ETV Bharat / city

Bangladesh youth Arrest In Kolkata: ডানলপ থেকে সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশি যুবক - Bangladesh Miscreants Arrest In Kolkata

বরানগর থানার নর্দান পার্ক এলাকা থেকে বাংলাদেশি দুষ্কৃতী সন্দেহে এক যুবককে গ্রেফতার করল সিআইডি (Bangladesh youth Arrest In Kolkata)। তার নাম নুরউন লতিফ নবি ওরফে নেক্সন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

 Bangladesh Miscreants Arrest In Kolkata
Bangladesh Miscreants Arrest In Kolkata
author img

By

Published : Feb 7, 2022, 2:25 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: উত্তর 24 পরগনার বরানগর থানার নর্দান পার্ক এলাকা থেকে বাংলাদেশি দুষ্কৃতী সন্দেহে এক যুবককে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম নুরউন লতিফ নবি ওরফে নেক্সন। বরানগর থানার পুলিশ কর্মীদের সাহায্যে তাকে গ্রেফতার করেছে সিআইডি। জানা গিয়েছে, নর্দান পার্কের একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিল নুর। ডিআইজি সিআইডি মিরাজ খালিদ ইটিভি ভারতকে জানান, যুবককে বরানগর থানার সাহায্য নিয়ে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার বারাসত, বনগাঁ এবং দত্তপুকুর এই সকল থানায় বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিআইডির অভিযোগ, ধৃতকে দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছিল না গোয়েন্দারা। এলাকায় রাজমিস্ত্রি বলে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন রকমের দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড করত এই যুবক।

আরও পড়ুন: সরস্বতী পুজোর রাতে ঠনঠনিয়া এলাকায় দুই ক্লাবের সদস্যদের সংঘর্ষ

সিআইডির অভিযোগ, ধৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ধৃত যুবক কলকাতায় এসে আধার কার্ড, ভোটার কার্ড করে নিয়েছিল। সিআইডির সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ভাটপাড়া, ব্যারাকপুরে মাঝেমধ্যেই যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হত, তার নেপথ্যে যে বহিরাগত দুষ্কৃতীরা যুক্ত রয়েছে, তা একপ্রকার নিশ্চিত গোয়েন্দারা। রাজ্যের একাধিক ঘটনার নেপথ্যে নুরের কোনও যোগ রয়েছে কিনা তা জানতে চাইছেন রাজ্য পুলিশের গোয়েন্দারাও।

কলকাতা, 7 ফেব্রুয়ারি: উত্তর 24 পরগনার বরানগর থানার নর্দান পার্ক এলাকা থেকে বাংলাদেশি দুষ্কৃতী সন্দেহে এক যুবককে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম নুরউন লতিফ নবি ওরফে নেক্সন। বরানগর থানার পুলিশ কর্মীদের সাহায্যে তাকে গ্রেফতার করেছে সিআইডি। জানা গিয়েছে, নর্দান পার্কের একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিল নুর। ডিআইজি সিআইডি মিরাজ খালিদ ইটিভি ভারতকে জানান, যুবককে বরানগর থানার সাহায্য নিয়ে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার বারাসত, বনগাঁ এবং দত্তপুকুর এই সকল থানায় বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিআইডির অভিযোগ, ধৃতকে দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছিল না গোয়েন্দারা। এলাকায় রাজমিস্ত্রি বলে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন রকমের দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড করত এই যুবক।

আরও পড়ুন: সরস্বতী পুজোর রাতে ঠনঠনিয়া এলাকায় দুই ক্লাবের সদস্যদের সংঘর্ষ

সিআইডির অভিযোগ, ধৃতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ধৃত যুবক কলকাতায় এসে আধার কার্ড, ভোটার কার্ড করে নিয়েছিল। সিআইডির সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ভাটপাড়া, ব্যারাকপুরে মাঝেমধ্যেই যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হত, তার নেপথ্যে যে বহিরাগত দুষ্কৃতীরা যুক্ত রয়েছে, তা একপ্রকার নিশ্চিত গোয়েন্দারা। রাজ্যের একাধিক ঘটনার নেপথ্যে নুরের কোনও যোগ রয়েছে কিনা তা জানতে চাইছেন রাজ্য পুলিশের গোয়েন্দারাও।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.