কলকাতা, 16 ডিসেম্বর : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় উত্তরের ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে । আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না । পশ্চিমী ঝঞ্জার প্রভাব কাটার সঙ্গে সঙ্গেই কমতে শুরু করছে তাপমাত্রার পারদ । বুধবারের পর থেকে আরও কমবে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
সিকিম ও তার পার্শ্ববর্তী এলাকা সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল । কুয়াশা ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যায় । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের শেষে । তবে জাঁকিয়ে শীত কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে ওই পশ্চিমী ঝঞ্ঝার গতি-প্রকৃতির উপর ।
বিগত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস যা চলতি মরশুমের স্বাভাবিক তাপমাত্রা । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 63 শতাংশ ও সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতায় ।