ETV Bharat / city

Shootout at Park Street: ঘাতক সিআইএসএফ কনস্টেবলকে তাঁর ঘুমিয়ে থাকার ছবি দেখিয়ে রাগাতেন রঞ্জিত

পার্ক স্ট্রিটে জাদুঘর চত্বরে সিআইএসএফ জওয়ানের গুলি চালানোর ঘটনায় (Shootout at Park Street) চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে ৷ ঘাতক সিআইএসএফ কনস্টেবলকে তাঁর ঘুমিয়ে থাকার ছবি দেখিয়ে রাগাতেন রঞ্জিতকুমার সারেঙ্গি বলে জানা গিয়েছে ৷

Shootout at Park Street
Shootout at Park Street
author img

By

Published : Aug 8, 2022, 8:01 PM IST

কলকাতা, 8 অগস্ট: ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে (Shootout at Park Street) লালবাজারের হাতে এল এবার নয়া তথ্য । জেরা পর্বে সিআইএসএফের ঘাতক কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র লালবাজারের গোয়েন্দাদের জানিয়েছেন, তিনি যখন ডিউটি করতেন মাঝেমধ্যে ক্লান্তির ফলে চোখ লেগে যেত তাঁর । অভিযোগ, তাঁকে সতর্ক করার পরিবর্তে তাঁর অজান্তেই ছবি তুলে নিতেন সিআইএসএফ জওয়ান রঞ্জিতকুমার সারেঙ্গি । লালবাজারে গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন অক্ষয়কুমার মিশ্র ৷

তবে শুধুমাত্র এই কারণেই তিনি মাথা গরম করে এত বড় ঘটনা ঘটালেন কি না, তা নিয়ে সংশয়ে গোয়েন্দারা ? সিআইএসএফ-এর হেড কনস্টেবল তদন্তকারীদের আরও জানিয়েছেন, শুধু এই ঘটনা একবার নয়, একাধিকবার তাঁর সঙ্গে ঘটেছে । পাশাপাশি শুধু ছবি তোলা নয়, বরং সেই ছবি ব্যারাকের অন্যান্য সিআইএসএফ এবং বিশেষ করে তাঁর নিচু তলার জাওয়ানদেরও দেখানো হত ৷ অক্ষয়ের কর্মরত অবস্থায় ঘুমিয়ে থাকার ছবি নিয়ে তাঁকে রাগানো হত বলে জানান তিনি (CISF Constable Sarangi used to tease Akshay Mishra with his sleeping picture) ।

জানা গিয়েছে, গুলি চালানোর ঘটনার নেপথ্যে অপর একটি কারণ ছিল অত্যাধিক মানসিক চাপ । অক্ষয়কুমার মিশ্র কোনমতেই অমরনাথ ডিউটিতে যেতে চাননি ৷ কিন্তু সিআইএসএফের একজন ইন্সপেক্টর পদমর্যাদার জওয়ান তাঁকে একপ্রকার ইচ্ছাকৃতভাবে অমরনাথের ডিউটিতে পাঠায়। সেখান থেকে ফিরে আসার পরেই অক্ষয়কুমার মিশ্রের পিতৃ বিয়োগ হয় । বেশ কিছুদিন ধরে তিনি ছুটি চাইছিলেন কিন্তু তাঁকে তা দেওয়া হচ্ছিল না ৷ সব মিলিয়েই তিনি রাগের মাথায় এই কাণ্ড করে বসেন বলে জেরায় পুলিশকে জানিয়েছেন অক্ষয়কুমার।

আরও পড়ুন: পার্ক স্ট্রিট শুটআউটের ঘাতক একে-47 রাইফেলের ছবি প্রকাশ করল লালবাজার

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যে সাড়ে 6টা নাগাদ পার্ক স্ট্রিটে জাদুঘরের ব্যারাকে গুলি চালানোর ঘটনা ঘটে । সেই ঘটনায় অক্ষয়কুমার মিশ্র ব্যারাকের বাইরে দাঁড়িয়ে থাকা অপর একজন সিআইএসএফের জওয়ানের কাছ থেকে একে-47 নিয়ে গুলি করতে থাকেন এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গিকে । পুলিশ সূত্রে খবর, ধৃত সিআইএসএফ হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রের চালানো বেশিরভাগ গুলি রঞ্জিতকুমার সারেঙ্গির শরীরে লাগে ৷

কলকাতা, 8 অগস্ট: ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে (Shootout at Park Street) লালবাজারের হাতে এল এবার নয়া তথ্য । জেরা পর্বে সিআইএসএফের ঘাতক কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র লালবাজারের গোয়েন্দাদের জানিয়েছেন, তিনি যখন ডিউটি করতেন মাঝেমধ্যে ক্লান্তির ফলে চোখ লেগে যেত তাঁর । অভিযোগ, তাঁকে সতর্ক করার পরিবর্তে তাঁর অজান্তেই ছবি তুলে নিতেন সিআইএসএফ জওয়ান রঞ্জিতকুমার সারেঙ্গি । লালবাজারে গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন অক্ষয়কুমার মিশ্র ৷

তবে শুধুমাত্র এই কারণেই তিনি মাথা গরম করে এত বড় ঘটনা ঘটালেন কি না, তা নিয়ে সংশয়ে গোয়েন্দারা ? সিআইএসএফ-এর হেড কনস্টেবল তদন্তকারীদের আরও জানিয়েছেন, শুধু এই ঘটনা একবার নয়, একাধিকবার তাঁর সঙ্গে ঘটেছে । পাশাপাশি শুধু ছবি তোলা নয়, বরং সেই ছবি ব্যারাকের অন্যান্য সিআইএসএফ এবং বিশেষ করে তাঁর নিচু তলার জাওয়ানদেরও দেখানো হত ৷ অক্ষয়ের কর্মরত অবস্থায় ঘুমিয়ে থাকার ছবি নিয়ে তাঁকে রাগানো হত বলে জানান তিনি (CISF Constable Sarangi used to tease Akshay Mishra with his sleeping picture) ।

জানা গিয়েছে, গুলি চালানোর ঘটনার নেপথ্যে অপর একটি কারণ ছিল অত্যাধিক মানসিক চাপ । অক্ষয়কুমার মিশ্র কোনমতেই অমরনাথ ডিউটিতে যেতে চাননি ৷ কিন্তু সিআইএসএফের একজন ইন্সপেক্টর পদমর্যাদার জওয়ান তাঁকে একপ্রকার ইচ্ছাকৃতভাবে অমরনাথের ডিউটিতে পাঠায়। সেখান থেকে ফিরে আসার পরেই অক্ষয়কুমার মিশ্রের পিতৃ বিয়োগ হয় । বেশ কিছুদিন ধরে তিনি ছুটি চাইছিলেন কিন্তু তাঁকে তা দেওয়া হচ্ছিল না ৷ সব মিলিয়েই তিনি রাগের মাথায় এই কাণ্ড করে বসেন বলে জেরায় পুলিশকে জানিয়েছেন অক্ষয়কুমার।

আরও পড়ুন: পার্ক স্ট্রিট শুটআউটের ঘাতক একে-47 রাইফেলের ছবি প্রকাশ করল লালবাজার

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যে সাড়ে 6টা নাগাদ পার্ক স্ট্রিটে জাদুঘরের ব্যারাকে গুলি চালানোর ঘটনা ঘটে । সেই ঘটনায় অক্ষয়কুমার মিশ্র ব্যারাকের বাইরে দাঁড়িয়ে থাকা অপর একজন সিআইএসএফের জওয়ানের কাছ থেকে একে-47 নিয়ে গুলি করতে থাকেন এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গিকে । পুলিশ সূত্রে খবর, ধৃত সিআইএসএফ হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রের চালানো বেশিরভাগ গুলি রঞ্জিতকুমার সারেঙ্গির শরীরে লাগে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.