ETV Bharat / city

The Notorious PCs: ভালো থেকে মন্দ, ভারতের তিন PC - Supreme Court

PC... পি চিদম্বরম (P Chidambaram), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও পার্থ চট্টোপাধ্যায় ৷ নাম ও পদবীর আদ্যাক্ষরে তাঁদের পরিচয় একই ৷ প্রিয়াঙ্কা সুখ্যাতি পেলেও, বাকি দু’জন জড়িয়েছেন দুর্নীতির অভিযোগে ৷ লিখেছেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

All about tainted PC in Indian political arena glam girl PeeCee an exception
The Notorious PCs: ভালো থেকে মন্দ, ভারতের তিন PC
author img

By

Published : Jul 29, 2022, 9:16 PM IST

Updated : Jul 30, 2022, 1:19 PM IST

কলকাতা, 29 জুলাই : PC, আমাদের মতো যাঁরা সাংবাদিক, তাঁদের কাছে এই কথাটা শুনলেই মনে আসে প্রেস কনফারেন্স বা সাংবাদিক বৈঠকের কথা ৷ তবে ভারতের রাজনৈতিক কুশীলবদের মধ্যে PC বললে প্রথমেই মনে আসে চিদম্বরমের কথা ৷ কারণ, তিনি পালানিয়প্পন চিদম্বরম (Palaniappan Chidambaram) ৷ সংক্ষেপে PC .

নামের আদ্যাক্ষর দিয়ে তৈরি হওয়া এই পরিচয়ে চিদম্বরমকে অবশ্য একেবারে পিছনে ফেলে দিয়েছেন আরও একজন ৷ তিনি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ৷ তিনিও PC. তবে আরও একটু স্পষ্টভাবে... PeeCee .

2000 সালে মিস ওয়ার্ল্ড (Miss World 2000) হওয়া থেকে বলিউড-হলিউড (Bollywood-Hollywood) হয়ে 2018-তে নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করা পর্যন্ত, PC পরিচয়েই তিনি খ্যাত হয়েছেন, শিরোনামে এসেছেন বারবার ৷

আচমকা এই দুই ভারতীয় PC-র পরিচয় কেড়ে নিতে হাজির হয়েছেন আরও একজন ৷ পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ নাম ও পদবীর আদ্যাক্ষর নিয়ে তিনিও তো PC !

প্রিয়াঙ্কাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে ভারতীয় রাজনীতির দুই PC, পি চিদম্বরম ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে মিল অনেক ৷ দু’জনেই কংগ্রেসি (Congress) ঘরানার রাজনীতি করেন ৷ চিদম্বরম সরাসরি কংগ্রেসের সঙ্গে যুক্ত ৷ আর পার্থ কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) হাতে তৈরি দল তৃণমূলের (Trinamool Congress) হেভিওয়েট নেতা ৷

দু’জনেই আবার দল সরকারে থাকাকালীন শীর্ষ পর্যায়ের দায়িত্ব সামলাছেন ৷ চিদম্বরম ইউপিএ আমলে কখনও অর্থমন্ত্রী, আবার কখনও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ পার্থও একই ভাবে 2011 সাল থেকে মমতার মন্ত্রিসভায় কখনও শিক্ষা, কখনও শিল্প-বাণিজ্য দফতর সামলেছেন ৷

কাকতালীয় হয়তো ! কিন্তু এটা সত্যিই যে দু’জনেই দুর্নীতিতে অভিযুক্ত ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে আইএনএক্স মিডিয়াকে অনৈতিকভাবে বেসরকারি বিনিয়োগ এনে দেওয়ায় অভিযুক্ত চিদম্বরম ৷ 2019 সালে সিবিআই (CBI) দেওয়াল টপকে তাঁর নয়াদিল্লির বাসভবনে ঢুকে তাঁকে গ্রেফতার করে ৷

অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ৷ ঠিক এক সপ্তাহ আগে, গত শুক্রবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ প্রায় 19 ঘণ্টা জেরা করার পর তাঁকে মধ্যরাতে গ্রেফতার করা হয় ৷ পরদিন, শনিবার সকালে বাড়ি থেকে বের করা হয় ৷

তবে সামান্য অমিলও রয়েছে ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ পেয়ে চিদম্বরমকে বেশিদিন সিবিআই হেফাজতে থাকতে হয়নি ৷ কিন্তু পার্থ অনেক চেষ্টা করেও বিফল হয়েছেন ৷ আপাতত সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অস্থায়ী লকআপই তাঁর ঠিকানা ৷

আরও একটি অমিল হল, চিদম্বরমের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস ৷ কিন্তু ইতিমধ্যে পার্থর মন্ত্রিত্ব গিয়েছে ৷ দল থেকেও সব পদ গিয়েছে ৷ তৃণমূল কার্যত পার্থর থেকে দূরত্ব তৈরি শুরু করেছে ৷

এর পর...

চিদম্বরম স্বমহিমায় ফিরেছেন রাজনীতিতে ৷ সংসদে তো বটেই, বিভিন্ন সাংবাদিক বৈঠকে কেন্দ্রে নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সরকারকে নিশানা করতে কংগ্রেসের জন্য প্রায়ই সক্রিয় হতে দেখা যায় PC-কে ৷

কিন্তু তৃণমূলের PC কি পারবেন আবার রাজনীতির স্পটলাইটে আগের মেজাজে ফিরতে ? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে ৷

আরও পড়ুন : Partha Chatterjee: অর্পিতাকে ফোন করার জন্য ভুয়ো নথি দিয়ে সিমকার্ড কেনেন পার্থ ?

কলকাতা, 29 জুলাই : PC, আমাদের মতো যাঁরা সাংবাদিক, তাঁদের কাছে এই কথাটা শুনলেই মনে আসে প্রেস কনফারেন্স বা সাংবাদিক বৈঠকের কথা ৷ তবে ভারতের রাজনৈতিক কুশীলবদের মধ্যে PC বললে প্রথমেই মনে আসে চিদম্বরমের কথা ৷ কারণ, তিনি পালানিয়প্পন চিদম্বরম (Palaniappan Chidambaram) ৷ সংক্ষেপে PC .

নামের আদ্যাক্ষর দিয়ে তৈরি হওয়া এই পরিচয়ে চিদম্বরমকে অবশ্য একেবারে পিছনে ফেলে দিয়েছেন আরও একজন ৷ তিনি প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ৷ তিনিও PC. তবে আরও একটু স্পষ্টভাবে... PeeCee .

2000 সালে মিস ওয়ার্ল্ড (Miss World 2000) হওয়া থেকে বলিউড-হলিউড (Bollywood-Hollywood) হয়ে 2018-তে নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করা পর্যন্ত, PC পরিচয়েই তিনি খ্যাত হয়েছেন, শিরোনামে এসেছেন বারবার ৷

আচমকা এই দুই ভারতীয় PC-র পরিচয় কেড়ে নিতে হাজির হয়েছেন আরও একজন ৷ পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ নাম ও পদবীর আদ্যাক্ষর নিয়ে তিনিও তো PC !

প্রিয়াঙ্কাকে যদি বাদ দেওয়া যায়, তাহলে ভারতীয় রাজনীতির দুই PC, পি চিদম্বরম ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে মিল অনেক ৷ দু’জনেই কংগ্রেসি (Congress) ঘরানার রাজনীতি করেন ৷ চিদম্বরম সরাসরি কংগ্রেসের সঙ্গে যুক্ত ৷ আর পার্থ কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) হাতে তৈরি দল তৃণমূলের (Trinamool Congress) হেভিওয়েট নেতা ৷

দু’জনেই আবার দল সরকারে থাকাকালীন শীর্ষ পর্যায়ের দায়িত্ব সামলাছেন ৷ চিদম্বরম ইউপিএ আমলে কখনও অর্থমন্ত্রী, আবার কখনও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ পার্থও একই ভাবে 2011 সাল থেকে মমতার মন্ত্রিসভায় কখনও শিক্ষা, কখনও শিল্প-বাণিজ্য দফতর সামলেছেন ৷

কাকতালীয় হয়তো ! কিন্তু এটা সত্যিই যে দু’জনেই দুর্নীতিতে অভিযুক্ত ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে আইএনএক্স মিডিয়াকে অনৈতিকভাবে বেসরকারি বিনিয়োগ এনে দেওয়ায় অভিযুক্ত চিদম্বরম ৷ 2019 সালে সিবিআই (CBI) দেওয়াল টপকে তাঁর নয়াদিল্লির বাসভবনে ঢুকে তাঁকে গ্রেফতার করে ৷

অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ৷ ঠিক এক সপ্তাহ আগে, গত শুক্রবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ প্রায় 19 ঘণ্টা জেরা করার পর তাঁকে মধ্যরাতে গ্রেফতার করা হয় ৷ পরদিন, শনিবার সকালে বাড়ি থেকে বের করা হয় ৷

তবে সামান্য অমিলও রয়েছে ৷ সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ পেয়ে চিদম্বরমকে বেশিদিন সিবিআই হেফাজতে থাকতে হয়নি ৷ কিন্তু পার্থ অনেক চেষ্টা করেও বিফল হয়েছেন ৷ আপাতত সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অস্থায়ী লকআপই তাঁর ঠিকানা ৷

আরও একটি অমিল হল, চিদম্বরমের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস ৷ কিন্তু ইতিমধ্যে পার্থর মন্ত্রিত্ব গিয়েছে ৷ দল থেকেও সব পদ গিয়েছে ৷ তৃণমূল কার্যত পার্থর থেকে দূরত্ব তৈরি শুরু করেছে ৷

এর পর...

চিদম্বরম স্বমহিমায় ফিরেছেন রাজনীতিতে ৷ সংসদে তো বটেই, বিভিন্ন সাংবাদিক বৈঠকে কেন্দ্রে নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সরকারকে নিশানা করতে কংগ্রেসের জন্য প্রায়ই সক্রিয় হতে দেখা যায় PC-কে ৷

কিন্তু তৃণমূলের PC কি পারবেন আবার রাজনীতির স্পটলাইটে আগের মেজাজে ফিরতে ? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে ৷

আরও পড়ুন : Partha Chatterjee: অর্পিতাকে ফোন করার জন্য ভুয়ো নথি দিয়ে সিমকার্ড কেনেন পার্থ ?

Last Updated : Jul 30, 2022, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.