কলকাতা, 5 জুন : এবার গৃহবন্দি থাকার আবেদন জানালেন ছত্রধর মাহাতো । জানা গিয়েছে, শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে গৃহবন্দি থাকার আবেদন জানিয়েছেন ছত্রধর মাহাতোর আইনজীবী । যদিও এই বিষয় কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি ।
বিধানসভা নির্বাচনের পরপরই পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে তাঁকে ভোররাতে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এনআইএ-র গোয়েন্দারা ।
মূলত 2009 সালে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক করার মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল । তার পর থেকেই এই মামলার শুনানি চলছে । জানা গিয়েছে, ছত্রধর মাহাতোর আইনজীবী আদালতে বলেন কোভিড কালে শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই হাউজ অ্যারেস্ট কিংবা গৃহবন্দি থাকার আবেদন জানানো হয়েছে । কিন্তু ছত্রধর মাহাতো জেল হেফাজতে থাকবেন, নাকি গৃহবন্দি অবস্থায় তিনি বাকি দিন কাটাবেন, তা নির্ধারণের জন্য সোমবার ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ।
প্রায় 11 বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছিলেন ছত্রধর মাহাতো । জঙ্গলমহলের নেতা হিসেবে পরিচিত ছিলেন ছত্রধর মাহাতো । কিন্তু ভোট দেওয়ার কয়েক ঘণ্টা পরেই কাকভোরে ঝাড়গ্রামের আলমিয়া গ্রাম থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাহায্যে এনআইএর গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করে । সেখান থেকে নিয়ে চলে আসা হয় সোজা কলকাতায়।
আরও পড়ুন : Abhishek Banerjee : সাংগঠনিক দায়িত্বে অভিষেকের উত্তরণে কি আজ সিলমোহর ?