ভগবানপুর (পূর্ব মেদিনীপুর ), 12 ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ একাধিক নেতৃত্বর উপর হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির ৷ পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা ঘেরাও করে তারা ৷ জমা দেওয়া হয় ডেপুটেশন ৷ অবরোধ করা হয় এগরা বাজকুল রাজ্য সড়ক ৷
ঘটনার বিষয়ে, ভগবানপুর পূর্ব মণ্ডলের সভাপতি স্বপন প্রধান বলেন, "ডায়মন্ডহারবারের ঘটনায় অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । অন্যথা বৃহত্তম আন্দোলনে নানতে বাধ্য হব ৷" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও চয়েছেন তাঁরা ৷" এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানপুর পূর্ব মণ্ডল সভাপতি স্বপন প্রধান ও সহ সভাপতি স্নেহাশিস আচার্য সহ একাধিক নেতৃত্ব ৷
আরও পড়ুন :শিরাকলে নাড্ডার কনভয়ে হামলা, কৈলাস বিজয়বর্গীয়-র গাড়ি ভাঙচুর
আরও পড়ুন : নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ
21 নির্বাচনকে সামনে রেখে রাজ্যে 10 ডিসেম্বর রাজ্যে আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ সেই সময় শিরাকলে তাঁর কনভয়ে হামলা চালানো হয় । অভিযোগ, সেখানে পথ অবরোধ করে তৃণমূলের কর্মীরা । ভাঙচুর করা হয় কৈলাস বিজয়বর্গী-র গাড়ি । কৈলাসের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট । এরপরই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে ৷ রাজ্যজুড়ে প্রতিবাদে সামিল হয় বিজেপি ৷ কোথাও ডেপুটেশন জমা দিয়ে, কোথাও বা মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ করে তারা ৷