ETV Bharat / city

KMC Election 2021 : প্রার্থীতালিকায় অসন্তোষ, বিধান ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মীদের - কংগ্রেসের প্রার্থীতালিকা ঘিরে অসন্তোষ

দলের একনিষ্ঠ কর্মীদের বদলে কলকাতা পৌরনির্বাচনের (KMC Election 2021) টিকিট দেওয়া হচ্ছে নবাগতদের ৷ এই অভিযোগ তুলে রবিবার বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের সাধারণ কর্মীরা ৷ ঘটনায় অস্বস্তিতে দলীয় নেতৃত্ব ৷

congress workers agitation over kmc election 2021 candidate list
KMC Election 2021 : প্রার্থীতালিকায় অসন্তোষ, বিধান ভবনে বিক্ষোভ কংগ্রেসীদের
author img

By

Published : Nov 28, 2021, 9:10 PM IST

কলকাতা, 28 নভেম্বর : কলকাতা পৌরনির্বাচনের (KMC Election 2021) প্রার্থীতালিকা (Congress Candidate List) নিয়ে অসন্তোষ ছড়াল কংগ্রেসের অন্দরে ৷ ঘোষিত প্রার্থীতালিকার প্রতিবাদ জানিয়ে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখান দলেরই কর্মীরা (Congress Workers Agitation) ৷ এমনকী, বিধান ভবনের ফটকে তালাও ঝুলিয়ে দেন তাঁরা ! তাঁদের অভিযোগ, ভোটের টিকিট বণ্টনে দুর্নীতি হয়েছে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : বামেদের জোট প্রস্তাবে সায় না-দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

কলকাতা পৌরভোটে মোট 94টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ ইতিমধ্যে শনিবার 66টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে ৷ পরবর্তীতে বাকি 28টি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ৷ কিন্তু তার আগেই দলীয় কর্মীদের এই বিক্ষোভের জেরে অস্বস্তি বাড়ল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁরা দীর্ঘদিন ধরে দল করছেন, তাঁদের প্রার্থীতালিকায় ঠাঁই দেওয়া হয়নি ৷ বদলে টিকিট দেওয়া হয়েছে নবাগতদের ৷

আরও পড়ুন : BJP Candidate list for Kolkata Municipal Election : সোমে প্রকাশ প্রার্থী তালিকা, তার আগে হেস্টিংসে দু'দিনের জরুরি বৈঠক বিজেপির

শনিবার প্রথম পর্বে যে 66 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে পার্থ মিত্রর নামও রয়েছে ! যিনি তৃণমূল নেতা হিসাবেই পরিচিত ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে বিতর্ক শুরু হয় ৷ রবিবার সংবাদমাধ্যমে পার্থ জানান, তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে আছেন এবং তৃণমূলেই থাকবেন ৷ এই প্রেক্ষাপটে কংগ্রেস কর্মীদের বিক্ষোভে অস্বস্তি বেড়েছে নেতাদের ৷ তাই বিক্ষোভকারীদের বুঝিয় সুজিয়ে তাঁরাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ৷

কলকাতা, 28 নভেম্বর : কলকাতা পৌরনির্বাচনের (KMC Election 2021) প্রার্থীতালিকা (Congress Candidate List) নিয়ে অসন্তোষ ছড়াল কংগ্রেসের অন্দরে ৷ ঘোষিত প্রার্থীতালিকার প্রতিবাদ জানিয়ে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখান দলেরই কর্মীরা (Congress Workers Agitation) ৷ এমনকী, বিধান ভবনের ফটকে তালাও ঝুলিয়ে দেন তাঁরা ! তাঁদের অভিযোগ, ভোটের টিকিট বণ্টনে দুর্নীতি হয়েছে ৷

আরও পড়ুন : KMC Election 2021 : বামেদের জোট প্রস্তাবে সায় না-দিয়ে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

কলকাতা পৌরভোটে মোট 94টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব ৷ ইতিমধ্যে শনিবার 66টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে ৷ পরবর্তীতে বাকি 28টি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ৷ কিন্তু তার আগেই দলীয় কর্মীদের এই বিক্ষোভের জেরে অস্বস্তি বাড়ল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, যাঁরা দীর্ঘদিন ধরে দল করছেন, তাঁদের প্রার্থীতালিকায় ঠাঁই দেওয়া হয়নি ৷ বদলে টিকিট দেওয়া হয়েছে নবাগতদের ৷

আরও পড়ুন : BJP Candidate list for Kolkata Municipal Election : সোমে প্রকাশ প্রার্থী তালিকা, তার আগে হেস্টিংসে দু'দিনের জরুরি বৈঠক বিজেপির

শনিবার প্রথম পর্বে যে 66 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে পার্থ মিত্রর নামও রয়েছে ! যিনি তৃণমূল নেতা হিসাবেই পরিচিত ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে বিতর্ক শুরু হয় ৷ রবিবার সংবাদমাধ্যমে পার্থ জানান, তিনি তৃণমূলে ছিলেন, তৃণমূলে আছেন এবং তৃণমূলেই থাকবেন ৷ এই প্রেক্ষাপটে কংগ্রেস কর্মীদের বিক্ষোভে অস্বস্তি বেড়েছে নেতাদের ৷ তাই বিক্ষোভকারীদের বুঝিয় সুজিয়ে তাঁরাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.