ETV Bharat / city

আল কায়দার ডেরায় পরিণত হয়েছে রাজ্য, ফের টুইট রাজ্যপালের - Al-Qaeda finding West Bengal safe haven

রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল । অবসরপ্রাপ্ত IPS আধিকারিক সুরজিৎ কর পুরকায়স্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রীণা মিত্রকে অভ্যন্তরীণ নিরাপত্তার মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করার পরেও কীভাবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা হচ্ছে তা নিয়েও টুইটারে সরব হন তিনি ।

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়
author img

By

Published : Oct 15, 2020, 9:52 PM IST

কলকাতা, 15 অক্টোবর : রাজ্যের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার পরিস্থিতি নিয়ে ফের একবার রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশকে নিশানায় নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এই সংক্রান্ত আজ পর পর দু'টি টুইট করেন তিনি ।

কিছুদিন আগেই মুর্শিদাবাদে আল কায়েদা জঙ্গি যোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল । এরপর বেলেঘাটায় বিস্ফোরণে একটি ক্লাবের ছাদ অর্ধেক উড়ে যায় । এই পরিস্থিতিতে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি । লেখেন, "আল কায়েদা পশ্চিমবঙ্গকে বেআইনি বোমা তৈরির নিরাপদ ঘাঁটিতে পরিণত করেছে । রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগজনক ।"

  • Internal Security environment @MamataOfficial alarming with ‘al-Qaeda’ finding WB safe haven and free run for illegal bomb making.

    All this even after appointing retd IPS Surajit Kar Purkayastha as State Security Advisor and Rina Mitra, as Principal Advisor, Internal Security.” pic.twitter.com/OWgciR01Jt

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অবসরপ্রাপ্ত IPS আধিকারিক সুরজিৎ কর পুরকায়স্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রীণা মিত্রকে অভ্যন্তরীণ নিরাপত্তার মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করার পরেও কীভাবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা হচ্ছে তা নিয়েও টুইটারে সরব হন তিনি ।

অন্য একটি টুইটারে তিনি অভিযোগ করেন, "পুলিশ তার কাজে স্বচ্ছ নয় । রাজ্য সরকারের কথামতো কাজ করছে পুলিশ । রাজ্যপালকে তথ্য দিতে দেরি করা হচ্ছে ।"

  • Why not be transparent with performance of these super bosses @WBPolice and enforce accountability @MamataOfficial

    Why delay sharing with Governor their duties and performance !

    Why all this with law & order getting beyond cliff hanging !

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকালও সরকারকে বিঁধে টুইট করেছিলেন জগদীপ ধনকড় । লিখেছিলেন, "সরকারের দায়িত্ব নাগরিকদের অধিকার সুরক্ষিত করা । সম্প্রতি যা ঘটেছে, তা ঠিক উলটো । সরকারই অধিকার হনন করছে ।" আজ ফের একবার টুইটবাণ রাজ্যপালের ।

কলকাতা, 15 অক্টোবর : রাজ্যের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার পরিস্থিতি নিয়ে ফের একবার রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশকে নিশানায় নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এই সংক্রান্ত আজ পর পর দু'টি টুইট করেন তিনি ।

কিছুদিন আগেই মুর্শিদাবাদে আল কায়েদা জঙ্গি যোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল । এরপর বেলেঘাটায় বিস্ফোরণে একটি ক্লাবের ছাদ অর্ধেক উড়ে যায় । এই পরিস্থিতিতে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি । লেখেন, "আল কায়েদা পশ্চিমবঙ্গকে বেআইনি বোমা তৈরির নিরাপদ ঘাঁটিতে পরিণত করেছে । রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উদ্বেগজনক ।"

  • Internal Security environment @MamataOfficial alarming with ‘al-Qaeda’ finding WB safe haven and free run for illegal bomb making.

    All this even after appointing retd IPS Surajit Kar Purkayastha as State Security Advisor and Rina Mitra, as Principal Advisor, Internal Security.” pic.twitter.com/OWgciR01Jt

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অবসরপ্রাপ্ত IPS আধিকারিক সুরজিৎ কর পুরকায়স্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রীণা মিত্রকে অভ্যন্তরীণ নিরাপত্তার মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করার পরেও কীভাবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা হচ্ছে তা নিয়েও টুইটারে সরব হন তিনি ।

অন্য একটি টুইটারে তিনি অভিযোগ করেন, "পুলিশ তার কাজে স্বচ্ছ নয় । রাজ্য সরকারের কথামতো কাজ করছে পুলিশ । রাজ্যপালকে তথ্য দিতে দেরি করা হচ্ছে ।"

  • Why not be transparent with performance of these super bosses @WBPolice and enforce accountability @MamataOfficial

    Why delay sharing with Governor their duties and performance !

    Why all this with law & order getting beyond cliff hanging !

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকালও সরকারকে বিঁধে টুইট করেছিলেন জগদীপ ধনকড় । লিখেছিলেন, "সরকারের দায়িত্ব নাগরিকদের অধিকার সুরক্ষিত করা । সম্প্রতি যা ঘটেছে, তা ঠিক উলটো । সরকারই অধিকার হনন করছে ।" আজ ফের একবার টুইটবাণ রাজ্যপালের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.