ETV Bharat / city

Cattle Smuggling Case: অনুব্রতর দেহরক্ষী সায়গলের মতো আরও প্রভাবশালী আছে বীরভূমে ? - সিবিআই

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের মতো আরও প্রভাবশালী আছে বীরভূমে (Cattle Smuggling Case)৷ এমনটাই অনুমান করছে সিবিআই (Anubrata Mandal body guard Saigal Hossain)৷

cattle-smuggling-case-cbi-finding-other-influential-people-like-anubrata-mandal-body-guard-saigal-hossain
অনুব্রতর দেহরক্ষী সায়গলের মতো আরও প্রভাবশালী আছে বীরভূমে ?
author img

By

Published : Jun 20, 2022, 10:13 AM IST

কলকাতা, 20 জুন: অনুব্রত মণ্ডলের কাছের পুলিশ কর্মী ! প্রভাবশালী পুলিশকর্মী ! কোটি টাকার মালিক এমন পুলিশকর্মী ! এমন পুলিশকর্মী কি শুধুই একা সায়গল হোসেন ? নাকি আছেন আরও অনেকে ? সিবিআইয়ের গোয়েন্দারা এমনই অনেক প্রশ্নের উত্তর পেতে নিজেদের হেফাজতে নিয়ে ধৃত সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন (Cattle Smuggling Case)৷

একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে, বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে, অনুব্রত মণ্ডলের পছন্দের পুলিশকর্মী শুধু সায়গল হোসেন নন । বরং বীরভূম জেলা পুলিশের একাধিক থানায় রয়েছে ছোট, বড় এবং মাঝারি মাপের একাধিক সায়গল হোসেন । যাদের ইশারায় বাঘে এবং গরুতে এক ঘাটে জল খায় । প্রয়োজন পড়লে সিবিআইয়ের গোয়েন্দারা এক এক করে এই সব পুলিশ কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করবেন বলে নিজাম প্যালেস সূত্রে খবর (Anubrata Mandal body guard Saigal Hossain)।

আরও পড়ুন: CBI Raid in Cattle Smuggling Case : অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার নথি

অনুব্রত মণ্ডলের বিষয়-সম্পত্তির হিসেব ঘেঁটে তদন্তকারী আধিকারিকরা সায়গল হোসেনের নাম জানতে পারেন । পাশাপাশি জানা গিয়েছে, সিবিআই ইতিমধ্যেই বীরভূম জেলার একাধিক পুলিশকর্মীর নামের তালিকা পেয়েছেন, যাঁরা কখনও না কখনও অনুব্রত মণ্ডলের কাছ থেকে বিভিন্ন ভাবে লাভবান হয়েছেন ও অনুব্রতর ইশারায় একাধিক কাজকর্ম করেছেন । শুধু পুলিশকর্মী কেন ? অনুব্রত মণ্ডলের আয়ের উৎস জানতে তদন্ত করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । ইতিমধ্যেই জানা গিয়েছে, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু প্রভাবশালী ব্যবসায়ী 2016 সাল থেকে অনুব্রত মণ্ডলের বিভিন্ন কাজ করে দিতেন ৷ ইতিমধ্যেই সেই সব ব্যবসায়ীর ঠিকুজি-কুষ্ঠি বের করে তদন্ত শুরু করেছেন সিবিআই-এর গোয়েন্দারা (CBI)।

কলকাতা, 20 জুন: অনুব্রত মণ্ডলের কাছের পুলিশ কর্মী ! প্রভাবশালী পুলিশকর্মী ! কোটি টাকার মালিক এমন পুলিশকর্মী ! এমন পুলিশকর্মী কি শুধুই একা সায়গল হোসেন ? নাকি আছেন আরও অনেকে ? সিবিআইয়ের গোয়েন্দারা এমনই অনেক প্রশ্নের উত্তর পেতে নিজেদের হেফাজতে নিয়ে ধৃত সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন (Cattle Smuggling Case)৷

একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে, বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন যে, অনুব্রত মণ্ডলের পছন্দের পুলিশকর্মী শুধু সায়গল হোসেন নন । বরং বীরভূম জেলা পুলিশের একাধিক থানায় রয়েছে ছোট, বড় এবং মাঝারি মাপের একাধিক সায়গল হোসেন । যাদের ইশারায় বাঘে এবং গরুতে এক ঘাটে জল খায় । প্রয়োজন পড়লে সিবিআইয়ের গোয়েন্দারা এক এক করে এই সব পুলিশ কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করবেন বলে নিজাম প্যালেস সূত্রে খবর (Anubrata Mandal body guard Saigal Hossain)।

আরও পড়ুন: CBI Raid in Cattle Smuggling Case : অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার নথি

অনুব্রত মণ্ডলের বিষয়-সম্পত্তির হিসেব ঘেঁটে তদন্তকারী আধিকারিকরা সায়গল হোসেনের নাম জানতে পারেন । পাশাপাশি জানা গিয়েছে, সিবিআই ইতিমধ্যেই বীরভূম জেলার একাধিক পুলিশকর্মীর নামের তালিকা পেয়েছেন, যাঁরা কখনও না কখনও অনুব্রত মণ্ডলের কাছ থেকে বিভিন্ন ভাবে লাভবান হয়েছেন ও অনুব্রতর ইশারায় একাধিক কাজকর্ম করেছেন । শুধু পুলিশকর্মী কেন ? অনুব্রত মণ্ডলের আয়ের উৎস জানতে তদন্ত করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । ইতিমধ্যেই জানা গিয়েছে, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু প্রভাবশালী ব্যবসায়ী 2016 সাল থেকে অনুব্রত মণ্ডলের বিভিন্ন কাজ করে দিতেন ৷ ইতিমধ্যেই সেই সব ব্যবসায়ীর ঠিকুজি-কুষ্ঠি বের করে তদন্ত শুরু করেছেন সিবিআই-এর গোয়েন্দারা (CBI)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.