ETV Bharat / city

গ্রিন করিডর করে হাসপাতালে রোগী আনতে গিয়ে যানজটে অ্যাম্বুলেন্স - kolkata police

পরিকল্পনা সত্ত্বেও বাধা পেল বিধাননগর ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগ । গ্রিম করিডর করা হলেও রাস্তাতে ক্ষণিকের জন্য আটকে গেল অ্যাম্বুলেন্স ।

অসুস্থ রোগী
author img

By

Published : Jun 26, 2019, 4:54 AM IST

Updated : Jun 26, 2019, 5:03 AM IST

কলকাতা, 26 জুন : পরিকল্পনা ছিল গ্রিন করিডরের মাধ্যমে রোগীকে হাসপাতালে পৌছে দেওয়া হবে । কিন্তু, পরিকল্পনার সামান্য ভুলে সেই উদ্যোগ বাধা পেল । মাঝ রাস্তাতে ক্ষণিকের জন্য হলেও আটকে গেল অ্যাম্বুলেন্স।

এতদিন মহানগর সাক্ষী ছিল গ্রিন করিডরের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের । এবার গ্রিন করিডর তৈরি করে রোগীকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল কলকাতা পুলিশ । ঠিক ছিল গ্রিন করিডর তৈরি করে দমদম বিমানবন্দর থেকে রোগীকে নিয়ে যাওয়া হবে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে । বিধাননগর এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে গ্রিন করিডর তৈরিও করা হয়েছিল। কিন্তু লেকটাউন ছাড়িয়ে উলটোডাঙা ফ্লাইওভারের কাছে এসে থমকে যায় অ্যাম্বুল্যান্সটি। পরিকল্পনা ছিল, ফ্লাইওভারের উপর দিয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুল্যান্সের উচ্চতা বেশি হওয়ায় ‘হাইট বার’-এ তা আটকে যাওয়ার আশঙ্কা ছিল । তাই ফ্লাইওভারের নিচ দিয়ে অ্যাম্বুল্যান্সটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় । কিন্তু, সেখানে গিয়ে যানজটে আটকে যায় সেটি ।

ট্যাঙরার বাসিন্দা, 69 বছরের সমরজিৎ দাস বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন মানস সরোবরে । সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি । ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন । প্রাথমিক চিকিৎসার পর লখনউ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে । সেখান থেকে গ্রিন করিডর তৈরি করে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে । সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার হয় ।

চিকিৎসক ঋষিকেশ কুমার জানান, বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের বক্তব্য, সমরজিৎবাবুর হার্টের অসুখ বা রক্তচাপের সমস্যা ছিল না। তবে পাহাড়ি এলাকায় অক্সিজেনের অভাবে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা উড়িয়ে দেননি চিকিৎসকেরা।

কলকাতা, 26 জুন : পরিকল্পনা ছিল গ্রিন করিডরের মাধ্যমে রোগীকে হাসপাতালে পৌছে দেওয়া হবে । কিন্তু, পরিকল্পনার সামান্য ভুলে সেই উদ্যোগ বাধা পেল । মাঝ রাস্তাতে ক্ষণিকের জন্য হলেও আটকে গেল অ্যাম্বুলেন্স।

এতদিন মহানগর সাক্ষী ছিল গ্রিন করিডরের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের । এবার গ্রিন করিডর তৈরি করে রোগীকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল কলকাতা পুলিশ । ঠিক ছিল গ্রিন করিডর তৈরি করে দমদম বিমানবন্দর থেকে রোগীকে নিয়ে যাওয়া হবে মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে । বিধাননগর এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে গ্রিন করিডর তৈরিও করা হয়েছিল। কিন্তু লেকটাউন ছাড়িয়ে উলটোডাঙা ফ্লাইওভারের কাছে এসে থমকে যায় অ্যাম্বুল্যান্সটি। পরিকল্পনা ছিল, ফ্লাইওভারের উপর দিয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া হবে। অ্যাম্বুল্যান্সের উচ্চতা বেশি হওয়ায় ‘হাইট বার’-এ তা আটকে যাওয়ার আশঙ্কা ছিল । তাই ফ্লাইওভারের নিচ দিয়ে অ্যাম্বুল্যান্সটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় । কিন্তু, সেখানে গিয়ে যানজটে আটকে যায় সেটি ।

ট্যাঙরার বাসিন্দা, 69 বছরের সমরজিৎ দাস বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন মানস সরোবরে । সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি । ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন । প্রাথমিক চিকিৎসার পর লখনউ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে । সেখান থেকে গ্রিন করিডর তৈরি করে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে । সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার হয় ।

চিকিৎসক ঋষিকেশ কুমার জানান, বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের বক্তব্য, সমরজিৎবাবুর হার্টের অসুখ বা রক্তচাপের সমস্যা ছিল না। তবে পাহাড়ি এলাকায় অক্সিজেনের অভাবে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা উড়িয়ে দেননি চিকিৎসকেরা।

Intro:
গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় এবার রোগী পৌঁছল হাসপাতালেBody:গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় এবার রোগী পৌঁছল হাসপাতালেConclusion:গ্রিন করিডরের মাধ্যমে কলকাতায় এবার রোগী পৌঁছল হাসপাতালে
Last Updated : Jun 26, 2019, 5:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.