ETV Bharat / city

নতুন শিবিরের নয়া রসায়নে দীনেশ এখন অর্জুনের বড় ভাই - বড় ভাই

পুরনো বিবাদ ভুলে দীনেশ ত্রিবেদীকে "বড় ভাই" বলে সম্বোধন করলেন অর্জুন সিং ৷ ব্য়ারাকপুর লোকসভা আসনের টিকিট নিয়ে একসময় বিবাদ শুরু হয়েছিল এই দুই রাজনৈতিক নেতার ৷ যার শুরুটা হয়েছিল তৃণমূল শিবিরে ৷ এখন দু’জনই যোগ দিয়েছেন বিজেপিতে ৷ আর তারপরই পুরনো তিক্ততা ভুলে একমঞ্চে দীনেশ-অর্জুন ৷

west bengal assembly election 2021_arjun sing addressing dinesh trivedi as big brother on brigade stage
নতুন শিবির, নতুন রসায়ন: দীনেশকে ‘বড় ভাই’ সম্বোধন অর্জুনের
author img

By

Published : Mar 7, 2021, 3:09 PM IST

Updated : Mar 7, 2021, 4:32 PM IST

কলকাতা, 7 মার্চ: ব্রিগেডের সভামঞ্চে অতীতের তিক্ততা ভুললেন ব্য়ারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ এতদিন যে দীনেশ ত্রিবেদী সঙ্গে তাঁর সম্পর্ক ছিল কার্যত সাপে-নেউলে, রবিবার সেই দীনেশকেই "বড় ভাই" বলে সম্বোধন করলেন অর্জুন ৷

অর্জুন সিং এবং দীনেশ ত্রিবেদী ৷ একটা সময় দু’জনেই ছিলেন ‘দিদির সৈনিক’ ৷ রাজ্য়ে পালাবদলের আগেই 2009 সালে তৃণমূলের টিকিটে ব্য়ারাকপুরের লোকসভা আসনে জেতেন দীনেশ ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় তখন দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী ৷ দু’হাজার এগারোয় বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর সেই দায়িত্ব দীনেশের উপরেই ছাড়েন মমতা ৷ দীনেশ যে দলনেত্রীর ভরসার পাত্র ছিলেন, তা এ থেকেই স্পষ্ট ৷ কিন্তু রেলমন্ত্রী থাকাকালীন সেই দলনেত্রীর সঙ্গেই বিবাদে জড়ান দীনেশ ৷ রেলের ভাড়া বাড়ানো নিয়ে তৈরি হয় মতপার্থক্য ৷ যার জেরে রেলমন্ত্রিত্ব খোয়াতে হয় দীনেশকে ৷ সেই দায়িত্ব বর্তায় মমতার সেই সময়কার আর এক ‘ভরসার মানুষ’ মুকুল রায়ের উপর ৷ তবে এতকিছুর পরও তৃণমূলের প্রতি আনুগত্য ভোলেননি দীনেশ ৷ যার ফলও মেলে হাতে নাতে ৷ দু’হাজার নয়ের পর দু’হাজার চোদ্দতেও ব্য়ারাকপুর থেকে দলের টিকিট পান তিনি ৷ জিতে সাংসদ হন দ্বিতীয় বারের জন্য ৷

এরপর আসে উনিশের লোকসভা ভোট ৷ ব্য়ারাকপুর আসন নিয়ে বিবাদ শুরু হয় তৃণমূলের অন্দরে ৷ সূত্রের খবর, 2019 সালে ব্য়ারাকপুর থেকে তৃণমূলের টিকিটে লড়তে চেয়েছিলেন অর্জুন ৷ কিন্তু মমতা আস্থা রাখেন দীনেশেই ৷ অবস্থা বুঝে শিবির বদলান অর্জুন সিং ৷ যোগ দেন বিজেপিতে ৷ গেরুয়া টিকিট হাতে নিয়েই ঝাঁপিয়ে পড়েন ভোটের ময়দানে ৷ ফল যায় তাঁর অনুকূলেই ৷ দু’বারের সাংসদকে হারিয়ে ব্য়ারাকপুরে পদ্ম ফোটান অর্জুন ৷

আরও পড়ুন: সুপার সানডেতে রাজনীতির হাই ভোল্টেজ ম্যাচ রাজ্যের 2 প্রান্তে

এই পরিস্থিতিতেও দীনেশকে একেবারে বঞ্চিত করেনি মমতা ৷ মনোনীত সদস্য হিসাবে তাঁকে রাজ্যসভায় সাংসদ করে পাঠান তিনি ৷ তবে তারপরও যে সবকিছু ঠিকঠাক ছিল না, সেটা স্পষ্ট হয় সম্প্রতিই ৷ সকলকে অবাক করে রাজ্য়সভায় দাঁড়িয়েই নিজের সাংসদ পদে ইস্তফা দেন দীনেশ ৷ তাঁর নাটকীয় পদত্য়াগ নজর কাড়ে গোটা দেশের ৷ এরপর দীনেশের বিজেপিতে যোগদান ছিল শুধুই সময়ের অপেক্ষা ৷ সেই কাজও ইতিমধ্যেই সারা হয়েছে ৷

কৌতূহল তৈরি হয় এরপরই ৷ ব্য়ারাকপুর আসনের লড়াই নিয়ে দীনেশ-অর্জুনের বিবাদ কোন দিকে গড়ায়, তা নিয়ে আগ্রহ ছিল সব মহলের ৷ যার জবাব এদিন নিজেই দিয়ে দিলেন অর্জুন ৷ ব্রিগেডের মঞ্চে বুঝিয়ে দিলেন, পুরনো সব বিবাদ এখন ইতিহাস মাত্র ৷ নতুন দলে সম্পর্কের রসায়নও নতুন ৷ তাই একদিন যে দীনেশের বিরুদ্ধে খড়্গহস্ত ছিলেন তিনি, এদিন তাঁকেই "বড় ভাই" বলে সম্বোধন করেন অর্জুন ৷ এমনকী, সভামঞ্চে ভাষণ শেষে নিজেই বলেন, এখন তাঁরা (অজুন ও দীনেশ) দু’জনে একসঙ্গেই রয়েছেন ৷

কলকাতা, 7 মার্চ: ব্রিগেডের সভামঞ্চে অতীতের তিক্ততা ভুললেন ব্য়ারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ এতদিন যে দীনেশ ত্রিবেদী সঙ্গে তাঁর সম্পর্ক ছিল কার্যত সাপে-নেউলে, রবিবার সেই দীনেশকেই "বড় ভাই" বলে সম্বোধন করলেন অর্জুন ৷

অর্জুন সিং এবং দীনেশ ত্রিবেদী ৷ একটা সময় দু’জনেই ছিলেন ‘দিদির সৈনিক’ ৷ রাজ্য়ে পালাবদলের আগেই 2009 সালে তৃণমূলের টিকিটে ব্য়ারাকপুরের লোকসভা আসনে জেতেন দীনেশ ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় তখন দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী ৷ দু’হাজার এগারোয় বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর সেই দায়িত্ব দীনেশের উপরেই ছাড়েন মমতা ৷ দীনেশ যে দলনেত্রীর ভরসার পাত্র ছিলেন, তা এ থেকেই স্পষ্ট ৷ কিন্তু রেলমন্ত্রী থাকাকালীন সেই দলনেত্রীর সঙ্গেই বিবাদে জড়ান দীনেশ ৷ রেলের ভাড়া বাড়ানো নিয়ে তৈরি হয় মতপার্থক্য ৷ যার জেরে রেলমন্ত্রিত্ব খোয়াতে হয় দীনেশকে ৷ সেই দায়িত্ব বর্তায় মমতার সেই সময়কার আর এক ‘ভরসার মানুষ’ মুকুল রায়ের উপর ৷ তবে এতকিছুর পরও তৃণমূলের প্রতি আনুগত্য ভোলেননি দীনেশ ৷ যার ফলও মেলে হাতে নাতে ৷ দু’হাজার নয়ের পর দু’হাজার চোদ্দতেও ব্য়ারাকপুর থেকে দলের টিকিট পান তিনি ৷ জিতে সাংসদ হন দ্বিতীয় বারের জন্য ৷

এরপর আসে উনিশের লোকসভা ভোট ৷ ব্য়ারাকপুর আসন নিয়ে বিবাদ শুরু হয় তৃণমূলের অন্দরে ৷ সূত্রের খবর, 2019 সালে ব্য়ারাকপুর থেকে তৃণমূলের টিকিটে লড়তে চেয়েছিলেন অর্জুন ৷ কিন্তু মমতা আস্থা রাখেন দীনেশেই ৷ অবস্থা বুঝে শিবির বদলান অর্জুন সিং ৷ যোগ দেন বিজেপিতে ৷ গেরুয়া টিকিট হাতে নিয়েই ঝাঁপিয়ে পড়েন ভোটের ময়দানে ৷ ফল যায় তাঁর অনুকূলেই ৷ দু’বারের সাংসদকে হারিয়ে ব্য়ারাকপুরে পদ্ম ফোটান অর্জুন ৷

আরও পড়ুন: সুপার সানডেতে রাজনীতির হাই ভোল্টেজ ম্যাচ রাজ্যের 2 প্রান্তে

এই পরিস্থিতিতেও দীনেশকে একেবারে বঞ্চিত করেনি মমতা ৷ মনোনীত সদস্য হিসাবে তাঁকে রাজ্যসভায় সাংসদ করে পাঠান তিনি ৷ তবে তারপরও যে সবকিছু ঠিকঠাক ছিল না, সেটা স্পষ্ট হয় সম্প্রতিই ৷ সকলকে অবাক করে রাজ্য়সভায় দাঁড়িয়েই নিজের সাংসদ পদে ইস্তফা দেন দীনেশ ৷ তাঁর নাটকীয় পদত্য়াগ নজর কাড়ে গোটা দেশের ৷ এরপর দীনেশের বিজেপিতে যোগদান ছিল শুধুই সময়ের অপেক্ষা ৷ সেই কাজও ইতিমধ্যেই সারা হয়েছে ৷

কৌতূহল তৈরি হয় এরপরই ৷ ব্য়ারাকপুর আসনের লড়াই নিয়ে দীনেশ-অর্জুনের বিবাদ কোন দিকে গড়ায়, তা নিয়ে আগ্রহ ছিল সব মহলের ৷ যার জবাব এদিন নিজেই দিয়ে দিলেন অর্জুন ৷ ব্রিগেডের মঞ্চে বুঝিয়ে দিলেন, পুরনো সব বিবাদ এখন ইতিহাস মাত্র ৷ নতুন দলে সম্পর্কের রসায়নও নতুন ৷ তাই একদিন যে দীনেশের বিরুদ্ধে খড়্গহস্ত ছিলেন তিনি, এদিন তাঁকেই "বড় ভাই" বলে সম্বোধন করেন অর্জুন ৷ এমনকী, সভামঞ্চে ভাষণ শেষে নিজেই বলেন, এখন তাঁরা (অজুন ও দীনেশ) দু’জনে একসঙ্গেই রয়েছেন ৷

Last Updated : Mar 7, 2021, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.