ETV Bharat / city

ভুয়ো ভোটার ধরতে রাজ্য়ে আসছে বুথ অ্য়াপ - বুথ অ্য়াপ

আসন্ন বিধানসভা নির্বাচনে ভুয়ো ভোটার খুঁজতে আসছে নতুন বুথ অ্য়াপ৷ কিউ আর কোড স্ক্য়ান করে আসল ভোটারদের চিহ্নিত করবে এই অ্য়াপ৷ এর আগে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের 10টি বিধানসভা কেন্দ্রে ব্যবহার করা হয় এই অ্য়াপটি৷ এবার পশ্চিমবঙ্গেও তা কাজে লাগানো হবে৷

west bengal assembly election 2021_wb_kol_01_booth app to be introduced during assembly election in wb_copy_7206406
ভুয়ো ভোটার ধরতে রাজ্য়ে আসছে বুথ অ্য়াপ
author img

By

Published : Feb 7, 2021, 9:32 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : ভুয়ো ভোটার খুঁজে বের করতে এবার রাজ্যে আসতে চলেছে বুথ অ্যাপ। ভোটগ্রহণকেন্দ্রগুলিতে থাকবে এই অ্যাপ। শুধু তাই নয়, নির্বাচনী আধিকারিকদের একাধিক কাজও নির্ভুলভাবে করে দেবে এই অ্যাপটি।

উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও ব্যবহৃত হতে পারে বুথ অ্যাপ। ভোটের দিন প্রিসাইডিং অফিসারকে ম্যানুয়ালি ভোটারতালিকা থেকে প্রত্যেক ভোটারের নাম খুঁজে নিতে হয়। সেইসঙ্গে, প্রতি দু‘ঘণ্টা অন্তর কমিশনকে আপডেটেড একটি রিপোর্টও পাঠাতে হয়। এবার সেসব কাজ করে দেবে এই বুথ অ্যাপ। পাশাপাশি, ভোটগ্রহণের শেষে সেই বুথে মোট কত ভোট পড়ল, তারও নির্ভুল তালিকা তুলে ধরবে অ্যাপটি।

সূত্রের খবর, এই অ্যাপ কিউআর কোড স্ক্যান করে খুব দ্রুত ভোটারতালিকা থেকে আসল ভোটারদের নাম তুলে ধরে। এর ফলে ভোটদানের লম্বা লাইন থেকেও মুক্তি পাবেন ভোটাররা৷

আরও পড়ুন: বাংলা এবার তৃণমূলকে রাম কার্ড দেখাতে চলেছে : মোদি

নির্বাচনের দিন ভোটগ্রহণকেন্দ্রে প্রবেশের সময় ভোটারের ডিজিটাল কপির উপর যে কিউআর কোডটি থাকে, সেটিকে স্ক্যান করে যাচাই করে নেওয়া হবে৷ এরপর সেই ভোটারকে ভোটগ্রহণকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে। এরপর পোলিং স্টেশনের ভিতর আবারও পোলিং অফিসার ভোটারের কিউআর কোডটি স্ক্য়ান করে যাচাই করে নেবেন। এরপর ভোটারের নাম কম্পিটারে ভোটারতালিকায় যুক্ত হয়ে যাবে।

সাম্প্রতিক কালে এই বুথ অ্য়াপ পাইলট প্রজেক্ট হিসাবে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের 10টি বিধানসভা কেন্দ্রে ব্যবহার করা হয়৷ এবার পশ্চিমবঙ্গেও তা কাজে লাগানো হবে৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি : ভুয়ো ভোটার খুঁজে বের করতে এবার রাজ্যে আসতে চলেছে বুথ অ্যাপ। ভোটগ্রহণকেন্দ্রগুলিতে থাকবে এই অ্যাপ। শুধু তাই নয়, নির্বাচনী আধিকারিকদের একাধিক কাজও নির্ভুলভাবে করে দেবে এই অ্যাপটি।

উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও ব্যবহৃত হতে পারে বুথ অ্যাপ। ভোটের দিন প্রিসাইডিং অফিসারকে ম্যানুয়ালি ভোটারতালিকা থেকে প্রত্যেক ভোটারের নাম খুঁজে নিতে হয়। সেইসঙ্গে, প্রতি দু‘ঘণ্টা অন্তর কমিশনকে আপডেটেড একটি রিপোর্টও পাঠাতে হয়। এবার সেসব কাজ করে দেবে এই বুথ অ্যাপ। পাশাপাশি, ভোটগ্রহণের শেষে সেই বুথে মোট কত ভোট পড়ল, তারও নির্ভুল তালিকা তুলে ধরবে অ্যাপটি।

সূত্রের খবর, এই অ্যাপ কিউআর কোড স্ক্যান করে খুব দ্রুত ভোটারতালিকা থেকে আসল ভোটারদের নাম তুলে ধরে। এর ফলে ভোটদানের লম্বা লাইন থেকেও মুক্তি পাবেন ভোটাররা৷

আরও পড়ুন: বাংলা এবার তৃণমূলকে রাম কার্ড দেখাতে চলেছে : মোদি

নির্বাচনের দিন ভোটগ্রহণকেন্দ্রে প্রবেশের সময় ভোটারের ডিজিটাল কপির উপর যে কিউআর কোডটি থাকে, সেটিকে স্ক্যান করে যাচাই করে নেওয়া হবে৷ এরপর সেই ভোটারকে ভোটগ্রহণকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হবে। এরপর পোলিং স্টেশনের ভিতর আবারও পোলিং অফিসার ভোটারের কিউআর কোডটি স্ক্য়ান করে যাচাই করে নেবেন। এরপর ভোটারের নাম কম্পিটারে ভোটারতালিকায় যুক্ত হয়ে যাবে।

সাম্প্রতিক কালে এই বুথ অ্য়াপ পাইলট প্রজেক্ট হিসাবে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের 10টি বিধানসভা কেন্দ্রে ব্যবহার করা হয়৷ এবার পশ্চিমবঙ্গেও তা কাজে লাগানো হবে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.