ETV Bharat / city

জামিন নিয়ে দ্বিধাবিভক্ত বিচারপতিরা, 4 হেভিওয়েটকে গৃহবন্দি রাখার নির্দেশ

4 হেভিওয়েটের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি । আপাতত নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন তাঁরা ।

calcutta-high-court-orders-that-arrested-four-leaders-in-narada-case-to-be-kept-in-house-arrest
শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর, 4 হেভিওয়েটকে গৃহবন্দি রাখার নির্দেশ
author img

By

Published : May 21, 2021, 12:07 PM IST

Updated : May 21, 2021, 7:07 PM IST

কলকাতা, 21 মে: 4 হেভিওয়েট নেতার জামিন মামলার নিষ্পত্তি এখনও হল না ৷ আপাতত তাঁদের গৃহবন্দি রাখা হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত বিচারপতিরা ৷ সেই কারণেই বৃহত্তর বেঞ্চ গঠন না-করা পর্যন্ত ধৃতদের গৃহবন্দি রাখতে বলেছে আদালত ৷ বাড়ি থেকে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে করোনা মোকাবিলায় কাজ করতে পারবেন তাঁরা ৷ তবে বাড়ির বাইরে সিসিটিভি লাগানো থাকবে ৷ এবং গৃহবন্দি অবস্থায় কার সঙ্গে তাঁরা কথা বলছেন, তার ভিডিয়ো রেকর্ডিংও করে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা ৷

জামিনে সম্মতি দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় । কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জামিনের বিরোধিতা করেন । এই ক্ষেত্রে যা হয়, সাধারণত বৃহত্তর বেঞ্চ গঠন করে পরে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হয় । যতদিন পর্যন্ত প্রধান বিচারপতি কোনও বৃহত্তর বেঞ্চ গঠন না-করছেন, ততদিন তাঁদের গৃহবন্দি থাকতে হবে বলে নির্দেশ দেন বিচারপতিরা ৷ অর্থাত্ পুলিশি পাহারায় বাড়িতেই থাকবেন চার হেভিওয়েট নেতা ৷ তাঁদের চিকিত্সা সংক্রান্ত যাবতীয় পরিষেবা দেওয়া হবে ৷

আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেলেন না ফিরহাদ-সুব্রতরা, কাল ফের শুনানি

আদালতের এই সিদ্ধান্তের পর নিজেদের মধ্যে আলোচনার জন্য মিনিট দশেক সময় চেয়ে নেন ধৃত নেতাদের আইনজীবী অভিষেক মনু সিংভি ৷ এরপর শুনানি শুরু হলে, তিনি ফের চারজনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন ৷ তাঁর যুক্তি, অতিমারি পরিস্থিতিতে গৃহবন্দি থাকলে নেতা-মন্ত্রীদের কাজ করতে সমস্যা হবে, সেই কারণে তাঁদের জামিনের আবেদন করেন সিংভি ৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা চার নেতা-কর্মীর গৃহবন্দির বিরোধিতা করেন ৷ অপরদিকে, ধৃতদের জেল হেফাজতে রাখার আবেদন জানায় সিবিআই ৷

তবে দুটি আবেদনই খারিজ করে দিয়েছে আদালত ৷ বলা হয়েছে, ধৃতরা আপাতত গৃহবন্দিই থাকবেন ৷ করোনার সঙ্গে জড়িত কাজকর্ম তাঁরা বাড়ি থেকেই করবেন ৷ ফিরহাদ হাকিম ও অন্যান্যরা বাড়িতে থেকেই ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন ৷ তবে বাড়ির বাইরে গিয়ে সশরীরে কোনও মিটিং-এ তাঁরা অংশ নিতে পারবেন না বা কারও সঙ্গে দেখা করতে পারবেন না ৷ যতদিন না-পর্যন্ত বৃহত্তর বেঞ্চ গঠিত হয়ে এই মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন এই ভাবেই চলবে বলে জানিয়েছে হাইকোর্ট ৷

এ দিকে, মামলার গুরুত্ব বিচার করে শনি ও রবিবারও মামলার শুনানির আর্জি জানিয়েছেন ধৃতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ দ্রুত বেঞ্চ গঠন করে মামলার শুনানির আবেদন জানিয়েছেন হেভিওয়েট চার নেতামন্ত্রীর আইনজীবীরা ৷

কলকাতা, 21 মে: 4 হেভিওয়েট নেতার জামিন মামলার নিষ্পত্তি এখনও হল না ৷ আপাতত তাঁদের গৃহবন্দি রাখা হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । নারদ কাণ্ডে ধৃত চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে দ্বিধাবিভক্ত বিচারপতিরা ৷ সেই কারণেই বৃহত্তর বেঞ্চ গঠন না-করা পর্যন্ত ধৃতদের গৃহবন্দি রাখতে বলেছে আদালত ৷ বাড়ি থেকে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে করোনা মোকাবিলায় কাজ করতে পারবেন তাঁরা ৷ তবে বাড়ির বাইরে সিসিটিভি লাগানো থাকবে ৷ এবং গৃহবন্দি অবস্থায় কার সঙ্গে তাঁরা কথা বলছেন, তার ভিডিয়ো রেকর্ডিংও করে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা ৷

জামিনে সম্মতি দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় । কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জামিনের বিরোধিতা করেন । এই ক্ষেত্রে যা হয়, সাধারণত বৃহত্তর বেঞ্চ গঠন করে পরে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হয় । যতদিন পর্যন্ত প্রধান বিচারপতি কোনও বৃহত্তর বেঞ্চ গঠন না-করছেন, ততদিন তাঁদের গৃহবন্দি থাকতে হবে বলে নির্দেশ দেন বিচারপতিরা ৷ অর্থাত্ পুলিশি পাহারায় বাড়িতেই থাকবেন চার হেভিওয়েট নেতা ৷ তাঁদের চিকিত্সা সংক্রান্ত যাবতীয় পরিষেবা দেওয়া হবে ৷

আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেলেন না ফিরহাদ-সুব্রতরা, কাল ফের শুনানি

আদালতের এই সিদ্ধান্তের পর নিজেদের মধ্যে আলোচনার জন্য মিনিট দশেক সময় চেয়ে নেন ধৃত নেতাদের আইনজীবী অভিষেক মনু সিংভি ৷ এরপর শুনানি শুরু হলে, তিনি ফের চারজনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন ৷ তাঁর যুক্তি, অতিমারি পরিস্থিতিতে গৃহবন্দি থাকলে নেতা-মন্ত্রীদের কাজ করতে সমস্যা হবে, সেই কারণে তাঁদের জামিনের আবেদন করেন সিংভি ৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা চার নেতা-কর্মীর গৃহবন্দির বিরোধিতা করেন ৷ অপরদিকে, ধৃতদের জেল হেফাজতে রাখার আবেদন জানায় সিবিআই ৷

তবে দুটি আবেদনই খারিজ করে দিয়েছে আদালত ৷ বলা হয়েছে, ধৃতরা আপাতত গৃহবন্দিই থাকবেন ৷ করোনার সঙ্গে জড়িত কাজকর্ম তাঁরা বাড়ি থেকেই করবেন ৷ ফিরহাদ হাকিম ও অন্যান্যরা বাড়িতে থেকেই ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন ৷ তবে বাড়ির বাইরে গিয়ে সশরীরে কোনও মিটিং-এ তাঁরা অংশ নিতে পারবেন না বা কারও সঙ্গে দেখা করতে পারবেন না ৷ যতদিন না-পর্যন্ত বৃহত্তর বেঞ্চ গঠিত হয়ে এই মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন এই ভাবেই চলবে বলে জানিয়েছে হাইকোর্ট ৷

এ দিকে, মামলার গুরুত্ব বিচার করে শনি ও রবিবারও মামলার শুনানির আর্জি জানিয়েছেন ধৃতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ দ্রুত বেঞ্চ গঠন করে মামলার শুনানির আবেদন জানিয়েছেন হেভিওয়েট চার নেতামন্ত্রীর আইনজীবীরা ৷

Last Updated : May 21, 2021, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.