কোরোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই ভাইরাসের সংক্রমণ কীভাবে ঠেকাতে অনেকেই মুখে মাস্ক পরছেন ? আরও দু'-একটি পদক্ষেপ গ্রহণ করছেন কেউ কেউ। কিন্তু, সেসবের কি ভিত্তি আছে ? এরকম অবস্থায় দাঁড়িয়ে নিজের এবং অন্যের সুরক্ষা নিশ্চিত করতে আপনার কী করা উচিত, আর কী নয় তা নিয়ে গাইড-লাইন দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
কী করা উচিত :
- নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে । ব্যবহার করুন হ্যান্ড-রাব
- হাঁচি-কাশির সময় রুমাল চাপা দিন
- টিশু ব্যবহারের পর তা ডাস্টবিনে ফেলে দিন
- অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন(জ্বর, শ্বাসকষ্ট ও কাশি)। চিকিৎসকের কাছে যাওয়ার সময় নাক-মুখ ঢাকা দেওয়ার জন্য মাস্ক পরুন
- উপরের উপসর্গগুলি দেখা দিলে রাজ্যের হেল্পলাইন নম্বর অথবা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের হেল্পলাইন নম্বর(০১১-২৩৯৭৮০৪৬) কল করুন
- জমায়েত এড়িয়ে যান
কী করা উচিত নয় :
- জ্বর বা কাশি হলে অন্যের সংস্পর্শে যাবেন না
- চোখ-নাক বা মুখে হাত দেবেন না
- জনসমক্ষে থুতু ফেলবেন না