কলকাতা, 11 অগস্ট: রাখিবন্ধনের দিনে বেলেঘাটা দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোয় আয়োজিত হল রক্তদান শিবির ৷ বেলেঘাটা দুর্গোৎসব কমিটি গত 10-15 বছর ধরে খুঁটি পুজোয় রক্তদান শিবিরের আয়োজন করে ৷ এ বছর তাদের পুজোর 89তম বছর ৷ এলাকার সকল মানুষকে সঙ্গে নিয়েই এ দিনের খুঁটি পুজোর আয়োজন করা হয় ৷
সকাল 11টা নাগাদ রক্তদান উৎসব শুরু হয় ৷ 100 জনের টার্গেট থাকলেও, 50 জনের কাছাকাছি মানুষ রক্তদান করেছেন বলে জানিয়েছে আয়োজকরা ৷ এ দিন খুঁটি পুজোর পর রক্তদান প্রক্রিয়া শুরু হয় ৷ তার কিছুক্ষণ পরেই কমিটির তরফে রাখিবন্ধন উৎসব পালন করা হয় সেখানে ৷ পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে, এলাকার এবং খুঁটি পুজোতে উপস্থিত সকলকে রাখি পরান পুজো কমিটির সদস্যরা ৷
আরও পড়ুন: মহালয়ার আগে চক্ষুদান ! খুঁটিপুজোয় নজির গড়ল মধ্য কলকাতার পল্লি যুবক বৃন্দ
বেলেঘাটা দুর্গোৎসব কমিটির সম্পাদক পার্থ সাহা বলেন, ‘‘আমাদের পুজো 89 বছরে পড়লেও, গত দশ-পনেরো বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ৷ গত বছর 85 জন রক্ত দিয়েছিলেন ৷ এ বছরে 100 জনের টার্গেট নেওয়া হয়েছে ৷ ক্লাবের সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ মানুষও রক্তদানে অংশগ্রহণ করেন ৷ আজকে রাখির দিনে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে ৷ আমরা বরাবরই এলাকার সমস্ত ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে দুর্গোৎসব পালন করে থাকি ৷’’