কলকাতা, 30 জানুয়ারি: দলছুটদের ফের দলে ফেরানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস ৷ 2011 সালে রাজ্যে পালাবদলের পর থেকে কংগ্রেসের ভাঙন ছিল চোখে পড়ার মতো । রাজ্যের সবকটি জেলার কংগ্রেস সভাপতিরা সেই ভাঙ্গন ঠেকাতে তৎপর হলেও শেষ পর্যন্ত ভাঙ্গন আটকাতে পারেনি তারা । কংগ্রেস সাংসদ, বিধায়ক থেকে শুরু করে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরাও শাসক শিবিরে যোগদান করেছিল দলে দলে ৷
পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙ্গনকে AICC (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি) ভালো চোখে দেখেনি । সেই কারণেই তড়িঘড়ি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরিকে সরিয়ে সোমেন মিত্রকে নিয়ে আসে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি । প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরির চলে যাওয়ার পরেও দলে ভাঙ্গন ছিল অব্যাহত ।
আপাতত রাজ্যে BJP এবং তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে কোমর বেঁধে নেমেছে বাম এবং কংগ্রেস । প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চাইছে যারা দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তারা ফের যোগ দিন কংগ্রেসেই ।