কলকাতা, 9 ডিসেম্বর : স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে প্রায় 500 জনকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ উঠেছে ৷ তাঁদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী 16 ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে ৷ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানি চলাকালীন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Gangopadhyay) ৷ এদিন মামলাকারীদের এই নির্দেশ দিয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে তদন্ত করছে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি ৷
আরও পড়ুন : Calcutta High Court : নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে
এছাড়াও, এই মামলায় প্রাথমিকভাবে 25 জনের নাম উঠে আসে ৷ মামলাকারীদের দাবি, বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁরা ৷ অভিযুক্তদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা তাঁদের জানানোর নির্দেশ দিয়েছিল আদালত ৷ এদিন মামলাকারীদের আইনজীবীরা জানান, ইতিমধ্যেই সংশ্লিষ্ট 25 জনের মধ্যে 12 জনকে চিঠি দিয়ে যাবতীয় ঘটনা জানানো হয়েছে ৷ কিন্তু, বাকি 13 জনের ঠিকানায় গলদ থাকায় চিঠি পাঠানো সম্ভব হয়নি ৷ তাই, এই বিষয়ে জিপিও-র ডিরেক্টর জেনারেলকে খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনকে একটি হলফনামাও পেশ করতে বলেছেন তিনি ৷ সেই হলফনামায় বিতর্কিত নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দিতে বলা হয়েছে ৷ আগামী 17 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
আরও পড়ুন : SSC Group C Recruitment Case : 350 জনের নথি খতিয়ে দেখে চারদিনের মধ্যে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের
উল্লেখ্য, স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় গত 22 নভেম্বর সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কিন্তু পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গড়ে দেয় ৷ বলা হয়, এই কমিটিই অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখবে ৷