ETV Bharat / city

শুভেন্দুর তোলা প্রশ্নগুলি অমূলক নয়, অকপট রুদ্র

অভিনেতা রুদ্রনীল ঘোষ কি বিজেপির পথে! তিনি অবশ্য বলছেন যে তাঁর এই নিয়ে কোনও ‘তাড়া’ নেই৷ তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সহমত৷ তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারীর তোলা প্রশ্নগুলি, যে কথাগুলি তিনি (শুভেন্দু) বলছেন সেগুলি অমূলক নয়৷ সম্প্রতি শুভেন্দুর সঙ্গে দেখা করার পর এই কথাই জানিয়েছেন রুদ্রনীল ঘোষ৷

actor-rudranil-ghoshs-reaction-after-his-meeting-with-suvendu-adhikari
শুভেন্দুর তোলা প্রশ্নগুলি অমূলক নয়, অকপটে জানাচ্ছেন রুদ্রনীল
author img

By

Published : Jan 22, 2021, 1:26 PM IST

Updated : Jan 22, 2021, 2:49 PM IST

কলকাতা, 22 জানুয়ারি : রাজ্য রাজনীতিতে ফের চর্চায় অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ সম্প্রতি তাঁর সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ৷ তার পর থেকেই তাঁর বিজেপি যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ৷

সেই আলোচনায় ইন্ধন জুগিয়েছেন খোদ অভিনেতা ৷ ইটিভি ভারতের কাছে তিনি শুভেন্দু অধিকারীর হয়ে সওয়াল করেছেন ৷ বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু যা বলছেন, সেই বিষয়ে যে তাঁর সমর্থন রয়েছে সেই কথাও তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, শুভেন্দু অধিকারীর তোলা প্রশ্নগুলি, যে কথাগুলি তিনি (শুভেন্দু) বলছেন সেগুলি অমূলক নয়৷

অকপট রুদ্রনীল

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ইশুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন শুভেন্দু অধিকারী৷ সমালোচনা করছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও৷ ফলে এটা বোঝাই যাচ্ছে যে ঘুরিয়ে সেগুলিকেই সমর্থন করলেন রুদ্রনীল৷

এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই অভিনেতা গত কয়েক মাস ধরেই ‘বেসুরো’ ছিলেন ৷ সম্প্রতি তাঁর জন্মদিনে তাঁর বাড়িতে যান বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা৷ তাঁর সঙ্গে ফোনে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র কথাও হয়৷ তখন থেকেই জল্পনা চলছিল যে তিনি এবার বিজেপির পথে পা বাড়াবেন৷ শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেন্দুর বক্তব্যকে সমর্থন করার পর সেই জল্পনা আরও বাড়ল৷

আরও পড়ুন : শুভেন্দুকে আইনি নোটিস অভিষেকের, নিঃশর্ত ক্ষমার দাবি

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, তিনি কি বিজেপিতে খুব শিগগিরই যোগ দেবেন ? উত্তরে রুদ্রনীল জানিয়েছেন, তিনি ভাববেন ৷ তবে তাঁর কোনও তাড়া নেই ৷ একই সঙ্গে তিনি মনে করেন, রাজনীতিতে সচেতন মানুষের প্রয়োজনীয়তা রয়েছে ৷ সচেতন মানুষদের উচিত রাজনীতির ময়দানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া৷ আর সেটা যে কোনও রাজনৈতিক দলে হতে পারে৷

কলকাতা, 22 জানুয়ারি : রাজ্য রাজনীতিতে ফের চর্চায় অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ সম্প্রতি তাঁর সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ৷ তার পর থেকেই তাঁর বিজেপি যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ৷

সেই আলোচনায় ইন্ধন জুগিয়েছেন খোদ অভিনেতা ৷ ইটিভি ভারতের কাছে তিনি শুভেন্দু অধিকারীর হয়ে সওয়াল করেছেন ৷ বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু যা বলছেন, সেই বিষয়ে যে তাঁর সমর্থন রয়েছে সেই কথাও তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, শুভেন্দু অধিকারীর তোলা প্রশ্নগুলি, যে কথাগুলি তিনি (শুভেন্দু) বলছেন সেগুলি অমূলক নয়৷

অকপট রুদ্রনীল

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন ইশুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন শুভেন্দু অধিকারী৷ সমালোচনা করছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও৷ ফলে এটা বোঝাই যাচ্ছে যে ঘুরিয়ে সেগুলিকেই সমর্থন করলেন রুদ্রনীল৷

এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই অভিনেতা গত কয়েক মাস ধরেই ‘বেসুরো’ ছিলেন ৷ সম্প্রতি তাঁর জন্মদিনে তাঁর বাড়িতে যান বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা৷ তাঁর সঙ্গে ফোনে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র কথাও হয়৷ তখন থেকেই জল্পনা চলছিল যে তিনি এবার বিজেপির পথে পা বাড়াবেন৷ শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেন্দুর বক্তব্যকে সমর্থন করার পর সেই জল্পনা আরও বাড়ল৷

আরও পড়ুন : শুভেন্দুকে আইনি নোটিস অভিষেকের, নিঃশর্ত ক্ষমার দাবি

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, তিনি কি বিজেপিতে খুব শিগগিরই যোগ দেবেন ? উত্তরে রুদ্রনীল জানিয়েছেন, তিনি ভাববেন ৷ তবে তাঁর কোনও তাড়া নেই ৷ একই সঙ্গে তিনি মনে করেন, রাজনীতিতে সচেতন মানুষের প্রয়োজনীয়তা রয়েছে ৷ সচেতন মানুষদের উচিত রাজনীতির ময়দানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া৷ আর সেটা যে কোনও রাজনৈতিক দলে হতে পারে৷

Last Updated : Jan 22, 2021, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.