কলকাতা, 13 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোুপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল সিপিএম ৷ তাদের অভিযোগ, বেনামি সম্পত্তি বৃদ্ধি করতে প্যান নম্বর (PAN Number) বদল করেছেন মমতা ৷
শনিবার সিপিএমের (CPIM) তরফে এক সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানেই এই দাবি করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ এদিন সিপিএমের তরফে ভোটের মনোনয়নের সময় প্রার্থীদের দেওয়া হলফনামার তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট পেশ করা হয় ৷ সেই রিপোর্টে দাবি মমতার নামে একাধিক প্যান নম্বর থাকা নিয়ে দাবি করা হয়েছে সিপিএমের তরফে ৷
সুজন চক্রবর্তী বলেন, ‘‘নামে-বেনামে সম্পত্তি বৃদ্ধি করতেই প্যান নাম্বার বদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । শুধু তিনি একা নন । একাধিক তৃণমূল নেতা-মন্ত্রী রয়েছেন । পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অরূপ বিশ্বাসদের (Arup Biswas) মতো অনেকের আবার বয়সের তথ্য ঠিক নেই । একই ভাবে বিপুল হারে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), জাভেদ খানদের ।’’
একই সঙ্গে তাঁর সংযোজন, "রাজ্যের পরিস্থিতি খুবই উদ্বেগ জনক । ভিন রাজ্যে বাংলার ছেলেরা অপমানিত হচ্ছে । মাথা হেঁট হয়ে যাচ্ছে । মামলা হামলা দখল লুঠ । সর্বত্র ঘটছে ।"
নেতাদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে 2011-2016 সালের সময়কালের তথ্য পেশ করেছে সিপিএম ৷ তাদের দাবি অনুযায়ী, নেতাদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ হল -
- ফিরহাদ হাকিম - 2 কোটি 27 লক্ষ 36 হাজার 173 টাকা ।
- অরূপ রায় - 1 কোটি 55 লক্ষ 84 হাজার 796 টাকা ।
- জ্যোতিপ্রিয় মল্লিক - 70 লক্ষ 76 হাজার 643 টাকা ।
- জাভেদ খান - 15 কোটি 12 লক্ষ 99 হাজার 472 টাকা (698 শতাংশ) ৷
- সব্যসাচী দত্ত - 1 কোটি 92 লক্ষ 23 হাজার 624 টাকা (441 শতাংশ) ৷
সম্পত্তি বৃদ্ধির তালিকায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee), ইকবাল আহমেদ, প্রাক্তন মন্ত্রী অমিত মিত্র, বিধায়ক স্বর্ণকমল সাহা, প্রয়াত সাধন পান্ডে, শোভন চট্টোপাধ্যায়, শিউলি সাহা, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী ব্রাত্য বসুদের নাম দেওয়া হয়েছে । যেখানে কোটি কোটি টাকা সম্পত্তি বৃদ্ধির হিসাব তুলে ধরা হয়েছে ৷
এদিন সিপিএমের তিন প্রাক্তন বিধায়কের সম্পত্তি বৃদ্ধির হিসাবও তুলে ধরেন সুজন চক্রবর্তী । তাঁর কথায়, তৃণমূল নেতা-মন্ত্রীরা কান্তি গঙ্গোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্রদের নাম করে সম্পত্তি বৃদ্ধির কথা বলেছেন । তিনি বলেন, ‘‘চ্যালেঞ্জ করে বলছি তাঁদের (তৃণমূল নেতাদের) সম্পত্তি বৃদ্ধিটা দেখুন আর সূর্যকান্ত, অশোক ভট্টাচার্য ও কান্তি গঙ্গোপাধ্যায়দের সম্পত্তি বৃদ্ধিটা দেখুন । তফাৎটা বুঝতে পারবেন ।’’
সুজনের দেওয়া তথ্য অনুযায়ী, 2011 থেকে 2021 সাল পর্যন্ত ওই তিন নেতার সম্পত্তি বৃদ্ধির পরিমাণ হল -
- কান্তি গঙ্গোপাধ্যায় - 23 লাখ 18 হাজার 748 টাকা ।
- সূর্যকান্ত মিশ্র - 7 লাখ 46 হাজার 586 টাকা ৷
- অশোক ভট্টাচার্য - 44 লক্ষ 95 হাজার 177 টাকা ।
সিপিএমের দাবি, ওই একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও মলয় ঘটকের সম্পত্তির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ৷
- ফিরহাদ হাকিম - 9 কোটি 56 লক্ষ 44 হাজার 168 টাকা ।
- জ্যোতিপ্রিয় মল্লিক - 5 কোটি 48 লক্ষ 44 হাজার 264 টাকা ।
- মলয় ঘটক - 2 কোটি 95 লক্ষ 86 হাজার 432 টাকা ।
সুজনের অভিযোগ, এই বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধির কারণে নির্বাচনের একাধিক হলফনামায় ভুল তথ্য পরিবেশন করেছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা ৷ বহু ক্ষেত্রে বয়স ও প্যান নম্বর বদল করা হয়েছে ৷ এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, নির্মল মাজি, দেবশ্রী রায়, উজ্জ্বল বিশ্বাস, পার্থ চট্টোপাধ্যায়, বঙ্কিম হাজরাদের মতো একাধিক নেতা হয়, প্যান নম্বর বদল করেছেন, না হয় বয়সের হিসাব ভুল দিয়েছেন । প্যান নম্বর বদলের ঘটনা ক্রিমিনাল অফেন্স ৷ এই জালিয়াতির কারণে আমি ইতিমধ্যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে অভিযোগ জানিয়েছি ।’’
একই সঙ্গে তিনি বলেন, ‘‘সার্বিকভাবে গোটা ঘটনার তদন্ত না হলে আগামীতে আমরা কোর্টের নজরদারিতে তদন্ত চাইব । কারণ, তৃণমূলের যে যত বড় নেতা, সে তত বড় চোর । গরু চোর, সাইকেল চোরে তৃণমূলে ভর্তি । চাকরি বিক্রি করে অধিকারিকদের সঙ্গী করেছেন । পার্থবাবু অনেক নেতার মধ্যে একজন । যার বহু বন্ধু বন্ধব । তাঁদের একজনের ফ্লাট থেকে 50 কোটি । ফ্ল্যাটে টাকা রাখার জন্য । টাকার পার্কিং লট । কেন তৃণমূল নেতাদের বাংলাদেশ, দুবাই যেতে হয় ? কেন ?’’
আরও পড়ুন : সম্পত্তি মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ প্রত্যাহারের আবেদন 3 তৃণমূল নেতার