ETV Bharat / city

যাদবপুরের আবাসনে মহিলার দেহ উদ্ধার ঘিরে রহস্য

আজ সকালে যাদবপুরের পোদ্দারনগরের একটি আবাসনের নিচ থেকে উদ্ধার হয় সুইটি সূত্রধরের মৃতদেহ ৷ ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

body of a lady recoverd from a flat at Jadavpur
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 1, 2020, 8:45 PM IST

কলকাতা, 1 জানুয়ারি : যাদবপুরের পোদ্দারনগরের একটি আবাসনের বাইরে আজ সকালে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ ৷ সূত্রের খবর, গতকাল ওই আবাসনের ছাদে পার্টির আয়োজন করেছিল আবাসিকরা ৷ বর্ষবরণের সেই পার্টিতে উপস্থিত ছিলেন হোটেল ব্যবসায়ী কুন্তল সূত্রধর ও তাঁর স্ত্রী সুইটি সূত্রধর ৷ আজ সকালে সুইটি সূত্রধরের (35) দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তকারীদের মনে ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন । প্রশ্ন উঠেছে গতকাল রাতে কি মদ্যপান করেছিলেন সুইটি ? তার জেরেই কি বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে গেছেন তিনি ? নাকি কেউ তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ।

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ওই পার্টিতে ছিল মদ্যপানের আয়োজন । সঙ্গে তারস্বরে চলছিল মিউজ়িক । সূত্রের খবর এমনই ৷ তবে কুন্তলবাবুর অবশ্য দাবি, পার্টিতে যাওয়ার আগে তাঁরা দু'জনে অন্য এক জায়গায় মদ্যপান করেছিলেন । তারপর সেখান থেকে যান আবাসনের পার্টিতে । একটা সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তিনি ঘরে চলে যান । কিন্তু সুইটি তাঁর সঙ্গে যাননি । আবাসিকরা তদন্তকারীদের জানিয়েছেন, যাঁরা এসেছিলেন তাঁরা রাত দু'টোর মধ্যে যে যার বাড়ি চলে গেছিলেন । কিন্তু সুইটি যাননি । রাত আড়াইটে নাগাদ ওই আবাসনের পাশের একটি বহুতলের বাসিন্দারা একটি বিকট আওয়াজ শুনতে পান । তাঁরা ফোন করেন 100 নম্বরে । পুলিশ আসে । কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে ফিরে যায় ।

আজ সকালে কুন্তলবাবু ফোন করে পুলিশকে জানান, তাঁর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না । পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দু'টি আবাসনের মাঝে সরু গলি থেকে উদ্ধার করা হয় সুইটির মৃতদেহ । ঘটনায় রহস্যের গন্ধ থাকায় পোদ্দারনগরে যায় গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা এবং ফরেনসিক দল । তারা ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহ করেছে । এ দিকে কুন্তল এবং পার্টিতে থাকা আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । সূত্র জানাচ্ছে, কুন্তলবাবুর কথায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে । সুইটির সঙ্গে তাঁর শেষ কখন দেখা হয়েছিল তাঁর বয়ানে সে বিষয়ে অসঙ্গতি পাওয়া গেছে । আগামীকাল সুইটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই কয়েকটি প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করছে লালবাজার ।

কলকাতা, 1 জানুয়ারি : যাদবপুরের পোদ্দারনগরের একটি আবাসনের বাইরে আজ সকালে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ ৷ সূত্রের খবর, গতকাল ওই আবাসনের ছাদে পার্টির আয়োজন করেছিল আবাসিকরা ৷ বর্ষবরণের সেই পার্টিতে উপস্থিত ছিলেন হোটেল ব্যবসায়ী কুন্তল সূত্রধর ও তাঁর স্ত্রী সুইটি সূত্রধর ৷ আজ সকালে সুইটি সূত্রধরের (35) দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ । তদন্তকারীদের মনে ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন । প্রশ্ন উঠেছে গতকাল রাতে কি মদ্যপান করেছিলেন সুইটি ? তার জেরেই কি বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে গেছেন তিনি ? নাকি কেউ তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ।

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ওই পার্টিতে ছিল মদ্যপানের আয়োজন । সঙ্গে তারস্বরে চলছিল মিউজ়িক । সূত্রের খবর এমনই ৷ তবে কুন্তলবাবুর অবশ্য দাবি, পার্টিতে যাওয়ার আগে তাঁরা দু'জনে অন্য এক জায়গায় মদ্যপান করেছিলেন । তারপর সেখান থেকে যান আবাসনের পার্টিতে । একটা সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তিনি ঘরে চলে যান । কিন্তু সুইটি তাঁর সঙ্গে যাননি । আবাসিকরা তদন্তকারীদের জানিয়েছেন, যাঁরা এসেছিলেন তাঁরা রাত দু'টোর মধ্যে যে যার বাড়ি চলে গেছিলেন । কিন্তু সুইটি যাননি । রাত আড়াইটে নাগাদ ওই আবাসনের পাশের একটি বহুতলের বাসিন্দারা একটি বিকট আওয়াজ শুনতে পান । তাঁরা ফোন করেন 100 নম্বরে । পুলিশ আসে । কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে ফিরে যায় ।

আজ সকালে কুন্তলবাবু ফোন করে পুলিশকে জানান, তাঁর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না । পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দু'টি আবাসনের মাঝে সরু গলি থেকে উদ্ধার করা হয় সুইটির মৃতদেহ । ঘটনায় রহস্যের গন্ধ থাকায় পোদ্দারনগরে যায় গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা এবং ফরেনসিক দল । তারা ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহ করেছে । এ দিকে কুন্তল এবং পার্টিতে থাকা আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । সূত্র জানাচ্ছে, কুন্তলবাবুর কথায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে । সুইটির সঙ্গে তাঁর শেষ কখন দেখা হয়েছিল তাঁর বয়ানে সে বিষয়ে অসঙ্গতি পাওয়া গেছে । আগামীকাল সুইটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই কয়েকটি প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করছে লালবাজার ।

Intro:কলকাতা, 1 জানুয়ারি: যাদবপুরের আবাসনে বর্ষবরণের পার্টি। পোদ্দারনগরে ওই আবাসনের অনেকেই উপস্থিত ছিলেন সেই পার্টিতে। ছিলেন হোটেল ব্যবসায়ী কুন্তল সূত্রধরের স্ত্রী সুইটি। আজ সকালে ওই আবাসনের নিচ থেকে উদ্ধার হয় সুইটির দেহ। ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের মনে ঘুরপাক খাচ্ছে বেশ কিছু প্রশ্ন। আর তা থেকেই পাওয়া যাচ্ছে রহস্যের গন্ধ। ফুচকা উঠেছে সুইটি কি মদ্যপান করেছিলেন? তার জেরেই বেসামাল হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর, নাকি কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।



Body:বর্ষবরণের রাতে আবাসনের বাসিন্দারাই আয়োজন করে ওই ছাদ পার্টির। ছাদের ওই পার্টিতে আয়োজন ছিল দেদার মদ্যপানের। সূত্রের খবর তেমনটাই। পাঁচতলা ছাদটিকে সাজানো হয়েছিল সেই কারণে। সঙ্গে বাজানো হয় মিউজিক। চলে দেদার হৈ-হুল্লোড়। ছিল খানাপিনার আয়োজন। কুন্তলের অবশ‍্য দাবি, ওই পার্টিতে যাওয়ার আগে স্বামী-স্ত্রী মিলে অন্য এক জায়গায় মদ্যপান করেন। তারপর যোগ দেন আবাসনের পার্টিতে। একটা সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তিনি ঘরে চলে যান। কিন্তু সুইটি নামেননি। তদন্তকারীদের আবাসনের অন্যান্যরা জানিয়েছেন, রাত দুটোর মধ্যে যে যার বাড়ি চলে যান। কিন্তু যাননি সুইটি। রাত আড়াইটে নাগাদ ওই আবাসনের পাশের একটি বহুতলের বাসীন্ধারা বিকট আওয়াজ শুনতে। তারা ফোন করেন 100 ডায়ালে। পুলিশ আসে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে তারা ফিরে চলে যায়।



Conclusion:আজ সকালে কুন্তল ফোন করেন পুলিশকে। জানান তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দুটি আবাসনের মাঝখানে সরু গলি থেকে উদ্ধার করে সুইটির দেহ। ঘটনার রহস্যের গন্ধ থাকায় পোদ্দারনগরে যায় গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা এবং ফরেনসিক দল। তারা ঘটনার নমুনা সংগ্রহ করেছে। এদিকে কুন্তল এবং পার্টিতে থাকা আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্র জানাচ্ছে, কুন্তলের কথাবার্তায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। সুইটির সঙ্গে তার শেষ কখন দেখা হয়েছিল সে বিষয়ে কিছু গোলকধাঁধা রয়েছে। আগামীকাল তার দেহ ময়নাতদন্ত হবে। তারপরেই অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করছে লালবাজার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.