কলকাতা, 31 মে : গার্ডেনরিচ এলাকার একটি নির্মীয়মান বহুতলের নিচ থেকে উদ্ধার হল স্থানীয় এক কিশোরের রক্তাক্ত দেহ (Body of A Teenager Boy Recovered in Garden Reach) ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ গতকাল বিকেলের পর থেকে ওই কিশোর নিখোঁজ ছিল ৷ এ দিন সকালে গোলাম আব্বাস রোডের একটি নির্মীয়মান বহুতলের নিচ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ৷ স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় রোজ সন্ধেয় সমাজ বিরোধীদের বাড়বাড়ন্ত শুরু হয় ৷ সেই রকমই কোনও সমাজ বিরোধীদের বেআইনি কার্যকলাপ দেখে ফেলায় কিশোরকে হত্যা করা হয়েছে ৷
স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছরে গার্ডেনরিচের গোলাম আব্বাস রোড এবং তার আশেপাশে একাধিক বহুতল গজিয়ে উঠেছে ৷ সেগুলি সবক’টি নির্মীয়মান ৷ আর রাতের অন্ধকার নামলেই সেই নির্মীয়মান বহুতলগুলিতে সমাজ বিরোধীদের বেআইনি কার্যকলাপ শুরু হয় ৷ অভিযোগ পুলিশকে এ নিয়ে আগে বহু অভিযোগ করা হয়েছিল ৷ কিন্তু, পুলিশের তরফে অসামাজিত কাজকর্ম বন্ধের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ পরিবারের অভিযোগ তেমনি কোনও বেআইনি কার্যকলাপ ওই কিশোর হয়তো দেখে ফেলেছিল ৷ তাই তাকে বহুতল থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : LED stick lights to regulate traffic: শহরের ছোট রাস্তাগুলিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণে পুলিশের হাতে 'জাদুকাঠি'
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেড়িয়েছিল ৷ তার পর সন্ধেয় স্থানীয় একটি দোকানে দেখা গিয়েছিল ৷ তার পর থেকেই সে নিখোঁজ ছিল ৷ সারা রাত পরিবারের লোকজন তাকে খুঁজেছে ৷ আজ সকালে কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে প্রথমে গার্ডেনরিচ থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ এর পর লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও ঘটনাস্থল ঘুরে দেখেন ৷ হোমিসাইড বিভাগ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ মারার আগে কিশোরের উপর অত্যাচার করা হয়েছিল বলে অনুমান গোয়েন্দাদের ৷ আজ দুপুরে ফরেন্সিক দল সেখানে যায় ৷ যেখানে দেহ পড়েছিল এবং বহুতলের উপরে উঠে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷