ETV Bharat / city

Howrah Municipal Corporation: হাওড়া পৌরনিগমের আসন পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তির বিরুদ্ধে বিজেপির মামলা খারিজ হাইকোর্টে

হাওড়া জেলা পৌর নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, হাওড়া পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 66 ওয়ার্ড করা হবে । তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে বিজেপি ৷ সেই মামলা এদিন খারিজ হয়ে গেল ৷

calcutta-high-court-rejects-bjps-case-against-howrah-municipal-corporation-delimitation-notice
Howrah Municipal Corporation: হাওড়া পৌরনিগমের আসন পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তির বিরুদ্ধে বিজেপির মামলা খারিজ হাইকোর্টে
author img

By

Published : Sep 29, 2022, 9:13 PM IST

কলকাতা, ২৯ সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় ধাক্কা খেল হাওড়া জেলা বিজেপি (BJP) । হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) আসন পুনর্বিন্যাস সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা এই মামলা খারিজ করেছেন বৃহস্পতিবার ।

গত 19 সেপ্টেম্বর হাওড়া জেলা পৌর নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, হাওড়া পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 66 ওয়ার্ড করা হবে । এই বিজ্ঞপ্তি খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি । তাদের আইনজীবীর যুক্তি, 2015 সালের আগে হাওড়া পৌরনিগম 50টি ওয়ার্ড ছিল । পরে হাওড়া পৌরনিগমের সঙ্গে বালি পৌরসভা জুড়ে ওয়ার্ড সংখ্যা হয় 66 ।

এখন আবার রাজ্য সরকার বিধানসভায় দু'টি পৌরসভাকে আলাদা করার বিল পাস করে । তাতে রাজ্যপাল এখনও সাক্ষর করেননি । অথচ রাজ্য এখন একক ভাবে হাওড়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 66 করতে চাইছে । ফলে এই বিজ্ঞপ্তিটি খারিজ করা হোক ।

পাশাপাশি 2018 সাল থেকে হাওড়া পৌরনিগমে ভোট করা হয়নি । হাওড়া পৌরসভা থেকে বালিকে আলাদা করা সংক্রান্ত বিলে রাজ্যপাল সাক্ষর না করায় সেই জট কাটেনি । ফলে বিগত চার বছর ধরে সেখানে নির্বাচন হয়নি ।

কিন্তু রাজ্যের তরফে জানানো হয়, এই বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয় । জেলা নির্বাচনী আধিকারিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মতামত চেয়েছেন । কারও কোনও আপত্তি থাকলে, তা তারা লিখিত ভাবে দিতে পারেন । চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করা হবে । রাজ্যের এই যুক্তির পরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা ।

আরও পড়ুন : ইডি-এর বিরুদ্ধে মানেকার আদালত অবমাননার মামলায় শুনানি শেষ, রায়দান শুক্রে

কলকাতা, ২৯ সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বড় ধাক্কা খেল হাওড়া জেলা বিজেপি (BJP) । হাওড়া পৌরনিগম (Howrah Municipal Corporation) আসন পুনর্বিন্যাস সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা এই মামলা খারিজ করেছেন বৃহস্পতিবার ।

গত 19 সেপ্টেম্বর হাওড়া জেলা পৌর নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, হাওড়া পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে 66 ওয়ার্ড করা হবে । এই বিজ্ঞপ্তি খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি । তাদের আইনজীবীর যুক্তি, 2015 সালের আগে হাওড়া পৌরনিগম 50টি ওয়ার্ড ছিল । পরে হাওড়া পৌরনিগমের সঙ্গে বালি পৌরসভা জুড়ে ওয়ার্ড সংখ্যা হয় 66 ।

এখন আবার রাজ্য সরকার বিধানসভায় দু'টি পৌরসভাকে আলাদা করার বিল পাস করে । তাতে রাজ্যপাল এখনও সাক্ষর করেননি । অথচ রাজ্য এখন একক ভাবে হাওড়ার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 66 করতে চাইছে । ফলে এই বিজ্ঞপ্তিটি খারিজ করা হোক ।

পাশাপাশি 2018 সাল থেকে হাওড়া পৌরনিগমে ভোট করা হয়নি । হাওড়া পৌরসভা থেকে বালিকে আলাদা করা সংক্রান্ত বিলে রাজ্যপাল সাক্ষর না করায় সেই জট কাটেনি । ফলে বিগত চার বছর ধরে সেখানে নির্বাচন হয়নি ।

কিন্তু রাজ্যের তরফে জানানো হয়, এই বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয় । জেলা নির্বাচনী আধিকারিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মতামত চেয়েছেন । কারও কোনও আপত্তি থাকলে, তা তারা লিখিত ভাবে দিতে পারেন । চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনা করা হবে । রাজ্যের এই যুক্তির পরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা ।

আরও পড়ুন : ইডি-এর বিরুদ্ধে মানেকার আদালত অবমাননার মামলায় শুনানি শেষ, রায়দান শুক্রে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.