ETV Bharat / city

পৌরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিতে কমিশনে কংগ্রেস নেতৃত্ব

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এক বিবৃতির মাধ্যমে প্রদীপ ভট্টাচার্য বলেন, "পৌরসভাগুলির আসন সংরক্ষণ ও আসন বিন্যাস নিয়ে যে ডিলিমিটেশন তালিকা ও রোস্টার প্রকাশ করা হয়েছে, তা গলদে ভরা । সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে এই আসন সংরক্ষণ এবং আসন বিন্যাস-এর তালিকা প্রকাশ করা হয়েছে ।"

Cong at EC
নির্বাচন কমিশনে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব
author img

By

Published : Jan 28, 2020, 10:50 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে বিধায়ক শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার, আব্দুস সাত্তার সহ 5 জন রাজ্যের নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে পৌরসভা নির্বাচন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন । প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মূলত তিনটি বিষয়ের প্রতি জোর দেওয়া হয় ।

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এক বিবৃতির মাধ্যমে প্রদীপ ভট্টাচার্য বলেন, "পৌরসভাগুলির আসন সংরক্ষণ ও আসন বিন্যাস নিয়ে যে ডিলিমিটেশন তালিকা ও রোস্টার প্রকাশ করা হয়েছে, তা গলদে ভরা । সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে এই আসন সংরক্ষণ এবং আসন বিন্যাস-এর তালিকা প্রকাশ করা হয়েছে ।" অধিকাংশ জেলাশাসক এ বিষয়ে কোনও সর্বদলীয় বৈঠক করেননি বলে কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারকে জানায় । অবিলম্বে সমস্ত জেলায় জেলাশাসকরা যাতে এ বিষয়ে সর্বদলীয় বৈঠক করে প্রত্যেকের মতামত নেয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছে প্রদেশ কংগ্রেস ।

কংগ্রেসের তরফে কমিশনের কাছে দাবি করা হয়েছে, পৌর নির্বাচন সন্ত্রাস ছাড়া ও স্বচ্ছতার সঙ্গে করার স্বার্থে নির্বাচনের দিন যেমন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তেমনই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকে এবং প্রার্থী প্রত্যাহারের দিন পর্যন্ত প্রস্তাবিত সমস্ত প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । এছাড়া যদি কোনও আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা করতে না পারেন তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচন স্থগিত রাখার আগাম নির্দেশিকাও জারি করতে হবে বলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব । নির্বাচন কয়টি দফায় হবে এবং কাগজের ব্যালট না EVM-এর মাধ্যমে হবে তা অবিলম্বে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা ।

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে বিধায়ক শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার, আব্দুস সাত্তার সহ 5 জন রাজ্যের নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে পৌরসভা নির্বাচন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন । প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মূলত তিনটি বিষয়ের প্রতি জোর দেওয়া হয় ।

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এক বিবৃতির মাধ্যমে প্রদীপ ভট্টাচার্য বলেন, "পৌরসভাগুলির আসন সংরক্ষণ ও আসন বিন্যাস নিয়ে যে ডিলিমিটেশন তালিকা ও রোস্টার প্রকাশ করা হয়েছে, তা গলদে ভরা । সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে এই আসন সংরক্ষণ এবং আসন বিন্যাস-এর তালিকা প্রকাশ করা হয়েছে ।" অধিকাংশ জেলাশাসক এ বিষয়ে কোনও সর্বদলীয় বৈঠক করেননি বলে কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারকে জানায় । অবিলম্বে সমস্ত জেলায় জেলাশাসকরা যাতে এ বিষয়ে সর্বদলীয় বৈঠক করে প্রত্যেকের মতামত নেয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছে প্রদেশ কংগ্রেস ।

কংগ্রেসের তরফে কমিশনের কাছে দাবি করা হয়েছে, পৌর নির্বাচন সন্ত্রাস ছাড়া ও স্বচ্ছতার সঙ্গে করার স্বার্থে নির্বাচনের দিন যেমন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তেমনই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকে এবং প্রার্থী প্রত্যাহারের দিন পর্যন্ত প্রস্তাবিত সমস্ত প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । এছাড়া যদি কোনও আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা করতে না পারেন তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচন স্থগিত রাখার আগাম নির্দেশিকাও জারি করতে হবে বলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব । নির্বাচন কয়টি দফায় হবে এবং কাগজের ব্যালট না EVM-এর মাধ্যমে হবে তা অবিলম্বে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলে দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা ।

Intro:রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে বিধায়ক শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার, আব্দুস সাত্তার সহ 5 জন রাজ্যের নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে পৌরসভা নির্বাচন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মূলত তিনটি বিষয়ের প্রতি জোর দেওয়া হয়।


Body:নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর এক বিবৃতির মাধ্যমে রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানান, পৌরসভা গুলির আসন সংরক্ষণ ও আসন বিন্যাস নিয়ে যে ডিলিমিটেশন তালিকা ও রোস্টার প্রকাশ করা হয়েছে, তা গলদে পরিপূর্ণ। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে একতরফাভাবে এই আসন সংরক্ষণ এবং আসন বিন্যাস এর তালিকা প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করা হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে।
অধিকাংশ জেলার জেলাশাসকরা এ বিষয়ে কোনো সর্বদলীয় বৈঠকও করেননি বলে কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যের নির্বাচন কমিশনারকে জানান। অবিলম্বে সমস্ত জেলায় জেলাশাসকরা যাতে এ বিষয়ে সর্বদলীয় বৈঠক করে, প্রত্যেকের মতামত গ্রহণ করেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেছে প্রদেশ কংগ্রেস।
পৌর নির্বাচন সামগ্রিক সন্ত্রাস বিহীন ও স্বচ্ছতার সাথে করানোর স্বার্থে নির্বাচনের দিন যেমন কঠোর প্রশাসনিক ব্যবস্থা করতে হবে, তেমনি পাশাপাশি মনোনয়ন জমা দেওয়ার আগে এবং প্রার্থী প্রত্যাহারের দিন পর্যন্ত প্রস্তাবিত সমস্ত প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে দাবি করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও যদি কোন আসনে একাধিক প্রার্থীরা মনোনয়ন জমা করতে না পারেন তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচন স্থগিত রাখার আগাম নির্দেশিকা জারি করতে হবে বলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নির্বাচন কয়টি দফায় হবে, এবং কাগজের ব্যালট না ইভিএমের মাধ্যমে হবে তা অবিলম্বে নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাবে সামনে আনতে হবে বলে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.