কলকাতা, 22 এপ্রিল : করোনায় আক্রান্ত হলেন শশী পাঁজা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এক অডিয়ো বার্তায় তিনি এই কথা জানিয়েছেন ৷
শশী পাঁজা উত্তর কলকাতার শ্যামপুকুরের বিধায়ক ৷ গত দু’বার তিনি ওই কেন্দ্র থেকে জিতেছেন ৷ এবারও তিনি ওই কেন্দ্রে ঘাসফুল প্রতীকে লড়াই করছেন ৷ আগামী 29 এপ্রিল অষ্টম দফায় ভোটগ্রহণ করা হবে শ্যামপুকুরে ৷
কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, আগামী সোমবার 26 এপ্রিল অষ্টম দফার প্রচার শেষ ৷ ফলে শেষ কয়েকদিন তিনি আর প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না ৷
তবে প্রচারে যাতে কোনও ঘাটতি না পড়ে সেই কারণে ওই অডিয়ো বার্তা এবং অন্য একটি অডিয়ো বার্তায় দলের কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কীভাবে এই ক’দিন প্রচার প্রক্রিয়া চালাতে হবে ৷
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর মুখে দাঙ্গার কথা মানায় না, তোপ মমতার
শেষ দফার ভোটের আগে আগামী 25 এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও 26 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে উত্তর কলকাতায় ৷ সেই কর্মসূচিগুলি সফল করার ডাক দিয়েছেন শশী পাঁজা ৷