কলকাতা, 27 জুলাই : ভুয়ো আইএএস অফিসার (Fake IAS Officer) দেবাঞ্জন দেবের পর এ বার গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার (Fake IPS Officer)। অভিযোগ, নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দিতে গিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ে এক ব্যক্তি । তার পাশাপাশি গ্রেফতার করা হয় তার নিরাপত্তারক্ষীর দায়িত্বে থাকা অভিজিৎ দাস ও গাড়ির চালক মহম্মদ সেকেন্দার নামে দুই ব্যক্তিকে ।
ধৃতের নাম রাজর্ষি ভট্টাচার্য । তার কাছ থেকে একটি সাদা রঙের স্করপিয়ো গাড়ি উদ্ধার হয়েছে । অভিযোগ, গাড়িতে নীল বাতি লাগিয়ে সে ঘুরে বেড়াত । পুলিশ জানিয়েছে, নিজেকে এনআইএ-র পুলিশ সুপার বলে পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে 2 লক্ষ টাকা হাতিয়েছে এই ভুয়ো আইপিএস আধিকারিক । বেলঘড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: এবার ভুয়ো আইএএস অফিসারের হদিশ কৃষ্ণনগরে
জানা গিয়েছে, মহম্মদ সেকেন্দার নামে এক ব্যক্তি রাজর্ষি ভট্টাচার্যের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত । পুলিশ যখন রাজর্ষি ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, সেই সময়ে পুলিশকে রাজর্ষি জানায় সে আইপিএস অফিসার এবং একটি বিশেষ সিক্রেট মিশনে রয়েছে সে ৷ তার কথাবার্তায় সন্দেহ হয় তদন্তকারীদের । অভিযোগ, ধৃতের কাছ থেকে কাগজপত্র চাওয়া হলে সে কোনও রকমের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপরই তাকে গ্রেফতার করা হয় ।
আরও পড়ুন: ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার বরানগরে
কোথা থেকে রাজর্ষি ওই নীল বাতি লাগানো গাড়িটি পেল, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । পাশাপাশি দেবাঞ্জন দেবের মতো রাজর্ষি পুলিশের পরিচয় দিয়ে আর কার থেকে টাকা হাতিয়েছে, তাও তদন্ত করে দেখা হচ্ছে ।