ETV Bharat / city

Bengal Congress : ‘বিশ্বাসঘাতক’ জিতিনের বিরুদ্ধে সরব প্রদেশ কং - West Bengal Assembly Election

কংগ্রেস ছেড়ে বিজেপিতে জিতিন প্রসাদ ৷ তিনি এবার বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ৷ তাই তিনি দল ছাড়তেই সরব প্রদেশ কংগ্রেস ৷

বিজেপিতে যোগ দিতেই ‘বিশ্বাসঘাতক’ জিতিনের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস
বিজেপিতে যোগ দিতেই ‘বিশ্বাসঘাতক’ জিতিনের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস
author img

By

Published : Jun 9, 2021, 10:27 PM IST

Updated : Jun 9, 2021, 10:49 PM IST

কলকাতা, 9 জুন : বিজেপিতে যোগদান করলেন উত্তর প্রদেশের কংগ্রেস নেতা জিতিন প্রসাদ ৷ বুধবার তিনি গেরুয়া শিবিরের অংশীদার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল বঙ্গ কংগ্রেস ৷ কারণ, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় তিনি প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ৷

কংগ্রেসের এক প্রদেশ নেতার ঘনিষ্ঠ মহল সরাসরি কাঠগড়ায় তুলেছে জিতিনকে ৷ নির্বাচনে তিনি বিজেপির হয়ে কাজ করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে ৷ ওই মহলের দাবি, জিতিনের উপরই কংগ্রেসের জাতীয়স্তরের নেতাদের বঙ্গ-ভোটের প্রচারে আনার দায়িত্ব ছিল ৷ কিন্তু তিনি অধিকাংশ জাতীয় নেতাদের প্রচারে আনতেই দেননি ৷ বারবার বলার পরও কোনও সুরাহা হয়নি ৷ জিতিন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৷

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব চলাকালীন কংগ্রেসের জাতীয়স্তরের নেতাদের কার্যত দেখা যায়নি ৷ একটি বা দু’টি সভা করেন রাহুল গান্ধি ৷ অন্য নেতারাও সে ভাবে আসেননি ৷ এই নিয়ে বিভিন্ন মহল থেকে কংগ্রেসকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ৷ প্রচারে কংগ্রেস আন্তরিক নয় বলেও কোনও কোনও মহল থেকে অভিযোগ করা হয়েছিল ৷ জিতিন প্রসাদ বিজেপিতে যোগদানের পর সেই বিষয়টি আলোচনায় চলে এল ৷

আরও পড়ুন : উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদ বিজেপিতে, ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে

এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, এটা খুবই খারাপ হল ৷ কারণ, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জিতিন প্রসাদ কংগ্রেসের বঙ্গ বিগ্রেডকে উজ্জীবিত করে নিজেই পাল্টি খেলেন ৷ এভাবে জাতীয় স্তরের নেতারা কংগ্রেস ছাড়লে দল ধরে রাখা মুশকিল হয়ে যাবে ৷

এদিকে কংগ্রেসের প্রদেশ নেতার ঘনিষ্ঠমহল জিতিন প্রসাদকে বঙ্গ-ভোটে কংগ্রেসের হারের একমাত্র কারণ হিসেবে দেখতে নারাজ ৷ কিন্তু প্রদীপ ভট্টাচার্য মনে করছেন যে জিতিন প্রসাদের মতো নেতাদের হাতে দায়িত্ব থাকাতেই এবার বিধানসভা ভোটে কংগ্রেসের ফল শোচনীয় হয়েছে ৷

উল্লেখ্য, 2016 সালে প্রথমবার বাম-কংগ্রেস জোট করে বিধানসভায় লড়াই করে ৷ কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পায় ৷ বিরোধী দলনেতা হন আব্দুল মান্নান ৷ অথচ এবার বিধানসভায় একটিও আসন পায়নি কংগ্রেস ৷ তাদের জোটসঙ্গী বামেদের আসনও শূন্য ৷ শুধু অন্য জোটসঙ্গী আইএসএফ একটি আসনে জিতেছে ৷

আরও পড়ুন : যোগী-রাজ্যে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট, অঙ্ক কষেই কি জিতিনকে দলে নিল বিজেপি ?

তাই ভোটের ফল প্রকাশের এক মাসের মধ্যেই জিতিন প্রসাদের মতো একজন জাতীয়স্তরের নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পর প্রদেশ কংগ্রেসের নেতাদের এই ধরনের ক্ষোভ স্বাভাবিক বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

কলকাতা, 9 জুন : বিজেপিতে যোগদান করলেন উত্তর প্রদেশের কংগ্রেস নেতা জিতিন প্রসাদ ৷ বুধবার তিনি গেরুয়া শিবিরের অংশীদার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল বঙ্গ কংগ্রেস ৷ কারণ, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময় তিনি প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ৷

কংগ্রেসের এক প্রদেশ নেতার ঘনিষ্ঠ মহল সরাসরি কাঠগড়ায় তুলেছে জিতিনকে ৷ নির্বাচনে তিনি বিজেপির হয়ে কাজ করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে ৷ ওই মহলের দাবি, জিতিনের উপরই কংগ্রেসের জাতীয়স্তরের নেতাদের বঙ্গ-ভোটের প্রচারে আনার দায়িত্ব ছিল ৷ কিন্তু তিনি অধিকাংশ জাতীয় নেতাদের প্রচারে আনতেই দেননি ৷ বারবার বলার পরও কোনও সুরাহা হয়নি ৷ জিতিন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৷

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব চলাকালীন কংগ্রেসের জাতীয়স্তরের নেতাদের কার্যত দেখা যায়নি ৷ একটি বা দু’টি সভা করেন রাহুল গান্ধি ৷ অন্য নেতারাও সে ভাবে আসেননি ৷ এই নিয়ে বিভিন্ন মহল থেকে কংগ্রেসকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ৷ প্রচারে কংগ্রেস আন্তরিক নয় বলেও কোনও কোনও মহল থেকে অভিযোগ করা হয়েছিল ৷ জিতিন প্রসাদ বিজেপিতে যোগদানের পর সেই বিষয়টি আলোচনায় চলে এল ৷

আরও পড়ুন : উত্তর প্রদেশের ব্রাহ্মণ নেতা জিতিন প্রসাদ বিজেপিতে, ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে

এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, এটা খুবই খারাপ হল ৷ কারণ, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জিতিন প্রসাদ কংগ্রেসের বঙ্গ বিগ্রেডকে উজ্জীবিত করে নিজেই পাল্টি খেলেন ৷ এভাবে জাতীয় স্তরের নেতারা কংগ্রেস ছাড়লে দল ধরে রাখা মুশকিল হয়ে যাবে ৷

এদিকে কংগ্রেসের প্রদেশ নেতার ঘনিষ্ঠমহল জিতিন প্রসাদকে বঙ্গ-ভোটে কংগ্রেসের হারের একমাত্র কারণ হিসেবে দেখতে নারাজ ৷ কিন্তু প্রদীপ ভট্টাচার্য মনে করছেন যে জিতিন প্রসাদের মতো নেতাদের হাতে দায়িত্ব থাকাতেই এবার বিধানসভা ভোটে কংগ্রেসের ফল শোচনীয় হয়েছে ৷

উল্লেখ্য, 2016 সালে প্রথমবার বাম-কংগ্রেস জোট করে বিধানসভায় লড়াই করে ৷ কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পায় ৷ বিরোধী দলনেতা হন আব্দুল মান্নান ৷ অথচ এবার বিধানসভায় একটিও আসন পায়নি কংগ্রেস ৷ তাদের জোটসঙ্গী বামেদের আসনও শূন্য ৷ শুধু অন্য জোটসঙ্গী আইএসএফ একটি আসনে জিতেছে ৷

আরও পড়ুন : যোগী-রাজ্যে 10 শতাংশ ব্রাহ্মণ ভোট, অঙ্ক কষেই কি জিতিনকে দলে নিল বিজেপি ?

তাই ভোটের ফল প্রকাশের এক মাসের মধ্যেই জিতিন প্রসাদের মতো একজন জাতীয়স্তরের নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পর প্রদেশ কংগ্রেসের নেতাদের এই ধরনের ক্ষোভ স্বাভাবিক বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

Last Updated : Jun 9, 2021, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.