ETV Bharat / city

Bengal BJP : পঞ্চায়েত ভোটই পাখির চোখ, কর্মীদের বার্তা বিজেপি নেতাদের

author img

By

Published : May 2, 2022, 9:39 PM IST

ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) বর্ষপূর্তি উপলক্ষে সোমবার কলকাতায় মিছিল ও সমাবেশ করে বিজেপি ৷ সেই কর্মসূচি থেকেই বঙ্গ বিজেপির নেতারা কর্মীদের বুঝিয়ে দিয়েছেন যে পঞ্চায়েত ভোটে লড়াইয়ের লক্ষ্যে এখন থেকেই নেমে পড়তে হবে (BJP Leaders' Message to Party Workers for Good Result in Upcoming Panchayat Polls) ৷

bjp-leaders-message-to-party-workers-for-good-result-in-upcoming-panchayat-polls
Bengal BJP : পঞ্চায়েত ভোটই পাখির চোখ, কর্মীদের বার্তা বিজেপি নেতাদের

কলকাতা, 2 মে : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন ৷ সোমবার কলকাতায় দলের কর্মসূচি থেকে স্পষ্ট করে দিল বিজেপির বঙ্গ-ব্রিগেড (BJPs Rally at Kolkata on Post Poll Violence) ৷ গেরুয়া শিবিরের কর্মীদের উদ্দেশ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি এখনই শুরু করার নির্দেশ দিলেন সুকান্ত-দিলীপ-শুভেন্দুরা ৷ পাশাপাশি বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারকে উৎখাত করতে সর্বাত্মক লড়াইয়েরও ডাক দিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতারা ৷

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল 2 মে, আজ থেকে ঠিক এক বছর আগে ৷ বিজেপির অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের কর্মীদের উপর হামলা হয় ৷ অনেককে খুন করা হয়৷ অনেকে ঘরছাড়া হন ৷ অনেকের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয় ৷

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

তাই এই বছর 2 মে-র দিনটিকেই ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) বর্ষপূর্তি হিসেবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির ৷ কলকাতায় বিজেপির তরফে আয়োজন করা হয় মেগা ব়্যালির ৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari), বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh)-সহ অন্য শীর্ষনেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

এদিন বিজেপির তরফে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হয় ।‌ তার পর সেখানে সভা হয়৷ এই সভা থেকেই গেরুয়া শিবিরের নেতারা বাংলায় রাজনৈতিক হিংসা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উৎখাতের ডাক দেন ৷ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করার বার্তাও দেন ৷

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

দিলীপ ঘোষ বলেন, ‘‘সন্ত্রাস, মনোনয়ন জমা করতে না দেওয়া সত্ত্বেও বদল শুরু হয়েছিল ওই আঠারোর পঞ্চায়েত নির্বাচন থেকেই । উনিশের লোকসভা নির্বাচনে আমরা 18টা আসন পেয়েছিলাম । উপনির্বাচন, পৌরনির্বাচনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি । বাংলায় ভোটের নামে সন্ত্রাস চলেছে ।'' অন্যদিকে সুকান্ত মজুমদার বলেন, "পুলিশকে নিরপেক্ষ করে দিন, তৃণমূলকে ঘরে ঢোকাতে 15 মিনিট সময় লাগবে না বিজেপির ।''

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

শুভেন্দু অধিকারী বলেন, ''2 মে-র পর যে ভোট সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাস আগে অন্য কোনও ভোটে হয়নি । 25 হাজার দোকান ও ঘর লুঠ হয়েছে । নন্দীগ্রামের দেবব্রত মাইতি খুন হয়েছেন । বাংলায় বর্বরোচিত অধ্যায়ের সূচনা হয়েছে । উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল, শতকত মোল্লাকে আইনের আওতায় আনতে হবে । বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে 12 হাজার এফআইআর হয়েছে । শিখ দাঙ্গায় 15 বছর পর কংগ্রেস নেতার যদি জেল হয় । তাহলে ভোট সন্ত্রাসের অভিযোগে অভিযুক্তদের কেন জেল হবে না ?''

বিরোধী দলনেতা আরও বলেন, ''বাংলায় আসছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah), বাংলাকে ভয়মুক্ত করবেন । 213 আসনে জিতেও শান্তিতে নেই তৃণমূল কংগ্রেস ।’’ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বকে বঙ্গ বিজেপির পাশে থাকতে ‍বাধ্য করানো হবে বলেও বার্তা দেন শুভেন্দু ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘4 মে নন্দীগ্রামে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি পালন । 11 মে দেউচা পাঁচামি যাব, সঙ্গে থাকবেন সুকান্ত ।’’

আরও পড়ুন : Arjun Skips BJP's Rally : ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির মিছিলে অনুপস্থিত অর্জুন, বাড়ল তৃণমূল ফেরার জল্পনা

কলকাতা, 2 মে : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন ৷ সোমবার কলকাতায় দলের কর্মসূচি থেকে স্পষ্ট করে দিল বিজেপির বঙ্গ-ব্রিগেড (BJPs Rally at Kolkata on Post Poll Violence) ৷ গেরুয়া শিবিরের কর্মীদের উদ্দেশ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি এখনই শুরু করার নির্দেশ দিলেন সুকান্ত-দিলীপ-শুভেন্দুরা ৷ পাশাপাশি বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারকে উৎখাত করতে সর্বাত্মক লড়াইয়েরও ডাক দিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতারা ৷

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল 2 মে, আজ থেকে ঠিক এক বছর আগে ৷ বিজেপির অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের কর্মীদের উপর হামলা হয় ৷ অনেককে খুন করা হয়৷ অনেকে ঘরছাড়া হন ৷ অনেকের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয় ৷

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

তাই এই বছর 2 মে-র দিনটিকেই ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) বর্ষপূর্তি হিসেবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির ৷ কলকাতায় বিজেপির তরফে আয়োজন করা হয় মেগা ব়্যালির ৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari), বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh)-সহ অন্য শীর্ষনেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

এদিন বিজেপির তরফে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হয় ।‌ তার পর সেখানে সভা হয়৷ এই সভা থেকেই গেরুয়া শিবিরের নেতারা বাংলায় রাজনৈতিক হিংসা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উৎখাতের ডাক দেন ৷ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করার বার্তাও দেন ৷

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

দিলীপ ঘোষ বলেন, ‘‘সন্ত্রাস, মনোনয়ন জমা করতে না দেওয়া সত্ত্বেও বদল শুরু হয়েছিল ওই আঠারোর পঞ্চায়েত নির্বাচন থেকেই । উনিশের লোকসভা নির্বাচনে আমরা 18টা আসন পেয়েছিলাম । উপনির্বাচন, পৌরনির্বাচনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি । বাংলায় ভোটের নামে সন্ত্রাস চলেছে ।'' অন্যদিকে সুকান্ত মজুমদার বলেন, "পুলিশকে নিরপেক্ষ করে দিন, তৃণমূলকে ঘরে ঢোকাতে 15 মিনিট সময় লাগবে না বিজেপির ।''

bjp leaders message to party workers for good result in upcoming panchayat polls
কলকাতায় বিজেপির কর্মসূচি

শুভেন্দু অধিকারী বলেন, ''2 মে-র পর যে ভোট সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাস আগে অন্য কোনও ভোটে হয়নি । 25 হাজার দোকান ও ঘর লুঠ হয়েছে । নন্দীগ্রামের দেবব্রত মাইতি খুন হয়েছেন । বাংলায় বর্বরোচিত অধ্যায়ের সূচনা হয়েছে । উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল, শতকত মোল্লাকে আইনের আওতায় আনতে হবে । বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে 12 হাজার এফআইআর হয়েছে । শিখ দাঙ্গায় 15 বছর পর কংগ্রেস নেতার যদি জেল হয় । তাহলে ভোট সন্ত্রাসের অভিযোগে অভিযুক্তদের কেন জেল হবে না ?''

বিরোধী দলনেতা আরও বলেন, ''বাংলায় আসছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah), বাংলাকে ভয়মুক্ত করবেন । 213 আসনে জিতেও শান্তিতে নেই তৃণমূল কংগ্রেস ।’’ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বকে বঙ্গ বিজেপির পাশে থাকতে ‍বাধ্য করানো হবে বলেও বার্তা দেন শুভেন্দু ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘4 মে নন্দীগ্রামে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি পালন । 11 মে দেউচা পাঁচামি যাব, সঙ্গে থাকবেন সুকান্ত ।’’

আরও পড়ুন : Arjun Skips BJP's Rally : ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির মিছিলে অনুপস্থিত অর্জুন, বাড়ল তৃণমূল ফেরার জল্পনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.