কলকাতা, 15 জুন : রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ফি মকুব সহ একাধিক দাবিতে আজ সল্টলেকে বিধান মূর্তির সামনে অবস্থান-বিক্ষোভে বসে BJP-র শিক্ষা সেল । সেখানে যোগ দেন লকেট চ্যাটার্জি, সায়ন্তন বসুরা ।
ডেপুটেশন দেওয়ার জন্য আজ বিকাশ ভবনে যায় BJP-র শিক্ষা সেলের চারজনের প্রতিনিধি দল ৷ কিন্তু ডেপুটেশন গ্রহণ করা হয়নি শিক্ষা দপ্তরের তরফে ।
রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফি মকুব করতে হবে । রাজ্যের শিক্ষকদের অবিলম্বে কেন্দ্রীয় হারে বেতন দিতে হবে । এছাড়াও প্রতিশ্রুতি মতো PRT, TGT, PGT স্কেল অবিলম্বে চালু করতে হবে । SK, MSK আর ভোকেশনাল শিক্ষকদের অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দিতে হবে । এরকম একাধিক দাবি নিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যায় BJP-র শিক্ষা সেলের চারজনের এক প্রতিনিধি দল ৷ কিন্তু ডেপুটেশন গ্রহণ করা হয়নি শিক্ষা দপ্তরের তরফে ।
এই আন্দোলন জেলায় জেলায় চলবে বলে জানান BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় ৷