ETV Bharat / city

FIR Against Babul Supriya's Ex-PA : ঘুষ নেওয়ার অভিযোগে বাবুলের প্রাক্তন আপ্তসহায়কের বিরুদ্ধে এফআইআর

author img

By

Published : May 9, 2022, 8:31 PM IST

ঘুষ নেওয়ার অভিযোগে বাবুলের প্রাক্তন আপ্তসহায়কের বিরুদ্ধে করা হল সিবিআইয়ের এফআইআর ৷ অভিযুক্ত বাবুল সুপ্রিয়র প্রাক্তন এই আপ্তসহায়কের নাম সুশান্ত মল্লিক । সিবিআইয়ের এফআইআর-এ সাতজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে (CBI files FIR against Babul Supriya's PA for bribery)।

CBI files FIR against Babul Supriya's PA for bribery
FIR Against Babul Supriya's Ex-PA

কলকাতা, 9 মে : সিবিআইয়ের কাছে এফআইআর-এ বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের নাম এবার যুক্ত করা হল । অভিযোগ, তাঁর আপ্তসহায়ক ঘুষ নিয়ে সরকারি সংস্থার টেন্ডার পাইয়ে দিয়েছে । অভিযুক্ত বাবুল সুপ্রিয়র প্রাক্তন এই আপ্তসহায়কের নাম সুশান্ত মল্লিক । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ইতিমধ্যেই এই এফআইআর দায়ের করেছেন (CBI files FIR against Babul Supriya's PA for bribery)।

জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেডের নামে সরকারি সংস্থার টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে । সিবিআই এর দাবি 2016 সালে বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক সুশান্ত মল্লিক 5 লক্ষ টাকা নিয়েছিল ।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, আশুতোষ বন্দ্যোপাধ্যায় নামে এক ঠিকাদারের কাছ থেকে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল টাকা । ওই টাকা নিয়েছিল বাবুলের প্রাক্তন এই আপ্তসহায়ক সুশান্ত মল্লিক । সিবিআইয়ের এফআইআর-এ সাতজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে । এই সাতজনকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই বলেও খবর পাওয়া গিয়েছে । একই সঙ্গে ওই সংস্থার তিনজন প্রাক্তন কর্মী এই চক্রে জড়িত বলে সিবিআই সূত্রে খবর । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 120 বি - অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকা-সহ দুর্নীতি দমন আইনে একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই ।

আরও পড়ুন : Cyclone Asani : 'অশনি' মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম

কলকাতা, 9 মে : সিবিআইয়ের কাছে এফআইআর-এ বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের নাম এবার যুক্ত করা হল । অভিযোগ, তাঁর আপ্তসহায়ক ঘুষ নিয়ে সরকারি সংস্থার টেন্ডার পাইয়ে দিয়েছে । অভিযুক্ত বাবুল সুপ্রিয়র প্রাক্তন এই আপ্তসহায়কের নাম সুশান্ত মল্লিক । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ইতিমধ্যেই এই এফআইআর দায়ের করেছেন (CBI files FIR against Babul Supriya's PA for bribery)।

জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেডের নামে সরকারি সংস্থার টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে । সিবিআই এর দাবি 2016 সালে বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক সুশান্ত মল্লিক 5 লক্ষ টাকা নিয়েছিল ।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, আশুতোষ বন্দ্যোপাধ্যায় নামে এক ঠিকাদারের কাছ থেকে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল টাকা । ওই টাকা নিয়েছিল বাবুলের প্রাক্তন এই আপ্তসহায়ক সুশান্ত মল্লিক । সিবিআইয়ের এফআইআর-এ সাতজনের নাম রয়েছে বলে জানা গিয়েছে । এই সাতজনকে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই বলেও খবর পাওয়া গিয়েছে । একই সঙ্গে ওই সংস্থার তিনজন প্রাক্তন কর্মী এই চক্রে জড়িত বলে সিবিআই সূত্রে খবর । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 120 বি - অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকা-সহ দুর্নীতি দমন আইনে একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই ।

আরও পড়ুন : Cyclone Asani : 'অশনি' মোকাবিলায় প্রস্তুত কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.