ETV Bharat / city

BJP : কলকাতা-হাওড়ার ভোটে মেয়র-পদপ্রার্থী ঘোষণা করবে না বিজেপি

2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী মুখ ছিল না । বিধানসভা মডেলই পৌরনিগম নির্বাচনেও লড়াই করার ভাবনা বিজেপির ।

bjp-decides-not-to-field-mayor-candidate-face-for-upcouming-kolkata-howrah-municipal-election
BJP : বিধানসভা নির্বাচনের মতো কলকাতা-হাওড়ার ভোটেও মেয়র-পদপ্রার্থী ঘোষণা করবে না বিজেপি
author img

By

Published : Nov 10, 2021, 8:46 PM IST

কলকাতা, 10 নভেম্বর : 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী মুখ ছিল না । নির্বাচনে হেরে যাওয়ার পর এবার সামনের কলকাতা এবং হাওড়ার পৌরনিগমেও মেয়রের পদের জন্য কোনও বিশেষ মুখ থাকবে না গেরুয়া শিবিরে । বিধানসভা মডেলই পৌরনিগম নির্বাচনেও লড়াই করার ভাবনা বিজেপির । যদিও রাজ্য নেতৃত্বর ধারণা, বিধানসভায় সাফল্য না এলেও পৌরনিগম নির্বাচনে সেই সাফল্য আসবে ৷ তাই কলকাতা, হাওড়া, বিধাননগর-সহ সবক’টি পৌরনিগম নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাড়াই লড়াই করার সিদ্ধান্ত নিল বিজেপি ।

আরও পড়ুন : BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা

বিজেপি সূত্রে খবর, হাওড়া ও কলকাতা পৌরনিগম নিয়ে বিজেপি একটি সাংগঠনিক বৈঠক করেছে । সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন । সেখানে ঠিক হয় যে বিজেপি মেয়র পদপ্রার্থী হিসাবে কাউকেই তুলে ধরবে না । তবে কলকাতা পৌরনিগম নির্বাচনে বিজেপির দুই জয়ী কাউন্সিলর বিজয় ওঝা ও মিনাদেবী পুরোহিতকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে । কলকাতা পৌরনিগমের নির্বাচনে প্রার্থী তালিকা তৈরির জন্য বিজেপি একটি কমিটি তৈরি করেছে । সেই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।

আরও পড়ুন : Tripura TMC : লক্ষ্য পৌরভোট, একদল নেতাকর্মীকে ত্রিপুরায় পাঠাল তৃণমূল

এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজেপি রাজ্যে বিরোধী দল । তাই আমরা সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে লড়াই করব । তবে বিজেপির স্ট্যান্ড এটাই যে বিজেপি পৌরনিগম নির্বাচনে কাউকে মেয়র পদপ্রার্থী করে লড়াইয়ে নামবে না । কলকাতা বা হাওড়া পৌরনিগমে বিজেপির বোর্ড তৈরি হলে তার পরই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷"

মূলত, পৌরনিগম নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে যাতে কোনও ঝামেলা তৈরি না হয় । তার জন্য বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে । সূত্রের খবর, বিজেপি রাজ্যে বিরোধী দল । সেই জায়গাটা ধরে রাখতে 100টি ওয়ার্ডে জয়লাভ করার টার্গেট নিয়ে ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি । বিজেপির দাবি, সর্বভারতীয় দল হিসেবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য নেতৃত্ব বসে মেয়র কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ।

আরও পড়ুন : Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের

কলকাতা, 10 নভেম্বর : 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী মুখ ছিল না । নির্বাচনে হেরে যাওয়ার পর এবার সামনের কলকাতা এবং হাওড়ার পৌরনিগমেও মেয়রের পদের জন্য কোনও বিশেষ মুখ থাকবে না গেরুয়া শিবিরে । বিধানসভা মডেলই পৌরনিগম নির্বাচনেও লড়াই করার ভাবনা বিজেপির । যদিও রাজ্য নেতৃত্বর ধারণা, বিধানসভায় সাফল্য না এলেও পৌরনিগম নির্বাচনে সেই সাফল্য আসবে ৷ তাই কলকাতা, হাওড়া, বিধাননগর-সহ সবক’টি পৌরনিগম নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাড়াই লড়াই করার সিদ্ধান্ত নিল বিজেপি ।

আরও পড়ুন : BJP leader expelled : নারদ-প্রসঙ্গ টেনে শুভেন্দুকে খোঁচা, বহিষ্কৃত হাওড়ার বিজেপি নেতা

বিজেপি সূত্রে খবর, হাওড়া ও কলকাতা পৌরনিগম নিয়ে বিজেপি একটি সাংগঠনিক বৈঠক করেছে । সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন । সেখানে ঠিক হয় যে বিজেপি মেয়র পদপ্রার্থী হিসাবে কাউকেই তুলে ধরবে না । তবে কলকাতা পৌরনিগম নির্বাচনে বিজেপির দুই জয়ী কাউন্সিলর বিজয় ওঝা ও মিনাদেবী পুরোহিতকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে । কলকাতা পৌরনিগমের নির্বাচনে প্রার্থী তালিকা তৈরির জন্য বিজেপি একটি কমিটি তৈরি করেছে । সেই কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।

আরও পড়ুন : Tripura TMC : লক্ষ্য পৌরভোট, একদল নেতাকর্মীকে ত্রিপুরায় পাঠাল তৃণমূল

এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজেপি রাজ্যে বিরোধী দল । তাই আমরা সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে লড়াই করব । তবে বিজেপির স্ট্যান্ড এটাই যে বিজেপি পৌরনিগম নির্বাচনে কাউকে মেয়র পদপ্রার্থী করে লড়াইয়ে নামবে না । কলকাতা বা হাওড়া পৌরনিগমে বিজেপির বোর্ড তৈরি হলে তার পরই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ৷"

মূলত, পৌরনিগম নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে যাতে কোনও ঝামেলা তৈরি না হয় । তার জন্য বিজেপির রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে । সূত্রের খবর, বিজেপি রাজ্যে বিরোধী দল । সেই জায়গাটা ধরে রাখতে 100টি ওয়ার্ডে জয়লাভ করার টার্গেট নিয়ে ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি । বিজেপির দাবি, সর্বভারতীয় দল হিসেবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য নেতৃত্ব বসে মেয়র কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ।

আরও পড়ুন : Dilip Ghosh : বিশ্ববঙ্গ সম্মেলনে শিল্পপতিরা এলেও বাংলায় বিনিয়োগ করবে না, কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.