কলকাতা, 4 অগস্ট: দেশে একে-একে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন মাঙ্কিপক্সে (Guideline to prevent Monkeypox)। মৃত্যুও হয়েছে একজনের । পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল নির্দেশিকা । এ বার নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্যদফতরও (Bengal Govt issues guideline)। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজগুলিকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে (Monkeypox Guideline)।
মাঙ্কিপক্স নিয়ে রাজ্য সরকারি নির্দেশিকা
1. সব হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগকে প্রস্তুত থাকতে হবে
2. বেলেঘাটা আইডি-তে ইতিমধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্তদের চিকিত্সার জন্য আলাদা বেড রাখা হয়েছে
3. স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মাঙ্কিপক্সে আক্রান্তদের চিকিত্সায় আলাদা বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন
4. প্রতিটি জেলার অন্তত একটি সরকারি হাসপাতালে মাঙ্কিপক্সের জন্য বেড রাখতে হবে
5. প্রতিটি মেডিক্যাল কলেজকে বেড রাখতে বলা হয়েছে
6. এছাড়াও মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিললে অবিলম্বে তা জানাতে হবে স্বাস্থ্যভবনকে । প্রতিটি মেডিক্যাল কলেজকে বেড রাখতে বলা হয়েছে
অন্যদিকে, মাঙ্কিপক্স থেকে রক্ষা পেতে কোন কোন পদক্ষেপ করা যায় তা নিয়ে নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার ।
আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
কেন্দ্রের নির্দেশিকা
1. রোগ যাতে না ছড়ায় তাই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখতে হবে
2. স্যানিটাইজার ব্যবহার করতে হবে । সাবান দিয়ে হাত ধুতে হবে
3. মাস্ক পরা বাধ্যতামূলক ৷ পাশাপাশি ডিসপোজেবল গ্লাভস পরে রোগীর সামনে যেতে হবে
4. আক্রান্ত রোগীর চারপাশে বা যেখানে তিনি রয়েছেন সেখানে জীবাণুনাশক ব্যবহার করতে হবে
এ ছাড়াও যাঁরা মাঙ্কিপক্সে আক্রান্ত তাঁদের সঙ্গে বিছানা, জামাকাপড়, তোয়ালে ইত্যাদি যেন কোনও ভাবে শেয়ার করা না হয় সে কথাও রয়েছে নির্দেশিকায় ৷ আক্রান্ত ব্যক্তির জামাকাপড় কাচা, ইস্ত্রি করা এড়িয়ে চলতে হবে । পাশপাশি সামাজিক অনুষ্ঠানেও আক্রান্তকে না নিয়ে যেতে বলেছে কেন্দ্র ৷