ETV Bharat / city

Amit Shah's Bengal visit: সরকারের বর্ষপূর্তির দিনেই বঙ্গে শাহ, শাসক-বিরোধী কর্মসূচিতে সরগরম রাজনীতি

বর্তমান সরকারের বর্ষপূর্তির (Mamata Banerjee Govt's first anniversary) দিনেই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ (Amit Shah's Bengal visit)৷ আবার এই দিনেই তৃণমূলের মেগা বৈঠক ৷ শাসক-বিরোধী কর্মসূচিতে সরগরম বাংলার রাজনীতি ৷

Amit Shah coming to Bengal at the time of Mamata Banerjee Govt's first anniversary
সরকারের বর্ষপূর্তির দিনেই বঙ্গে শাহ, শাসক-বিরোধী কর্মসূচিতে সরগরম রাজনীতি
author img

By

Published : May 5, 2022, 8:58 AM IST

কলকাতা, 5 মে: একদিকে অমিত শাহের (Amit Shah's Bengal visit) বঙ্গ সফর, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক । এই দুইকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ । সিবিআই থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ আজ চোখ রাখবেন তৃণমূল ভবনের দিকে (Mamata Banerjee Govt's first anniversary)৷ জানতে চাইবেন আজকের মেগা বৈঠকে যোগ দিতে আদৌও তৃণমূল ভবনমুখী হন কি না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ৷ ঠিক তখনই রাজ্যের শাসক দলের চোখ থাকবে উত্তর থেকে দক্ষিণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের দিকে, তিনি কী বলেন সে দিকে । রাজ্যের তৃণমূল শীর্ষ নেতৃত্ব যদিও বলছে, একুশের বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah in Bengal) ডেইলি প্যাসেঞ্জারি করেও যখন কিছু করতে পারেননি, তখন এখনও কিছুই করতে পারবেন না অমিত শাহ। তবু রাজ্যের শাসক দল কিন্তু তাঁর এই সফরকে হালকা ভাবে নিচ্ছে না ।

তৃণমূল (TMC meeting news) সূত্রের খবর, আজ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক থাকলেও একইসঙ্গে তাদের নজর থাকবে শাহের সফরের দিকে । এই দিনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্যেও ভীষণ গুরুত্বপূর্ণ । কারণ একুশে অভাবনীয় জয় পাওয়ার পর এই দিনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কাজেই আক্ষরিক অর্থে আজ বর্তমান সরকারের বর্ষপূর্তি । তাই দিনভর একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

আরও পড়ুন: Shah's Programme Controversy : দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, কেন্দ্রের উদযাপনে শাহ থাকলেও বাদ মমতা

প্রথমে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারের পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । এই অনুষ্ঠান থেকে রাজ্যের মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর তিনি নবান্নে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মিলিত হবেন মন্ত্রিসভার বৈঠকে এবং সবশেষে দলীয় বৈঠকে মিলিত হবেন ৷ এই বৈঠক থেকেই দিদিকে বলোর আদলে জনসংযোগ কর্মসূচি শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

একইসঙ্গে এ দিন সবার নজর থাকবে তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী প্রশান্ত কিশোরের দিকেও । আগেই টুইট বার্তায় নয়া রাজনৈতিক দল গঠনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন প্রশান্ত কিশোর । আজ সেইমতো সাংবাদিক সম্মেলন করে রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন তিনি । তিনি রাজনৈতিক দল ঘোষণা করলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর অবস্থান কী হয়, সে দিকেই থাকবে সবার নজর ৷

আরও পড়ুন : Poster Campaign against Shah : অমিত শাহের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি-দার্জিলিংয়ে

মোটের উপর আজ অর্থাৎ 5 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে । এটা শুধু সরকারের বর্ষপূর্তি নয় । বাস্তবে গত এক বছরে এই সরকার মানুষের জন্য কী কী কাজ করতে পারল তা পর্যালোচনার সময় । কাজেই শাসক দল তো বটেই, রাজ্যের বিরোধীদের জন্যও আজকের দিন অবশ্যই গুরুত্বপূর্ণ ।

কলকাতা, 5 মে: একদিকে অমিত শাহের (Amit Shah's Bengal visit) বঙ্গ সফর, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক । এই দুইকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ । সিবিআই থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ আজ চোখ রাখবেন তৃণমূল ভবনের দিকে (Mamata Banerjee Govt's first anniversary)৷ জানতে চাইবেন আজকের মেগা বৈঠকে যোগ দিতে আদৌও তৃণমূল ভবনমুখী হন কি না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ৷ ঠিক তখনই রাজ্যের শাসক দলের চোখ থাকবে উত্তর থেকে দক্ষিণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের দিকে, তিনি কী বলেন সে দিকে । রাজ্যের তৃণমূল শীর্ষ নেতৃত্ব যদিও বলছে, একুশের বিধানসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah in Bengal) ডেইলি প্যাসেঞ্জারি করেও যখন কিছু করতে পারেননি, তখন এখনও কিছুই করতে পারবেন না অমিত শাহ। তবু রাজ্যের শাসক দল কিন্তু তাঁর এই সফরকে হালকা ভাবে নিচ্ছে না ।

তৃণমূল (TMC meeting news) সূত্রের খবর, আজ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক থাকলেও একইসঙ্গে তাদের নজর থাকবে শাহের সফরের দিকে । এই দিনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্যেও ভীষণ গুরুত্বপূর্ণ । কারণ একুশে অভাবনীয় জয় পাওয়ার পর এই দিনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কাজেই আক্ষরিক অর্থে আজ বর্তমান সরকারের বর্ষপূর্তি । তাই দিনভর একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

আরও পড়ুন: Shah's Programme Controversy : দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, কেন্দ্রের উদযাপনে শাহ থাকলেও বাদ মমতা

প্রথমে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারের পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । এই অনুষ্ঠান থেকে রাজ্যের মহিলাদের হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর তিনি নবান্নে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মিলিত হবেন মন্ত্রিসভার বৈঠকে এবং সবশেষে দলীয় বৈঠকে মিলিত হবেন ৷ এই বৈঠক থেকেই দিদিকে বলোর আদলে জনসংযোগ কর্মসূচি শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

একইসঙ্গে এ দিন সবার নজর থাকবে তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী প্রশান্ত কিশোরের দিকেও । আগেই টুইট বার্তায় নয়া রাজনৈতিক দল গঠনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন প্রশান্ত কিশোর । আজ সেইমতো সাংবাদিক সম্মেলন করে রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন তিনি । তিনি রাজনৈতিক দল ঘোষণা করলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর অবস্থান কী হয়, সে দিকেই থাকবে সবার নজর ৷

আরও পড়ুন : Poster Campaign against Shah : অমিত শাহের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি-দার্জিলিংয়ে

মোটের উপর আজ অর্থাৎ 5 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে । এটা শুধু সরকারের বর্ষপূর্তি নয় । বাস্তবে গত এক বছরে এই সরকার মানুষের জন্য কী কী কাজ করতে পারল তা পর্যালোচনার সময় । কাজেই শাসক দল তো বটেই, রাজ্যের বিরোধীদের জন্যও আজকের দিন অবশ্যই গুরুত্বপূর্ণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.