ETV Bharat / city

2019-র নির্বাচনের বকেয়া ভাড়া পাননি, নির্বাচন কমিশনকে চিঠি বাস মালিকদের - 2019 এর নির্বাচনে বকেয়া ভাড়া

বকেয়া টাকা না মেটালে আগামী নির্বাচনে আর বাস দেওয়া সম্ভব হবে না ৷ জানিয়ে দিল বাস মালিকেরা। ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ ইলেকশন কমিশনের দ্বারস্থ হয় ৷ ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে একটি চিঠি তাঁর হাতে দেওয়া হয় ৷

Bus owners union
ইলেকশন কমিশনকে চিঠি বাস মালিকদের
author img

By

Published : Dec 9, 2020, 11:07 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : দেখতে দেখতে এসে গেল আরও একটি নির্বাচন। কিন্তু গত নির্বাচনের ভাড়া খাটার টাকা এখনও মেলেনি বাস মালিকদের। বকেয়া টাকা না মেটালে আগামী নির্বাচনে আর বাস দেওয়া সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিল বাস মালিকরা। বকেয়া টাকার দাবি সহ আরও বেশ কয়েক দফা দাবিদাওয়া নিয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হল বাস মালিক সংগঠন।

ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "কলকাতা দক্ষিণ ও উত্তরে গত নির্বাচনে যে বাস ও মিনিবাসগুলি নেওয়া হয়েছিল সেগুলির ক্ষেত্রে 50 শতাংশ টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার মালিকরা এখনও একটা টাকাও পাননি। আবার দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 70 শতাংশ টাকা মেটানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে 90 শতাংশ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি এই বছরের গোড়ার দিকে আরও বেশ কিছু মালিকদের মোট টাকার কিছু অংশ ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই আজ আমরা ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে আমাদের দাবি সহ চিঠিটি উনার হাতে তুলে দিই। তাঁকে আমরা জানিয়েছি যে বকেয়া টাকা না মেটানো হলে আমাদের পক্ষে আর বাস দেওয়া সম্ভব হবে না। তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি এই বিষয়টি দেখবেন এবং খুব দ্রুত মালিকপক্ষর সাথে একটি বৈঠক ডাকার কথাও বলেন।"

আরও পড়ুন : চারহাত এক হল দেবলীনা-গৌরবের

তিনি আরও বলেন যে, "কোরোনা পরিস্থিতিতে টানা অনেকগুলো মাস আমাদের কোনও উপার্জন ছিল না। বাস মালিকরা খুব আর্থিক অসুবিধার মধ্য দিয়ে দিন যাপন করেছিল। তাই এই সময় আমাদের বকেয়া টাকা হাতে পেলে অনেকটাই সাহায্য হবে।" এছাড়াও তাঁদের অন্যান্য দাবিগুলো হল, আগে বেসরকারি বাসের ক্ষেত্রে 1910 টাকা প্রতিদিন দেওয়া হয়। সেই সংখ্যাটি বাড়িয়ে 2500 টাকা করতে হবে। মিনিবাসের ক্ষেত্রে সেই অর্থটি বাড়িয়ে 1580 টাকার পরিবর্তে 2000 টাকা করতে হবে। পাশাপাশি বাসের চালক ও কর্মীদের খোরাকি হিসেবে 170 টাকার পরিবর্তে প্রতিদিনের 250 টাকা করতে হবে। বাসের রিকুইজ়িশনের সময়ে ভাড়া 90 শতাংশ মিটিয়ে দিতে হবে। নির্বাচন শেষ হলে গাড়িগুলি রিলিজ করার 15 দিনের মধ্যে বাকি টাকাটা মিটিয়ে দিতে হবে।

কলকাতা, 9 ডিসেম্বর : দেখতে দেখতে এসে গেল আরও একটি নির্বাচন। কিন্তু গত নির্বাচনের ভাড়া খাটার টাকা এখনও মেলেনি বাস মালিকদের। বকেয়া টাকা না মেটালে আগামী নির্বাচনে আর বাস দেওয়া সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিল বাস মালিকরা। বকেয়া টাকার দাবি সহ আরও বেশ কয়েক দফা দাবিদাওয়া নিয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হল বাস মালিক সংগঠন।

ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "কলকাতা দক্ষিণ ও উত্তরে গত নির্বাচনে যে বাস ও মিনিবাসগুলি নেওয়া হয়েছিল সেগুলির ক্ষেত্রে 50 শতাংশ টাকা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার মালিকরা এখনও একটা টাকাও পাননি। আবার দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 70 শতাংশ টাকা মেটানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে 90 শতাংশ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি এই বছরের গোড়ার দিকে আরও বেশ কিছু মালিকদের মোট টাকার কিছু অংশ ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই আজ আমরা ডেপুটি কমিশনারের সঙ্গে দেখা করে আমাদের দাবি সহ চিঠিটি উনার হাতে তুলে দিই। তাঁকে আমরা জানিয়েছি যে বকেয়া টাকা না মেটানো হলে আমাদের পক্ষে আর বাস দেওয়া সম্ভব হবে না। তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি এই বিষয়টি দেখবেন এবং খুব দ্রুত মালিকপক্ষর সাথে একটি বৈঠক ডাকার কথাও বলেন।"

আরও পড়ুন : চারহাত এক হল দেবলীনা-গৌরবের

তিনি আরও বলেন যে, "কোরোনা পরিস্থিতিতে টানা অনেকগুলো মাস আমাদের কোনও উপার্জন ছিল না। বাস মালিকরা খুব আর্থিক অসুবিধার মধ্য দিয়ে দিন যাপন করেছিল। তাই এই সময় আমাদের বকেয়া টাকা হাতে পেলে অনেকটাই সাহায্য হবে।" এছাড়াও তাঁদের অন্যান্য দাবিগুলো হল, আগে বেসরকারি বাসের ক্ষেত্রে 1910 টাকা প্রতিদিন দেওয়া হয়। সেই সংখ্যাটি বাড়িয়ে 2500 টাকা করতে হবে। মিনিবাসের ক্ষেত্রে সেই অর্থটি বাড়িয়ে 1580 টাকার পরিবর্তে 2000 টাকা করতে হবে। পাশাপাশি বাসের চালক ও কর্মীদের খোরাকি হিসেবে 170 টাকার পরিবর্তে প্রতিদিনের 250 টাকা করতে হবে। বাসের রিকুইজ়িশনের সময়ে ভাড়া 90 শতাংশ মিটিয়ে দিতে হবে। নির্বাচন শেষ হলে গাড়িগুলি রিলিজ করার 15 দিনের মধ্যে বাকি টাকাটা মিটিয়ে দিতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.