ETV Bharat / city

Anubrata Mandal : গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

বৃহস্পতিবার সকাল থেকেই নিজাম প্যালেসে কেষ্টর-ছায়াসঙ্গী সায়গল হোসেনকে জেরা করা হচ্ছিল । তারপরেই তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI arrest Anubrata Mandals bodyguard Saigal Hossain) ৷

Anubrata Mandal News
Anubrata Mandal News
author img

By

Published : Jun 9, 2022, 8:31 PM IST

Updated : Jun 9, 2022, 11:11 PM IST

বোলপুর ও কলকাতা, 9 জুন : গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে গ্রেফতার করল সিবিআই । বৃহস্পতিবার সকাল থেকেই নিজাম প্যালেসে কেষ্টর-ছায়াসঙ্গী সায়গল হোসেনকে জেরা করা হচ্ছিল । তারপরেই তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI arrest Anubrata Mandal bodyguard Saigal Hossain) ৷

তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন এনামুল হকের থেকে কয়েক দফায় কয়েক কোটি টাকা নিয়েছে সায়গল হোসেন । বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ডানহাত বলে সায়গল বর্তমানে রাজ্য পুলিশের কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী । সিবিআইয়ের অনুমান, একাধিক অছিলায় সে বিভিন্ন গরু পাচারকারী এবং ব্যবসায়ীর কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছিল ।

4 জুন সায়গলের বোলপুরের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকেরা । তাকে মুর্শিদাবাদের ডোমকলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তার বাড়িতে রীতিমতো তল্লাশি চালায় সিবিআই । পাশাপাশি প্রায় 15 ঘণ্টা সায়গল ও তার স্ত্রীকে জেরা করে তদন্তকারীরা ৷ বোলপুর ও ডোমকলে সায়গলের নামে-বেনামে একাধিক জমি, সম্পত্তির হদিশ পায় সিবিআই । সম্পত্তির উৎস জানতে 5 জুন দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্পে প্রায় 22 ঘণ্টা সায়গল-সহ অনুব্রতর 4 নিরাপত্তারক্ষীকে জেরা করা হয় ৷ এদিন ফের নিজাম প্যালেসের প্রায় 4 ঘণ্টা জিজ্ঞাসাবাদের তাকে গ্রেফতার করে সিবিআই ।

Anubrata Mandal News
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

আরও পড়ুন : অনুব্রতকে ফোন ! ভোট পরবর্তী হিংসায় তলব দুর্গাপুরের শিক্ষিকা ও ছাত্রকে

বীরভূমের ইলামবাজারের একজন গরু ব্যবসায়ীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । জানা গিয়েছে, ইলামবাজারে একটি গরুর হাট বসে । সেখান থেকে গরু বাংলাদেশে পাচার করা হত । সেই টাকার ভাগ পৌঁছে যেত সায়গলের কাছে । সিবিআই সূত্রে খবর, এদিন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর কোনও রকমের সদুত্তর না পাওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয় ।

বোলপুর ও কলকাতা, 9 জুন : গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে গ্রেফতার করল সিবিআই । বৃহস্পতিবার সকাল থেকেই নিজাম প্যালেসে কেষ্টর-ছায়াসঙ্গী সায়গল হোসেনকে জেরা করা হচ্ছিল । তারপরেই তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI arrest Anubrata Mandal bodyguard Saigal Hossain) ৷

তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন এনামুল হকের থেকে কয়েক দফায় কয়েক কোটি টাকা নিয়েছে সায়গল হোসেন । বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ডানহাত বলে সায়গল বর্তমানে রাজ্য পুলিশের কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী । সিবিআইয়ের অনুমান, একাধিক অছিলায় সে বিভিন্ন গরু পাচারকারী এবং ব্যবসায়ীর কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছিল ।

4 জুন সায়গলের বোলপুরের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকেরা । তাকে মুর্শিদাবাদের ডোমকলে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তার বাড়িতে রীতিমতো তল্লাশি চালায় সিবিআই । পাশাপাশি প্রায় 15 ঘণ্টা সায়গল ও তার স্ত্রীকে জেরা করে তদন্তকারীরা ৷ বোলপুর ও ডোমকলে সায়গলের নামে-বেনামে একাধিক জমি, সম্পত্তির হদিশ পায় সিবিআই । সম্পত্তির উৎস জানতে 5 জুন দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্পে প্রায় 22 ঘণ্টা সায়গল-সহ অনুব্রতর 4 নিরাপত্তারক্ষীকে জেরা করা হয় ৷ এদিন ফের নিজাম প্যালেসের প্রায় 4 ঘণ্টা জিজ্ঞাসাবাদের তাকে গ্রেফতার করে সিবিআই ।

Anubrata Mandal News
অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন

আরও পড়ুন : অনুব্রতকে ফোন ! ভোট পরবর্তী হিংসায় তলব দুর্গাপুরের শিক্ষিকা ও ছাত্রকে

বীরভূমের ইলামবাজারের একজন গরু ব্যবসায়ীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । জানা গিয়েছে, ইলামবাজারে একটি গরুর হাট বসে । সেখান থেকে গরু বাংলাদেশে পাচার করা হত । সেই টাকার ভাগ পৌঁছে যেত সায়গলের কাছে । সিবিআই সূত্রে খবর, এদিন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর কোনও রকমের সদুত্তর না পাওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয় ।

Last Updated : Jun 9, 2022, 11:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.