কলকাতা, 14 জুলাই : দেশ জুড়ে জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমব্লেমের সিংহমূর্তির মুখ নিয়ে বিতর্ক চলছে (National Emblem Controversy) । বৃহস্পতিবার সেই বিতর্ক একপ্রকার নস্যাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary Abhishek Banerjee) জানিয়ে দিলেন, দেশ ক্রমেই জরুরি অবস্থার দিকে যাচ্ছে । মানুষ যেখানে খেতে পাচ্ছে না, সেখানে সিংহের মুখ নিয়ে বিতর্ক করা অপ্রাসঙ্গিক ৷
গত কয়েকদিন ধরে জাতীয় থেকে রাজ্য সর্বস্তরে জাতীয় প্রতীক অশোক স্তম্ভের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা । সেই দলে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) রয়েছে । তবে এদিন অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, ন্যাশনাল এমব্লেমের সিংহ মূর্তি হিংস্র কি না, তা বিচারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশের মানুষের অবস্থা । তাঁর মতে, দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে । মধ্যবিত্ত মানুষ থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ, মূল্যবৃদ্ধির দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন । এই অবস্থায় তৃণমূল কংগ্রেস তাঁদের পাশে আছে ।
এদিন একুশে জুলাইয়ের (TMCs 21 July Rally) এর প্রস্তুতি পর্যবেক্ষণ করতে সল্টলেকের সেন্ট্রাল পার্কে যান অভিষেক ৷ সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘বিজেপি পৈতৃক সম্পত্তির মতো করে দেশটাকে চালাচ্ছে । স্বাধীনতার 75 তম বর্ষে প্রধানমন্ত্রী বলছেন আমরা অমৃত মহোৎসব পালন করছি । কিন্তু আজকে ভারতবর্ষের নাগরিকদের যে অবস্থা আপনারা করেছেন, এতটা পরাধীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষেও ছিল না । এটা আমাদের কাছে লজ্জার ।’’
এদিন অভিষেক দাবি করেন, ‘‘সিংহ অ্যাগ্রেসিভ না ডিফেন্সিভ তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আজকে দেশের অবস্থা । এই মুহূর্তে দেশের অবস্থা এমারজেন্সির থেকেও খারাপ । 2014 সালে কেরোসিনের দাম ছিল 16 টাকা লিটার । আজ কেরোসিন দাম বাড়তে বাড়তে 102 টাকা লিটার । ডিজেল 93 টাকা, পেট্রল 107 টাকা লিটার । রান্নার গ্যাসের দাম 1100 টাকা । ভাবতে পারেন সাধারণ মানুষের অবস্থা ! আমরা এই অবস্থায় মানুষের পাশে ছিলাম । আগামিদিনেও মানুষের পাশেই থাকব ।’’
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, ‘‘বিজেপি সব বদলে দিচ্ছে । নাম বদলে দিচ্ছে সিম্বল বদলে দিচ্ছে, সব ।’’ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে রাষ্ট্রপতি পদের অবমাননার অভিযোগ তুলেছেন । তিনি বলেন, ‘‘নাম বা সিম্বল বদলে দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ, যেভাবে ন্যাশনাল এমব্লেমকে উন্মোচন করা হয়েছে । উন্মোচন করার সময় দেশের রাষ্ট্রপতিকে ডেকে তা করা উচিত ছিল । লোকসভা বা রাজ্যসভা সমন করেন রাষ্ট্রপতি । আপনারা মুখে বলছেন একজন এসসিকে রাষ্ট্রপতি করেছি । তাঁকে যতটুকু সম্মান দেওয়ার প্রয়োজন, তা দেওয়া হচ্ছে না । চারজন মিলে হটকারিতার মধ্যে দিয়ে যে করেই হোক ন্যাশনাল এমব্লেম উন্মোচন করতে হবে ।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা না হয় বাদ দিলাম বিরোধীদের আপনারা ডাকবেন না । তো আমাদের প্রশ্ন কেন রাষ্ট্রপতিকে ডাকা হল না ! ভারতবর্ষের রাষ্ট্রপতি যিনি সর্বোচ্চ পদে রয়েছেন তাকেও তাঁর সম্মানটা দেওয়া হবে না । টোকেন রিপ্রেজেন্টেশন দেখাতে আপনারা বলছেন আপনারা জনজাতির থেকে রাজনীতি রাষ্ট্রপতি করছেন । তাহলে যখন রাম মন্দির উদ্বোধন হল কেন রাষ্ট্রপতিকে ডাকা হল না । রাম মন্দিরের উদ্বোধনে কতজন পণ্ডিত ছিল, সেখানে ক’জন সিডিউল কাস্ট ছিলেন !’’
আরও পড়ুন : Abhishek Slams ED-CBI: ইডি-সিবিআইকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে, কয়লাকাণ্ড নিয়ে সরব অভিষেক