ETV Bharat / city

516 জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরাচ্ছে বাংলাদেশ - coast guard

বাংলাদেশ থেকে দেশে ফিরছেন 516 জন মৎস্যজীবী । তাঁদের নিয়ে নিয়ে রওনা দিয়েছে 32টি ফিশিং বোট ৷

32টি ফিশিং বোটকে এস্কর্ট করে নিয়ে আসছে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ৷
author img

By

Published : Jul 17, 2019, 3:42 AM IST

Updated : Jul 17, 2019, 4:46 AM IST

কলকাতা, 17 জুলাই : দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন সময় তাঁরা ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায় । আইন অনুযায়ী তাদের হেপাজতে নেয় বাংলাদেশ । সেই সকল নিখোঁজ মৎস্যজীবীদের এবার দেশে ফেরানো হচ্ছে । ইতিমধ্যেই বাংলাদেশ থেকে রওনা দিয়েছে 32টি ভারতীয় ফিশিং বোট । দেশে ফিরছেন 516 জন মৎস্যজীবী ।

গতকাল ভারত ও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর আঞ্চলিক স্তরের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতায় । সূত্রের খবর, উপকূল রক্ষার নানা বিষয়ে দুই দেশের বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে । বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন মহম্মদ মইনউদ্দিন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন ইন্সপেক্টর জেনেরাল রঞ্জন বারগোত্রা । আলোচনার অন্যতম বিষয় ছিল মৎস্যজীবীদের সুরক্ষায় দু'দেশের সমন্বয় । পাশাপাশি মৎস্যজীবীদের ফেরানো নিয়েও কথা হয় দু'দেশের মধ্যে । বৈঠক শেষ হওয়ার পর গতকাল বিকেলেই 516 জন ভারতীয় মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় 32টি ফিশিং বোট । এই বোটগুলিকে এস্কর্ট করে নিয়ে আসছে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ ।

দিন কয়েক আগে উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে উলটে গিয়েছিল ভারতীয় মৎস্যজীবীদের চারটি ট্রলার । ট্রলারগুলিতে 61 জন মৎস্যজীবী ছিলেন । নিখোঁজদের উদ্ধারে সচেষ্ট হয় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীও । পাঁচ দিন ভেসে থাকার পর উদ্ধার হন মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । তাঁকে উদ্ধারেও ভূমিকা নিয়েছিল বাংলাদেশ ।

এদিকে 516 জন মৎস্যজীবীকে ভারতীয় জলসীমা থেকে এস্কর্ট করে আনার জন্য রওনা দিয়েছে কোস্ট গার্ডের বিজয়া ও অনমোল নামে দুটি জাহাজ । তবে এখনও নিখোঁজ রয়েছে 24 জন মৎস্যজীবী । তাঁদের উদ্ধারের বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে খবর ।

কলকাতা, 17 জুলাই : দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন সময় তাঁরা ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায় । আইন অনুযায়ী তাদের হেপাজতে নেয় বাংলাদেশ । সেই সকল নিখোঁজ মৎস্যজীবীদের এবার দেশে ফেরানো হচ্ছে । ইতিমধ্যেই বাংলাদেশ থেকে রওনা দিয়েছে 32টি ভারতীয় ফিশিং বোট । দেশে ফিরছেন 516 জন মৎস্যজীবী ।

গতকাল ভারত ও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর আঞ্চলিক স্তরের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতায় । সূত্রের খবর, উপকূল রক্ষার নানা বিষয়ে দুই দেশের বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে । বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন মহম্মদ মইনউদ্দিন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন ইন্সপেক্টর জেনেরাল রঞ্জন বারগোত্রা । আলোচনার অন্যতম বিষয় ছিল মৎস্যজীবীদের সুরক্ষায় দু'দেশের সমন্বয় । পাশাপাশি মৎস্যজীবীদের ফেরানো নিয়েও কথা হয় দু'দেশের মধ্যে । বৈঠক শেষ হওয়ার পর গতকাল বিকেলেই 516 জন ভারতীয় মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় 32টি ফিশিং বোট । এই বোটগুলিকে এস্কর্ট করে নিয়ে আসছে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ ।

দিন কয়েক আগে উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে উলটে গিয়েছিল ভারতীয় মৎস্যজীবীদের চারটি ট্রলার । ট্রলারগুলিতে 61 জন মৎস্যজীবী ছিলেন । নিখোঁজদের উদ্ধারে সচেষ্ট হয় বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীও । পাঁচ দিন ভেসে থাকার পর উদ্ধার হন মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস । তাঁকে উদ্ধারেও ভূমিকা নিয়েছিল বাংলাদেশ ।

এদিকে 516 জন মৎস্যজীবীকে ভারতীয় জলসীমা থেকে এস্কর্ট করে আনার জন্য রওনা দিয়েছে কোস্ট গার্ডের বিজয়া ও অনমোল নামে দুটি জাহাজ । তবে এখনও নিখোঁজ রয়েছে 24 জন মৎস্যজীবী । তাঁদের উদ্ধারের বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে খবর ।

Intro:কলকাতা, 16 জুলাই: বিভিন্ন সময় তারা চলে গিয়েছিল বাংলাদেশের জল সীমায়। কখনো তারা পড়েছিল দুর্ঘটনার কবলে। প্রকৃতির রোষ, তীব্র হওয়া তাদের টেনে নিয়ে যায় বাংলাদেশের দিকে। বিভিন্ন সময় তাদের উদ্ধার করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। আইন অনুযায়ী তাদের, হেফাজতে নেয় বাংলাদেশ। নিখোঁজ মৎস্যজীবীদের এবার দেশে ফেরানো হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে রওয়ানা দিয়েছে ৩২ টি ভারতীয় ফিসিং বোট। তাতে প্রত্যার্পণ করা হচ্ছে ৫১৬ মৎস্যজীবীকে।
Body:আজ ভারত এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর আঞ্চলিক স্তরের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। সূত্র জানাচ্ছে, উপকূল রক্ষার নানা বিষয়ে দুই দেশের বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন শা মহম্মদ মইনউদ্দিন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল রঞ্জন বারগোত্রা। বৈঠকে অন্যতম বিষয় ছিল মৎস্যজীবীদের সুরক্ষায় দু'দেশের সমন্বয়। পাশাপাশি মৎস্যজীবী প্রত্যর্পণ নিয়েও কথা হয় দু'দেশের মধ্যে। বৈঠক শেষ হওয়ার পর আজ বিকালেই 516 জন ভারতীয় মৎসজীবীকে নিয়ে রওনা দেয় 32 টি ফিশিং বোট। তারা হয় বাংলাদেশের হাতে বন্দি ছিলেন কিংবা তাদের উদ্ধার করেছিল বাংলাদেশ। এই দলটিকে এস্কর্ট করে নিয়ে আসছে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনীর স্বাধীনি বাংলা এবং মনসুর আলি নামে দুটি জাহাজ। Conclusion:দিন কয়েক আগে উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে উল্টে গিয়েছিল মৎস্যজীবীদের চারটি ট্রলার। চারটি ট্রলারে ৬১ জন মৎস্যজীবী ছিলেন। নিখোঁজদের উদ্ধারে সচেষ্ট হয় বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনীও। ৫ দিন ভেসে থাকার পর উদ্ধার হন মৎস্যজীবী রবীন্দ্রনাথ দাস। তাকে উদ্ধারেও বাংলাদেশের ভূমিকা ছিল। বাংলাদেশের ফেরানো 516 জন মৎসজীবীকে ভারতীয় জলসীমা থেকে এসকর্ট করে আনার জন্য রওনা দিয়েছে কোস্ট গার্ডের বিজয়া এবং আনমোল নামে দুটি জাহাজ। তবে এখনো নিখোঁজ রয়েছে 24 জন মৎসজীবী। তাদের উদ্ধারের বিষয়েও আজ উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হয় বলে খবর।

Last Updated : Jul 17, 2019, 4:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.