ETV Bharat / city

নাড্ডাকে আক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বিমান

মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এবার সেই একই সুর শোনা গেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর গলায়ও ।

Biman Basu
Biman Basu
author img

By

Published : Dec 11, 2020, 11:08 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যে এবার ক্ষোভ উগরে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তিনি জানিয়েছেন, যে ভাষায় মুখ্যমন্ত্রী তাঁকে আক্রমণ করেছেন তা অসাংবিধানিক । মুখ্যমন্ত্রীর বক্তব্য, সম্প্রীতি এবং সংবিধানকে ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেন তিনি । এর আগে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এবার সেই একই সুর শোনা গেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর গলায়ও ।

বিজেপির সর্বভারতীয় সভাপতিকে মুখ্যমন্ত্রী যেভাবে আক্রমণ করেছেন, তা নিয়ে বিমান বসু বলেন, "নাড্ডা, চাড্ডা, ফাড্ডা করে ছন্দ মিলিয়ে কথা বলতে গিয়ে যে ভাষা প্রয়োগ করলেন, তার পরিণাম ভালো হবে না ।" প্রসঙ্গত, মেয়ো রোডের সভা থেকে গতকালই জে পি নাড্ডা-কে 'বহিরাগত' বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "লোকের কাজ তো কিছু করে না । খালি চাড্ডা, নাড্ডা, গাড্ডা, ফাড্ডা সব চলে আসছে এক এক করে ।"

শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিমান বসু বলেন, "মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সুযোগ করে দিচ্ছেন বলেই আজ রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন । এ রাজ্যে বিরোধীরা সভা-সমিতি করার অনুমতি পায় না ।" এর আগে আজই রাজ্যপাল জানান, মেয়ো রোডের সভা থেকে জে পি নাড্ডাকে বহিরাগত বলা মোটেও উচিত হয়নি মুখ্যমন্ত্রীর ৷ সেই নিয়ে রাজ্যপালের পরামর্শ, মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেন তাঁর বক্তব্য়ের সেই ভিডিয়ো প্রত্য়াহার করে নেন ৷ পাশাপাশি ক্ষমা চাওয়ার কথা বলে তাঁর হুঁশিয়ারি, "আমি মুখ্য়মন্ত্রীকে সতর্ক করছি ৷ দয়া করে আগুন নিয়ে খেলবেন না ৷"

এদিকে, বিধান নগর ইস্ট, বারাসত, মহেশতলা, বেহালা ইস্ট, মেটিয়াবুরুজ, যাদবপুর, বারুইপুর, পশ্চিম ফলতা, বিষ্ণুপুর - এই ক'টি বিধানসভা কেন্দ্রে নজিরবিহীনভাবে জনসংখ্যার তুলনায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সোমবার থেকে রাজ্যের 294টি বিধানসভার তালিকা তৈরি করে ভুয়ো এবং মৃত ভোটার বেড়ে যাওয়ায় সন্দেহ প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তিনি জানান, ভোটার তালিকা সংশোধন না হলে বৃহত্তম আন্দোলনের পথে যাবে বামফ্রন্ট । লাগাতার রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভ করবেন তাঁরা । এই নিয়ে আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু 16টি বাম দলের নেতৃত্বকে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন । সমগ্র রাজ্যেই নজিরবিহীনভাবে জনসংখ্যার থেকে ভোটারের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা ।

কলকাতা, 11 ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যে এবার ক্ষোভ উগরে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তিনি জানিয়েছেন, যে ভাষায় মুখ্যমন্ত্রী তাঁকে আক্রমণ করেছেন তা অসাংবিধানিক । মুখ্যমন্ত্রীর বক্তব্য, সম্প্রীতি এবং সংবিধানকে ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেন তিনি । এর আগে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এবার সেই একই সুর শোনা গেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর গলায়ও ।

বিজেপির সর্বভারতীয় সভাপতিকে মুখ্যমন্ত্রী যেভাবে আক্রমণ করেছেন, তা নিয়ে বিমান বসু বলেন, "নাড্ডা, চাড্ডা, ফাড্ডা করে ছন্দ মিলিয়ে কথা বলতে গিয়ে যে ভাষা প্রয়োগ করলেন, তার পরিণাম ভালো হবে না ।" প্রসঙ্গত, মেয়ো রোডের সভা থেকে গতকালই জে পি নাড্ডা-কে 'বহিরাগত' বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "লোকের কাজ তো কিছু করে না । খালি চাড্ডা, নাড্ডা, গাড্ডা, ফাড্ডা সব চলে আসছে এক এক করে ।"

শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিমান বসু বলেন, "মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সুযোগ করে দিচ্ছেন বলেই আজ রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন । এ রাজ্যে বিরোধীরা সভা-সমিতি করার অনুমতি পায় না ।" এর আগে আজই রাজ্যপাল জানান, মেয়ো রোডের সভা থেকে জে পি নাড্ডাকে বহিরাগত বলা মোটেও উচিত হয়নি মুখ্যমন্ত্রীর ৷ সেই নিয়ে রাজ্যপালের পরামর্শ, মমতা বন্দ্য়োপাধ্য়ায় যেন তাঁর বক্তব্য়ের সেই ভিডিয়ো প্রত্য়াহার করে নেন ৷ পাশাপাশি ক্ষমা চাওয়ার কথা বলে তাঁর হুঁশিয়ারি, "আমি মুখ্য়মন্ত্রীকে সতর্ক করছি ৷ দয়া করে আগুন নিয়ে খেলবেন না ৷"

এদিকে, বিধান নগর ইস্ট, বারাসত, মহেশতলা, বেহালা ইস্ট, মেটিয়াবুরুজ, যাদবপুর, বারুইপুর, পশ্চিম ফলতা, বিষ্ণুপুর - এই ক'টি বিধানসভা কেন্দ্রে নজিরবিহীনভাবে জনসংখ্যার তুলনায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সোমবার থেকে রাজ্যের 294টি বিধানসভার তালিকা তৈরি করে ভুয়ো এবং মৃত ভোটার বেড়ে যাওয়ায় সন্দেহ প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তিনি জানান, ভোটার তালিকা সংশোধন না হলে বৃহত্তম আন্দোলনের পথে যাবে বামফ্রন্ট । লাগাতার রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভ করবেন তাঁরা । এই নিয়ে আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু 16টি বাম দলের নেতৃত্বকে নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন । সমগ্র রাজ্যেই নজিরবিহীনভাবে জনসংখ্যার থেকে ভোটারের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.