ETV Bharat / city

SSC Corruption: দু'সপ্তাহের জন্য শিক্ষক নিয়োগে সিবিআই অনুসন্ধান স্থগিতের নির্দেশ ডিভিশন বেঞ্চের - SSC Corruption

শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সিঙ্গেল বেঞ্চের দেওয়া সিবিআই অনুসন্ধানের নির্দেশ দু'সপ্তাহের জন্য স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ (Calcutta HCs Division Bench) ।

SSC Corruption
সিবিআই অনুসন্ধান স্থগিতের নির্দেশ ডিভিশন বেঞ্চের
author img

By

Published : Mar 2, 2022, 10:25 PM IST

কলকাতা, ২ মার্চ: শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সিবিআই অনুসন্ধানে দু'সপ্তাহের জন্য স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের । আজ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, "সিবিআই অনুসন্ধানের নির্দেশ সাধারণত খুব কম মামলার ক্ষেত্রেই দেওয়া হয় । এই মামলা বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চেই শুনানি হবে ১৪ মার্চ । আপাতত সিবিআই অনুসন্ধানের নির্দেশ স্থগিত থাকবে (Calcutta HCs Division Bench)

আরও পড়ুন: Contai Municipality Election 2022 : গণনা স্থগিতের আর্জি খারিজ হলেও মামলায় ঝুলে কাঁথি পৌরভোটের ফল

উল্লেখ্য ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে বাংলা বিষয়ে জুঁই দাস ও আজাদ আলি মির্জাকে চাকরিতে নিযুক্ত করা হয় । যাদের মেধাতালিকায় নামই ছিল না । এই অভিযোগ স্বীকার ও করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন । তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় পরশুদিন । সেই নির্দেশের বিরুদ্ধে গতকাল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে আপিল করে রাজ্য ।

যদিও এই সংক্রান্ত মামলার রেগুলার বেঞ্চ বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । কিন্তু বিচারপতি হরিশ ট্যাণ্ডন ট্রাইব্যুনালে ব্যাস্ত থাকায় আপাতত দু'সপ্তাহ বসবেন না ।

কলকাতা, ২ মার্চ: শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সিবিআই অনুসন্ধানে দু'সপ্তাহের জন্য স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের । আজ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, "সিবিআই অনুসন্ধানের নির্দেশ সাধারণত খুব কম মামলার ক্ষেত্রেই দেওয়া হয় । এই মামলা বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চেই শুনানি হবে ১৪ মার্চ । আপাতত সিবিআই অনুসন্ধানের নির্দেশ স্থগিত থাকবে (Calcutta HCs Division Bench)

আরও পড়ুন: Contai Municipality Election 2022 : গণনা স্থগিতের আর্জি খারিজ হলেও মামলায় ঝুলে কাঁথি পৌরভোটের ফল

উল্লেখ্য ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে বাংলা বিষয়ে জুঁই দাস ও আজাদ আলি মির্জাকে চাকরিতে নিযুক্ত করা হয় । যাদের মেধাতালিকায় নামই ছিল না । এই অভিযোগ স্বীকার ও করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন । তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় পরশুদিন । সেই নির্দেশের বিরুদ্ধে গতকাল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে আপিল করে রাজ্য ।

যদিও এই সংক্রান্ত মামলার রেগুলার বেঞ্চ বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । কিন্তু বিচারপতি হরিশ ট্যাণ্ডন ট্রাইব্যুনালে ব্যাস্ত থাকায় আপাতত দু'সপ্তাহ বসবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.