ETV Bharat / city

Bye Election Notification : আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে আজ

আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে আজ (Asansol and Ballygunge bye election notification) । জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে । উপনির্বাচন হতে পারে আগামী 7 মার্চ ।

author img

By

Published : Feb 5, 2022, 10:44 AM IST

Bye Election News
আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচন

কলকাতা, 5 ফেব্রুয়ারি: আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে শনিবার (Asansol and Ballygunge bye election notification) । এমনটাই, জানা গিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে । সব কিছু ঠিকঠাক থাকলে উপনির্বাচন হতে পারে আগামী 7 মার্চ । ইতিমধ্যেই জারি হয়েছে রাজ্যের 108টি পৌরসভার নির্বাচনের নির্ঘণ্ট । এবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির পালা ।

জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, যে শনিবার জারি হতে পারে বিজ্ঞপ্তি । আগে জানা গিয়েছিল, জাতীয় নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার সঙ্গে পশ্চিমবঙ্গের উপনির্বাচনগুলিও করাতে চায় । আর সেদিনই একইসঙ্গে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন ।

আরও পড়ুন: মেট্রোর চলন্ত কোচে এবার বাজবে সচেতনতামূলক বার্তা ও কর্পোরেট জিঙ্গল

আগামী 7 মার্চ উত্তরপ্রদেশে রয়েছে শেষ দফার ভোট । তাই ওইদিনই হয়ত সম্পন্ন করা হতে পারে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে । অন্যদিকে, বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ার পর আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে । তাই এই দুই কেন্দ্রের উপনির্বাচন করাতে বিজ্ঞপ্তি জারি করা হতে পরে সরস্বতী পুজোর দিনেই ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি: আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে শনিবার (Asansol and Ballygunge bye election notification) । এমনটাই, জানা গিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে । সব কিছু ঠিকঠাক থাকলে উপনির্বাচন হতে পারে আগামী 7 মার্চ । ইতিমধ্যেই জারি হয়েছে রাজ্যের 108টি পৌরসভার নির্বাচনের নির্ঘণ্ট । এবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারির পালা ।

জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, যে শনিবার জারি হতে পারে বিজ্ঞপ্তি । আগে জানা গিয়েছিল, জাতীয় নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার সঙ্গে পশ্চিমবঙ্গের উপনির্বাচনগুলিও করাতে চায় । আর সেদিনই একইসঙ্গে আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন ।

আরও পড়ুন: মেট্রোর চলন্ত কোচে এবার বাজবে সচেতনতামূলক বার্তা ও কর্পোরেট জিঙ্গল

আগামী 7 মার্চ উত্তরপ্রদেশে রয়েছে শেষ দফার ভোট । তাই ওইদিনই হয়ত সম্পন্ন করা হতে পারে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে । অন্যদিকে, বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ার পর আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে । তাই এই দুই কেন্দ্রের উপনির্বাচন করাতে বিজ্ঞপ্তি জারি করা হতে পরে সরস্বতী পুজোর দিনেই ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.