কলকাতা, 10 জুলাই : একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির অন্যতম কারণ ছিল বুথস্তরে প্রশিক্ষিত কর্মীর অভাব ৷ অন্তত এমনই মনে করছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ৷ এখন দলের পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন ৷ তার জন্য এখন থেকেই পর্যায়ক্রমে বুথস্তরের কর্মীদের প্রশিক্ষণ শুরু করতে চলেছে বিজেপি ৷ প্রথম পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে প্রায় 50 হাজার বিজেপি কর্মীকে ৷
আরও পড়ুন : নাড্ডার জরুরি তলব, আজ রাতেই দিল্লি যাচ্ছেন দিলীপ
এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দিল্লি থেকে এই নির্দেশিকা এসেছে ৷ বিজেপির সব জেলার সভাপতিকে নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ কোভিড প্রোটোকল মেনেই বুথে বুথে প্রশিক্ষণ শিবির চলছে ৷ প্রতি বুথে 10 জনকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ পর্যায়ক্রমে তাঁরাই বাকিদের প্রশিক্ষণ দেবেন ৷’’
বিজেপি সূত্রে খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে এই প্রশিক্ষণ শিবির চলছে ৷ এই প্রশিক্ষণ শিবিরের জন্য ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় এসেছেন দলের আইটি সেল ও সোশাল মিডিয়া টিমের প্রতিনিধিরা ৷ অন্যদিকে, শনিবার রাতেই দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপিত দিলীপ ঘোষ ৷ রবিবার জেপি নাড্ডার সঙ্গে তাঁর একটি বৈঠক রয়েছে ৷
আরও পড়ুন : ফুটবলার, চা শ্রমিক থেকে মন্ত্রী জন বার্লা
দলীয় সূত্রে খবর, দিল্লির এই বৈঠকে নাড্ডার সঙ্গে বুথস্তরের কর্মীদের প্রশিক্ষণ নিয়ে কথা বলতে পারেন দিলীপ ৷ রাজ্যের 78 হাজার বুথেই এই প্রশিক্ষণ শিবির করার পরিকল্পনা রয়েছে ৷ প্রথম পর্যায়ে 50 হাজার সাধারণ বুথ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৷ দ্বিতীয় পর্যায়ে আরও 10 হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ রাজ্য নেতৃত্বকেও এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে বলা হয়েছে ৷
এই প্রশিক্ষণ শিবির ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ বিজেপির 39 টি সাংগঠনিক জেলাতেই এই প্রশিক্ষণ শিবির চলবে ৷ রাজ্যজুড়ে আগামী ছ’মাস ধরে এই প্রশিক্ষণ শিবির চলবে ৷ প্রথম তিনমাস প্রশিক্ষণ শিবির চলার পর প্রশিক্ষিতদের পরীক্ষাও নেওয়া হবে ৷ অর্থাৎ চব্বিশের লোকসভা নির্বাচনে ভালভাবে প্রশিক্ষিত কর্মীদেরই ভোটের কাজে নামাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ৷