলাইনে ৷ এমনকি বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে অভিযোগ জানাতেও মানুষ ফোন করতে পারেন । প্রয়োজনে সেই অভিযোগগুলি নিয়ে আদালতের শরণাপন্ন হবে দল ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: তোলাবাজি ও দুর্নীতি থেকে শুরু করে পাড়ার দাদাদের গুন্ডামি বন্ধ করতে জনসাধারণের জন্য হেল্পলাইন চালু করল সিপিএম (CPM New Helpline)। 'নজরে পঞ্চায়েত' শীর্ষক হেল্পলাইনে যে কেউ নিজের এলাকার সমস্যা থেকে শুরু করে গ্রামসভা বসানোর জন্য সমস্ত ধরনের অভিযোগ জানাতে পারবেন । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আনুষ্ঠানিকভাবে 'নজরে পঞ্চায়েত'-এর হেল্পলাইনের উদ্বোধন করেছেন (CPM New Programme) ।

সিপিএমের 'নজরে পঞ্চায়েত' হেল্পলাইনের নম্বর হল 033-41807506 (CPM Najare Panchayat)। এই হেল্পলাইন চালু থাকবে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত । মহম্মদ সেলিম তাঁদের এই উদ্যোগ প্রসঙ্গে বলেছেন, ‘‘মানুষের অধিকার আদায়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে । ইনসাফের জন্য লড়াই । পার্টির কর্মীরা, রেড ভলান্টিয়াররাই কাজটি করেছেন । এই নম্বরে যে অভিযোগ আসবে সেগুলি যাচাই করা হবে । অভিযোগকারীর পরিচয় সুরক্ষিত থাকবে । কেউ নাম গোপন করতে চাইলে রাখতে পারেন । অভিযোগও স্পষ্টভাবে জানাতে হবে । অভিযোগগুলি ঝাড়াই-বাছাই করে নির্দিষ্ট বিষয়গুলি নিয়ে আন্দোলন, সংগ্রাম হবে ।’’

CPM New Programme
'নজরে পঞ্চায়েত' হেল্পলাইন চালু সিপিএমের

আরও পড়ুন: TMC: সিবিআই-ইডি যেভাবে তদন্ত করছে অনেক নেতা দুর্গাপুজো দেখতে যেতে পারবেন না, কটাক্ষ দিলীপের

নজরে পঞ্চায়েত এর সংগঠকদের বক্তব্য, পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে অভিযোগ, তৃণমূলের নেতাদের কাটমানি, তোলা আদায় নিয়েও বিস্তর অভিযোগ আসতে পারে । তাছাড়া পৌরসভার দুর্নীতি, অপদার্থতা নিয়েও অভিযোগ করা যেতে পারে এই হেল্পলাইনে ৷ এমনকি বিধায়ক, সাংসদদের বিরুদ্ধে অভিযোগ জানাতেও মানুষ ফোন করতে পারেন । প্রয়োজনে সেই অভিযোগগুলি নিয়ে আদালতের শরণাপন্ন হবে দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.