ETV Bharat / city

অমর্ত্য সেনের পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে কি ? প্রশ্ন দিলীপের - দিলীপ ঘোষ

আজ দিলীপ ঘোষ বলেন, "উনি পশ্চিমবঙ্গকেই ঠিক মতো জানেন না । পশ্চিমবঙ্গ বা ভারতের সংস্কৃতি সম্পর্কেও সম্যক ধারণা আছে কি ? গ্রামে গ্রামে জয়শ্রীরাম ধ্বনি শোনা যায় । এখন গোটা পশ্চিমবঙ্গই এটা বলে ।"

দিলীপ ঘোষ
author img

By

Published : Jul 6, 2019, 12:08 PM IST

Updated : Jul 6, 2019, 5:04 PM IST

কলকাতা, 6 জুলাই : জয়শ্রীরাম নিয়ে ফের একবার তরজা শুরু । এবার অর্মত্য সেনের মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর কথায়, অর্মত্য সেন পশ্চিমবঙ্গকেই ভালো করে জানেন না । সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে কি ?

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরাম ইদানিং আমদানি করা হয়েছে : অমর্ত্য সেন

লোকসভা নির্বাচনের সময় থেকেই "জয়শ্রীরাম" নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় । চন্দ্রকোনায় সভা করতে যাচ্ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সামনে জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হয় । গাড়ি থেকে নেমে যান মমতা । প্রশ্ন করেন, "কে বলছিস ? আয়, সামনে আয় । পালাচ্ছিস কেন ?" ঘটনার পুনরাবৃত্তি হয় কিছুদিন পরই । জগদ্দলে । এবার মমতা আরও ক্ষুব্ধ হন । হুমকির সুরে বলেন, "পিঠের চামড়া গুটিয়ে দেব ।" মমতার রাগের সুযোগ নেয় BJP-ও । তৃণমূল সুপ্রিমোর বাসভবনে জয়শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই সংক্রান্ত আরও খবর : রয়েছেন মুখ্যমন্ত্রী, জয়শ্রীরাম বলায় মাহেশের রথের অনুষ্ঠানে ঘাড়ধাক্কা পুলিশের

কেটেছে লোকসভা নির্বাচনে । 2 থেকে 18-তে উঠে এসেছে BJP । পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছে তৃণমূলও । 34 থেকে আসন কমে দাঁড়িয়েছে 22-এ । অনেকেই বলেন, মমতার 'নৈতিক হারের' পিছনে "জয়শ্রীরাম"-এর অবদান অনেকটাই । ভোট মিটেছে । এখন স্তিমিত জয়শ্রীরাম ধ্বনি । বিতর্কও কম । তবে, আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং অমর্ত্য সেন । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি । সেখানে জয়শ্রীরাম ধ্বনি প্রসঙ্গে বলেন, "জয়শ্রীরাম নিয়ে যেটা বলছেন, সেটা যে প্রাচীন বাঙালির বক্তব্য, এরকম শুনিনি । এটা ইদানিং আমদানি (করা হয়েছে ) ।" কোনও রাজনৈতিক দলের নাম না করে অমর্ত্য সেন বলেন, "লোককে মারধর করতে হলে ওটা (জয়শ্রীরাম) বলানোর চেষ্টা করা হয় । না বললে মারধর করা হয় । বাঙালি সভ‍্যতার সঙ্গে এর যোগ আছে বলে আমার কোনও ধারণা নেই ।"

এই সংক্রান্ত আরও খবর : পুলিশ গুলি চালালে চালাক, রথযাত্রার সময় মুখ্যমন্ত্রীর সামনেই উঠবে জয়শ্রীরাম ধ্বনি : BJP

আজ এর প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ । সুর চড়িয়ে তিনি বলেন, "উনি পশ্চিমবঙ্গকেই ঠিক মতো জানেন না । পশ্চিমবঙ্গ বা ভারতের সংস্কৃতি সম্পর্কেও সম্যক ধারণা আছে কি ? গ্রামে গ্রামে জয়শ্রীরাম ধ্বনি শোনা যায় । এখন গোটা পশ্চিমবঙ্গই এটা বলে ।"

যদিও , নদিয়ার কল্যাণীতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ বিষয়ে মুকুল রায় বলেন, "অমর্ত্যবাবু শ্রদ্ধেয় মানুষ । তবে, তাঁর বক্তব্য আমি সমর্থন করি না । জয়শ্রীরাম স্লোগান রাজ্য ও সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করে । যার জন্য মানুষ এই স্লোগান বেছে নিচ্ছেন । "

কলকাতা, 6 জুলাই : জয়শ্রীরাম নিয়ে ফের একবার তরজা শুরু । এবার অর্মত্য সেনের মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর কথায়, অর্মত্য সেন পশ্চিমবঙ্গকেই ভালো করে জানেন না । সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে কি ?

এই সংক্রান্ত আরও খবর : জয়শ্রীরাম ইদানিং আমদানি করা হয়েছে : অমর্ত্য সেন

লোকসভা নির্বাচনের সময় থেকেই "জয়শ্রীরাম" নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় । চন্দ্রকোনায় সভা করতে যাচ্ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সামনে জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হয় । গাড়ি থেকে নেমে যান মমতা । প্রশ্ন করেন, "কে বলছিস ? আয়, সামনে আয় । পালাচ্ছিস কেন ?" ঘটনার পুনরাবৃত্তি হয় কিছুদিন পরই । জগদ্দলে । এবার মমতা আরও ক্ষুব্ধ হন । হুমকির সুরে বলেন, "পিঠের চামড়া গুটিয়ে দেব ।" মমতার রাগের সুযোগ নেয় BJP-ও । তৃণমূল সুপ্রিমোর বাসভবনে জয়শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই সংক্রান্ত আরও খবর : রয়েছেন মুখ্যমন্ত্রী, জয়শ্রীরাম বলায় মাহেশের রথের অনুষ্ঠানে ঘাড়ধাক্কা পুলিশের

কেটেছে লোকসভা নির্বাচনে । 2 থেকে 18-তে উঠে এসেছে BJP । পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছে তৃণমূলও । 34 থেকে আসন কমে দাঁড়িয়েছে 22-এ । অনেকেই বলেন, মমতার 'নৈতিক হারের' পিছনে "জয়শ্রীরাম"-এর অবদান অনেকটাই । ভোট মিটেছে । এখন স্তিমিত জয়শ্রীরাম ধ্বনি । বিতর্কও কম । তবে, আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং অমর্ত্য সেন । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি । সেখানে জয়শ্রীরাম ধ্বনি প্রসঙ্গে বলেন, "জয়শ্রীরাম নিয়ে যেটা বলছেন, সেটা যে প্রাচীন বাঙালির বক্তব্য, এরকম শুনিনি । এটা ইদানিং আমদানি (করা হয়েছে ) ।" কোনও রাজনৈতিক দলের নাম না করে অমর্ত্য সেন বলেন, "লোককে মারধর করতে হলে ওটা (জয়শ্রীরাম) বলানোর চেষ্টা করা হয় । না বললে মারধর করা হয় । বাঙালি সভ‍্যতার সঙ্গে এর যোগ আছে বলে আমার কোনও ধারণা নেই ।"

এই সংক্রান্ত আরও খবর : পুলিশ গুলি চালালে চালাক, রথযাত্রার সময় মুখ্যমন্ত্রীর সামনেই উঠবে জয়শ্রীরাম ধ্বনি : BJP

আজ এর প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ । সুর চড়িয়ে তিনি বলেন, "উনি পশ্চিমবঙ্গকেই ঠিক মতো জানেন না । পশ্চিমবঙ্গ বা ভারতের সংস্কৃতি সম্পর্কেও সম্যক ধারণা আছে কি ? গ্রামে গ্রামে জয়শ্রীরাম ধ্বনি শোনা যায় । এখন গোটা পশ্চিমবঙ্গই এটা বলে ।"

যদিও , নদিয়ার কল্যাণীতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ বিষয়ে মুকুল রায় বলেন, "অমর্ত্যবাবু শ্রদ্ধেয় মানুষ । তবে, তাঁর বক্তব্য আমি সমর্থন করি না । জয়শ্রীরাম স্লোগান রাজ্য ও সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করে । যার জন্য মানুষ এই স্লোগান বেছে নিচ্ছেন । "

Last Updated : Jul 6, 2019, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.