নয়াদিল্লি, 24 মে : ঘূর্ণিঝড় যশ নিয়ে আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ পরিস্থিতি পর্যালোচনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে আলোচনা করছেন শাহ ৷
গতকাল যশ নিয়ে কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একদফা বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ ৷ ছিলেন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির আধিকারিকরা ৷ এছাড়া টেলিকম, বিদ্যুৎ, অসামরিক বিমান বিভাগের সচিব এবং ভূবিজ্ঞানীদের সঙ্গেও প্রস্তুতি পর্যালোচনা করেন মোদি ৷
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী হবে যশ : মৌসম ভবন
ঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই গোটা দেশে 950 জন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ যারা শুধু এয়ারলিফটিংয়ের কাজে মোতায়েন থাকবেন ৷ এর জন্য 26টি হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৷
এ দিকে, নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ৷ আগামী 24 ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হবে যশ ৷ জানিয়ে দিয়েছে মৌসম ভবন ৷