ETV Bharat / city

ফের একদিনে রেকর্ড সংক্রমণ রাজ্যে - COVID 19 Update

আজ মোট 10 জনের মৃত্যু হয়েছে । এনিয়ে রাজ্যে কোরোনায় 639 জনের মৃত্যু হল ।

কোরোনার খবর
কোরোনার খবর
author img

By

Published : Jun 28, 2020, 7:51 PM IST

কলকাতা, 27 জুন : ফের রেকর্ড । একদিনে সর্বোচ্চ সংক্রমণ রাজ্যে । শেষ 24 ঘণ্টায় রাজ্যে আরও 572 জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 17 হাজার 283 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 404 জন ৷ এখনও পর্যন্ত মোট 11 হাজার 193 জন সুস্থ হয়ে উঠেছে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 5 হাজার 451 জন ৷ মৃত্যু হয়েছে 639 জনের ৷ যার মধ্যে গত 24 ঘণ্টায় 10 জনের মৃত্যু হয়েছে ৷

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার 64.76 শতাংশ ৷ গতকাল পর্যন্ত রাজ্যে মোট 4 লাখ 58 হাজার 548 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ আজ নতুন করে 10 হাজার 563 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট 4 লাখ 68 হাজার 906 জনের নমুনা পরীক্ষা হয়েছে । এপর্যন্ত প্রতি 10 লাখে 5 হাজার 210 জন ব্যক্তির কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷

বর্তমানে রাজ্য়ে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্য়া 582 । এই মুহূর্তে সেখানে 77 হাজার 217 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 2 লাখ 31 হাজার 293 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 3 লাখ 8 হাজার 510 জন রয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছে 77 হাজার 217 জন । ছাড়া পেয়েছে 2 লাখ 31 হাজার 293 জন । ভিনরাজ্য থেকে যারা ফিরছে, তাদের জন্য এই মুহূর্তে রাজ্যে 4 হাজার 230টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 24 হাজার 374 জন রয়েছে । ছাড়া পেয়েছে 2 লাখ 3 হাজার 937 জন ।

এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 78 । এর মধ্যে 25টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 474 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 395 ।

কলকাতা, 27 জুন : ফের রেকর্ড । একদিনে সর্বোচ্চ সংক্রমণ রাজ্যে । শেষ 24 ঘণ্টায় রাজ্যে আরও 572 জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 17 হাজার 283 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 404 জন ৷ এখনও পর্যন্ত মোট 11 হাজার 193 জন সুস্থ হয়ে উঠেছে ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 5 হাজার 451 জন ৷ মৃত্যু হয়েছে 639 জনের ৷ যার মধ্যে গত 24 ঘণ্টায় 10 জনের মৃত্যু হয়েছে ৷

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার 64.76 শতাংশ ৷ গতকাল পর্যন্ত রাজ্যে মোট 4 লাখ 58 হাজার 548 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ আজ নতুন করে 10 হাজার 563 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট 4 লাখ 68 হাজার 906 জনের নমুনা পরীক্ষা হয়েছে । এপর্যন্ত প্রতি 10 লাখে 5 হাজার 210 জন ব্যক্তির কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷

বর্তমানে রাজ্য়ে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্য়া 582 । এই মুহূর্তে সেখানে 77 হাজার 217 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 2 লাখ 31 হাজার 293 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 3 লাখ 8 হাজার 510 জন রয়েছে । এই মুহূর্তে হোম কোয়ারানটিনে রয়েছে 77 হাজার 217 জন । ছাড়া পেয়েছে 2 লাখ 31 হাজার 293 জন । ভিনরাজ্য থেকে যারা ফিরছে, তাদের জন্য এই মুহূর্তে রাজ্যে 4 হাজার 230টি কোয়ারানটিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে । বর্তমানে সেখানে 24 হাজার 374 জন রয়েছে । ছাড়া পেয়েছে 2 লাখ 3 হাজার 937 জন ।

এই মুহূর্তে রাজ্যে কোরোনা হাসপাতালের সংখ্যা 78 । এর মধ্যে 25টি সরকারি ও 53টি বেসরকারি হাসপাতাল রয়েছে । কোরোনা হাসপাতালগুলিতে মোট শয্য়ার সংখ্যা 10 হাজার 474 । ICU যুক্ত শয্যার সংখ্যা 948 । এই মুহূর্তে হাসপাতালগুলিতে মোট ভেন্টিলেটরের সংখ্য়া 395 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.