কলকাতা, 1 জুন : রবীন্দ্রসদনে গান স্যালুট প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-র (Bengal Govt to Pay Gun Salute to KK at Rabindra Sadan) ৷ বুধবার জেলা সফর সেরে ফিরে বিমানবন্দরে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ৷
কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন কে কে ৷ পর পর দু‘দিন তিনি কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানে যোগ দেন ৷ গতকাল রাতে অনুষ্ঠান শেষের পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷
কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের দেহ নিয়ে আজই তাঁর পরিবার মুম্বই ফিরে যাবে (KK Demise) ৷ তার আগে কলকাতা বিমানবন্দরে তাঁকে গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
পরে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানান, ময়নাতদন্তে অনেকটা সময় লেগে যাবে ৷ সেই কারণে বিমানবন্দরের বদলে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়া হবে প্রয়াত এই শিল্পীকে ৷
আরও পড়ুন : Evergreen Songs of KK : জিন্দেগী দো পল কি...আলবিদা কে কে