কলকাতা, 1 মে : গত বছর 2 মে বিপুলভাবে বিধানসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস ৷ 5 মে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির ঠিক আগে দলকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করে বিতর্কে জড়ালেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Controversial Social Media Post Of Debangshu Bhattacharya) ৷ পরে বিতর্ক শুরু হওয়ায় পোস্টটি সরিয়ে দিয়ে সাফাইও দিয়েছেন দেবাংশু ৷
রবিবার দুপুরে প্রথমে একটি ফেসবুক পোস্ট করেন তৃণমূলের এই যুবনেতা ৷ সেখানে দেবাংশু লেখেন, "গতবছর ঠিক আজকের দিন পর্যন্ত যে তৃণমূলটা ছিল, সেটাই নিষ্কলুষ, ধান্দাবাজহীন, অকৃত্রিম, প্রকৃত তৃণমূল ৷ আপনারাই দলের সম্পদ ৷ তারপর তো বব্যা এল ! গঙ্গার জল, ড্রেনের জল সব মিলেমিশে একাকার ৷ একটি দল বিপুল ভাবে ফিরে এলে কিছু যায়গায় এটা হওয়া স্বাভাবিক ৷ তবুও দলে একটা স্ট্রং ফিল্টার আছে বলেই বিশ্বাস ৷ তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা ৷"
আরও পড়ুন : মাঝে আর কয়েকটা দিন, প্রস্তুত অস্থায়ী তৃণমূল ভবন
দেবাংশুর এই পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক ৷ প্রশ্ন ওঠে দেবাংশু কি তাহলে ভোটের ফল বেরনোর আগের তৃণমূলকে গঙ্গাজল ও তারপরে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের ড্রেনের জল বলছেন ! উল্লেখ্য, ভোটের ফল বেরনোর পর সব্যসাচী দত্ত, মুকুল রায়, বাবুল সুপ্রিয়র মতো নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন ৷ "তারা পিছনের সারিতেই থাকবেন, সেটাও বিশ্বাস করে দলের কর্মীরা", এই বক্তব্যের মাধ্যমেই বা দেবাংশু ঠিক কী বলতে চেয়েছেন তা নিয়েও শুরু হয় গুঞ্জন ৷
বিতর্ক শুরু হতেই অবশ্য এই পোস্টটি মুছে নতুন একটি পোস্ট লেখেন দেবাংশু ৷ সেখানে তিনি লেখেন, "শেষের পোস্টের অর্থ হয়ত ঠিকঠাক বোঝাতে পারিনি ৷ অকারণ বিতর্ক হচ্ছে ৷ তাই পোস্ট ডিলিট করলাম ৷ কর্মীরাই দলের সম্পদ ৷ সবাইকে নিয়ে চলতে হবে ৷ দলের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে ৷ এই দলে কর্মীদের স্বার্থ সবার আগে দেখা হয় ৷ কারণ, এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷" তবে পোস্ট ডিলিট করে, সাফাই দিয়ে দেবাংশু এই বিতর্কে ইতি টানতে চাইলেও বিষয়টি নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷