ETV Bharat / city

কালীঘাট মন্দিরে পুজো দিলেন অমিত শাহের স্ত্রী - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রাজ্যে প্রচারে ঝড় তুলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর তাঁর সঙ্গেই আজ কলকাতায় এসে কালীঘাটে পুজো দিলেন তাঁর স্ত্রী সোনাল শাহ ৷

Amit shah's wife sonal shah worshipped at kalighat temple
কালীঘাট মন্দিরে পুজো দিলেন অমিত শাহের স্ত্রী
author img

By

Published : Mar 30, 2021, 4:17 PM IST

Updated : Mar 30, 2021, 5:16 PM IST

কলকাতা, 30 মার্চ: কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্ত্রী সোনাল শাহ ৷ মঙ্গলবার দুপুরে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান ৷ এ দিনই ভোটের প্রচারে রাজ্যে এসেছেন শাহ ৷ তাঁর সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী সোনাল ও ছেলে জয় শাহ ৷

এ দিন দুপুর ১টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন অমিত শাহের স্ত্রী ৷ মিনিট দশেক তিনি মন্দিরের ভেতরে ছিলেন ৷ এ দিনই রাজ্যে সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তার সঙ্গেই এসেছেন তাঁর স্ত্রী ও ছেলে ৷ অমিত শাহ রাজনৈতিক কর্মসুচিতে পুর্ব মেদিনীপুর গিয়েছেন ৷ অন্যদিকে দুই নাতনিকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন তাঁর স্ত্রী ৷

মন্দিরের VIP গেট দিয়ে তিনি মন্দিরে প্রবেশ করেন ৷ দুপুরে মন্দির বন্ধ হওয়ার আগে তিনি সেখানে পৌঁছন ৷ সোনাল শাহ পৌঁছনোর আগেই মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় ৷ পুরো মন্দির চত্বর মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে ৷ কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কলকাতা পুলিশও উপস্থিত ছিল ঘটনাস্থলে ৷ মন্দিরের ভেতরে নিরাপত্তার স্বার্থে সংবাদমাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: নারী সুরক্ষার প্রশ্ন তুলে মমতাকে নন্দীগ্রামে গোল দেওয়ার ডাক অমিতের

মন্দির কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয় শাহ-পত্নীকে ৷ তারাই তাঁকে বিশেষ প্রবেশদ্বার দিয়ে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যান ৷ পুজো দিয়েই নাতনিদের নিয়ে তিনি বেরিয়ে আসেন ৷ বাইরে দাঁড়িয়ে থাকা সংবাদিকরা তাঁকে পুজো দেওয়ার কারণ নিয়ে জিজ্ঞাসা করলেও তিনি কিছু বলতে চাননি ৷ পুজো দিয়ে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান সোনাল শাহ ৷

কালীঘাটে শাহ-পত্নী ৷

বিধানসভা নির্বাচনের আগে ঘনঘন রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর কাছেই কালীঘাটে পুজো দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী ৷ সেইমতোই তাঁকে নিয়েই এ দিন কলকাতায় আসেন শাহ ৷ বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাটে পুজো দিলেন শাহ-পত্মী ৷

কলকাতা, 30 মার্চ: কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্ত্রী সোনাল শাহ ৷ মঙ্গলবার দুপুরে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান ৷ এ দিনই ভোটের প্রচারে রাজ্যে এসেছেন শাহ ৷ তাঁর সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী সোনাল ও ছেলে জয় শাহ ৷

এ দিন দুপুর ১টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন অমিত শাহের স্ত্রী ৷ মিনিট দশেক তিনি মন্দিরের ভেতরে ছিলেন ৷ এ দিনই রাজ্যে সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তার সঙ্গেই এসেছেন তাঁর স্ত্রী ও ছেলে ৷ অমিত শাহ রাজনৈতিক কর্মসুচিতে পুর্ব মেদিনীপুর গিয়েছেন ৷ অন্যদিকে দুই নাতনিকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন তাঁর স্ত্রী ৷

মন্দিরের VIP গেট দিয়ে তিনি মন্দিরে প্রবেশ করেন ৷ দুপুরে মন্দির বন্ধ হওয়ার আগে তিনি সেখানে পৌঁছন ৷ সোনাল শাহ পৌঁছনোর আগেই মন্দিরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় ৷ পুরো মন্দির চত্বর মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে ৷ কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কলকাতা পুলিশও উপস্থিত ছিল ঘটনাস্থলে ৷ মন্দিরের ভেতরে নিরাপত্তার স্বার্থে সংবাদমাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: নারী সুরক্ষার প্রশ্ন তুলে মমতাকে নন্দীগ্রামে গোল দেওয়ার ডাক অমিতের

মন্দির কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয় শাহ-পত্নীকে ৷ তারাই তাঁকে বিশেষ প্রবেশদ্বার দিয়ে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যান ৷ পুজো দিয়েই নাতনিদের নিয়ে তিনি বেরিয়ে আসেন ৷ বাইরে দাঁড়িয়ে থাকা সংবাদিকরা তাঁকে পুজো দেওয়ার কারণ নিয়ে জিজ্ঞাসা করলেও তিনি কিছু বলতে চাননি ৷ পুজো দিয়ে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে চলে যান সোনাল শাহ ৷

কালীঘাটে শাহ-পত্নী ৷

বিধানসভা নির্বাচনের আগে ঘনঘন রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর কাছেই কালীঘাটে পুজো দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী ৷ সেইমতোই তাঁকে নিয়েই এ দিন কলকাতায় আসেন শাহ ৷ বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাটে পুজো দিলেন শাহ-পত্মী ৷

Last Updated : Mar 30, 2021, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.