কলকাতা, 2 মে : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন ৷ সোমবার কলকাতায় দলের কর্মসূচি থেকে স্পষ্ট করে দিল বিজেপির বঙ্গ-ব্রিগেড (BJPs Rally at Kolkata on Post Poll Violence) ৷ গেরুয়া শিবিরের কর্মীদের উদ্দেশ্যে পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি এখনই শুরু করার নির্দেশ দিলেন সুকান্ত-দিলীপ-শুভেন্দুরা ৷ পাশাপাশি বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারকে উৎখাত করতে সর্বাত্মক লড়াইয়েরও ডাক দিয়েছেন বিজেপির এই শীর্ষ নেতারা ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল 2 মে, আজ থেকে ঠিক এক বছর আগে ৷ বিজেপির অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাদের কর্মীদের উপর হামলা হয় ৷ অনেককে খুন করা হয়৷ অনেকে ঘরছাড়া হন ৷ অনেকের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয় ৷
তাই এই বছর 2 মে-র দিনটিকেই ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) বর্ষপূর্তি হিসেবে বেছে নিয়েছিল গেরুয়া শিবির ৷ কলকাতায় বিজেপির তরফে আয়োজন করা হয় মেগা ব়্যালির ৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari), বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh)-সহ অন্য শীর্ষনেতৃত্বরা উপস্থিত ছিলেন ৷
এদিন বিজেপির তরফে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হয় । তার পর সেখানে সভা হয়৷ এই সভা থেকেই গেরুয়া শিবিরের নেতারা বাংলায় রাজনৈতিক হিংসা, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উৎখাতের ডাক দেন ৷ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করার বার্তাও দেন ৷
দিলীপ ঘোষ বলেন, ‘‘সন্ত্রাস, মনোনয়ন জমা করতে না দেওয়া সত্ত্বেও বদল শুরু হয়েছিল ওই আঠারোর পঞ্চায়েত নির্বাচন থেকেই । উনিশের লোকসভা নির্বাচনে আমরা 18টা আসন পেয়েছিলাম । উপনির্বাচন, পৌরনির্বাচনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি । বাংলায় ভোটের নামে সন্ত্রাস চলেছে ।'' অন্যদিকে সুকান্ত মজুমদার বলেন, "পুলিশকে নিরপেক্ষ করে দিন, তৃণমূলকে ঘরে ঢোকাতে 15 মিনিট সময় লাগবে না বিজেপির ।''
শুভেন্দু অধিকারী বলেন, ''2 মে-র পর যে ভোট সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাস আগে অন্য কোনও ভোটে হয়নি । 25 হাজার দোকান ও ঘর লুঠ হয়েছে । নন্দীগ্রামের দেবব্রত মাইতি খুন হয়েছেন । বাংলায় বর্বরোচিত অধ্যায়ের সূচনা হয়েছে । উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল, শতকত মোল্লাকে আইনের আওতায় আনতে হবে । বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে 12 হাজার এফআইআর হয়েছে । শিখ দাঙ্গায় 15 বছর পর কংগ্রেস নেতার যদি জেল হয় । তাহলে ভোট সন্ত্রাসের অভিযোগে অভিযুক্তদের কেন জেল হবে না ?''
বিরোধী দলনেতা আরও বলেন, ''বাংলায় আসছেন অমিত শাহ (Union Home Minister Amit Shah), বাংলাকে ভয়মুক্ত করবেন । 213 আসনে জিতেও শান্তিতে নেই তৃণমূল কংগ্রেস ।’’ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বকে বঙ্গ বিজেপির পাশে থাকতে বাধ্য করানো হবে বলেও বার্তা দেন শুভেন্দু ৷ একই সঙ্গে তিনি বলেন, ‘‘4 মে নন্দীগ্রামে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি পালন । 11 মে দেউচা পাঁচামি যাব, সঙ্গে থাকবেন সুকান্ত ।’’
আরও পড়ুন : Arjun Skips BJP's Rally : ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির মিছিলে অনুপস্থিত অর্জুন, বাড়ল তৃণমূল ফেরার জল্পনা