ETV Bharat / city

CBI arrests Anubrata Mondal: জেরায় একের পর এক প্রশ্ন এড়িয়ে অসহযোগিতা ! কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ? - সিবিআই

আজ অনুব্রত মণ্ডলের (CBi arrests Anubrata Mondal) বোলপুরের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ কিন্তু তিনি তদন্তে অসহযোগিতা করেন বলে অভিযোগ ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয় (Anubrata Mondal arrested)৷

CBi arrests Anubrata Mondal as he was not cooperating in cattle smuggling case investigation
জেরায় একের পর এক প্রশ্ন এড়িয়ে অসহযোগিতা ! কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ?
author img

By

Published : Aug 11, 2022, 11:46 AM IST

Updated : Aug 11, 2022, 11:53 AM IST

বোলপুর/কলকাতা, 11 অগস্ট: গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) অবশেষে গ্রেফতার করা হল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে (CBi arrests Anubrata Mondal)। আজ সিবিআই (Anubrata Mondal arrested) আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একের পর এক প্রশ্ন এড়িয়ে যান ৷ তদন্তে অসহযোগিতার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়ে বলে জানা গিয়েছে ৷

কলকাতা থেকে গরু পাচার কাণ্ডের মূল তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে সিবিআই-এর একটি বিশেষ টিম ভোর রাতেই পৌঁছে যায় বোলপুরে ৷ এরপর সকালে তারা হানা দেয় অনুব্রত মণ্ডলের বাড়িতে । পাশাপাশি আসানসোল ও দুর্গাপুর থেকেও সিবিআই-এর অন্য একটি প্রতিনিধি দল অনুব্রতর বাড়িতে একসঙ্গে তল্লাশি অভিযান চালায় । বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেন তদন্তকারী আধিকারিকরা । বীরভূম তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে তাঁর প্রাক্তন দেহরক্ষীর গরু পাচার কাণ্ডে কী কী কথা হত তা জানতে চাওয়া হয় । জানা গিয়েছে, তদন্তে সহযোগিতার বদলে অসহযোগিতা করেন অনুব্রত মণ্ডল । কিন্তু সিবিআই-এর তরফ থেকে অনুব্রত মণ্ডলেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়, তাঁদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ সবকিছু রয়েছে । কিন্তু তাও অনুব্রত মণ্ডল নিজের বক্তব্যে অনড় থাকেন ।

CBi arrests Anubrata Mondal as he was not cooperating in cattle smuggling case investigation
অনুব্রতর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন: বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রতকে গ্রেফতার করল সিবিআই

পাশাপাশি এ দিন অনুব্রত মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশকিছু নথিপত্র এবং পেন ড্রাইভ উদ্ধার করেন আধিকারিকরা । মূলত অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় দফায় প্রশ্ন করা হয় যে গরু পাচার কাণ্ডে এনামুল হক নামে কোনও ব্যক্তিকে তিনি চেনেন কি না ? প্রশ্ন শুনে অনুব্রত মণ্ডল জানান, তাঁর শরীর ভালো লাগছে না ৷ ফলে তিনি সিবিআই-এর প্রশ্নের উত্তর দিতে পারছেন না । অভিযোগ, সেই প্রশ্নের উত্তরও সুকৌশলে এড়িয়ে যান অনুব্রত মণ্ডল । এরপরে তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি বীরভূমে একটি গরুর হাটের সঙ্গে যুক্ত কি না ? এক কথায় অনুব্রত উত্তর দিয়ে দেন ৷ বলেন, "এই বিষয়ে আমি কিছু জানি না ৷ আমার কিছু জানা নেই ৷ আমি এই সমস্ত বিষয়ে কোনও তথ্য জানি না ।"

কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ?

বলা হয়, যে যে প্রশ্ন তাঁকে করা হয়, তার উত্তর ইতিমধ্যেই নথিপত্র ও তথ্য প্রমাণ সিবিআই-এর কাছে রয়েছে । এখন শুধু তাঁর উত্তরের অপেক্ষায় রয়েছেন তাঁরা । কিন্তু এই প্রশ্ন শুনেও চুপ করে থাকেন অনুব্রত মণ্ডল । ঘণ্টাখানেক ধরে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতর সঙ্গে সিবিআই আধিকারিকদের বাকযুদ্ধ চলতে থাকে । অবশেষে প্রশ্নোত্তর পালা শেষ করে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা সরাসরি দিল্লির সিবিআই সদর দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পর অবশেষে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে । জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করেছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি অ্যারেস্ট মেমোয় সই করানো হয়েছে অনুব্রত মণ্ডলকে ।

বোলপুর/কলকাতা, 11 অগস্ট: গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) অবশেষে গ্রেফতার করা হল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে (CBi arrests Anubrata Mondal)। আজ সিবিআই (Anubrata Mondal arrested) আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একের পর এক প্রশ্ন এড়িয়ে যান ৷ তদন্তে অসহযোগিতার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়ে বলে জানা গিয়েছে ৷

কলকাতা থেকে গরু পাচার কাণ্ডের মূল তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে সিবিআই-এর একটি বিশেষ টিম ভোর রাতেই পৌঁছে যায় বোলপুরে ৷ এরপর সকালে তারা হানা দেয় অনুব্রত মণ্ডলের বাড়িতে । পাশাপাশি আসানসোল ও দুর্গাপুর থেকেও সিবিআই-এর অন্য একটি প্রতিনিধি দল অনুব্রতর বাড়িতে একসঙ্গে তল্লাশি অভিযান চালায় । বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেন তদন্তকারী আধিকারিকরা । বীরভূম তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে তাঁর প্রাক্তন দেহরক্ষীর গরু পাচার কাণ্ডে কী কী কথা হত তা জানতে চাওয়া হয় । জানা গিয়েছে, তদন্তে সহযোগিতার বদলে অসহযোগিতা করেন অনুব্রত মণ্ডল । কিন্তু সিবিআই-এর তরফ থেকে অনুব্রত মণ্ডলেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়, তাঁদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ সবকিছু রয়েছে । কিন্তু তাও অনুব্রত মণ্ডল নিজের বক্তব্যে অনড় থাকেন ।

CBi arrests Anubrata Mondal as he was not cooperating in cattle smuggling case investigation
অনুব্রতর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন: বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রতকে গ্রেফতার করল সিবিআই

পাশাপাশি এ দিন অনুব্রত মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশকিছু নথিপত্র এবং পেন ড্রাইভ উদ্ধার করেন আধিকারিকরা । মূলত অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় দফায় প্রশ্ন করা হয় যে গরু পাচার কাণ্ডে এনামুল হক নামে কোনও ব্যক্তিকে তিনি চেনেন কি না ? প্রশ্ন শুনে অনুব্রত মণ্ডল জানান, তাঁর শরীর ভালো লাগছে না ৷ ফলে তিনি সিবিআই-এর প্রশ্নের উত্তর দিতে পারছেন না । অভিযোগ, সেই প্রশ্নের উত্তরও সুকৌশলে এড়িয়ে যান অনুব্রত মণ্ডল । এরপরে তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি বীরভূমে একটি গরুর হাটের সঙ্গে যুক্ত কি না ? এক কথায় অনুব্রত উত্তর দিয়ে দেন ৷ বলেন, "এই বিষয়ে আমি কিছু জানি না ৷ আমার কিছু জানা নেই ৷ আমি এই সমস্ত বিষয়ে কোনও তথ্য জানি না ।"

কীভাবে গ্রেফতার হলেন অনুব্রত ?

বলা হয়, যে যে প্রশ্ন তাঁকে করা হয়, তার উত্তর ইতিমধ্যেই নথিপত্র ও তথ্য প্রমাণ সিবিআই-এর কাছে রয়েছে । এখন শুধু তাঁর উত্তরের অপেক্ষায় রয়েছেন তাঁরা । কিন্তু এই প্রশ্ন শুনেও চুপ করে থাকেন অনুব্রত মণ্ডল । ঘণ্টাখানেক ধরে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রতর সঙ্গে সিবিআই আধিকারিকদের বাকযুদ্ধ চলতে থাকে । অবশেষে প্রশ্নোত্তর পালা শেষ করে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা সরাসরি দিল্লির সিবিআই সদর দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পর অবশেষে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে । জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করেছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি অ্যারেস্ট মেমোয় সই করানো হয়েছে অনুব্রত মণ্ডলকে ।

Last Updated : Aug 11, 2022, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.