কলকাতা, 17 জুন : পূর্ব ভারতে প্রথম অ্যাক্টিভ রোবটের দ্বারা হাঁটু প্রতিস্থাপনের ব্যবস্থা নিল কলকাতার এক নামী বেসরকারি হাসপাতাল । কিউভিস নামে এক উচ্চক্ষমতা সম্পন্ন রোবটের মাধ্যমে হবে হাঁটু প্রতিস্থাপন (Active Robotic Surgery for Knee Replacement in Kolkata) । শুক্রবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ভাবনাই প্রকাশ্যে আনা হয় ওই বেসরকারি হাসপাতালে পক্ষ থেকে ।
ড. সন্তোষ কুমার ও তাঁর টিমের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে । ইতিমধ্যেই অনেকেই এই রোবটিক-অস্ত্রোপচার (Active Robotic Surgery) থেকে সুবিধা পেয়েছেন বলে চিকিৎসক সন্তোষ কুমারের দাবি ৷ তিনি জানান, মানুষের দ্বারা অস্ত্রোপচারের ক্ষেত্রে যে ভুলগুলি হওয়ার সম্ভাবনা থাকে, এক্ষেত্রে তা থাকবে না ৷ খরচ একটু বেশি ৷ কিন্তু অনেকটাই নিরাপদ৷ স্বাস্থ্যসাথীর আওতায় এই এই অস্ত্রোপচারকে রাখা হয়েছে বলে তিনি জানান ৷
এর আগে প্যাসিভ রোবটিক সার্জারি (Passive Robotic Surgery) হত । তবে সেই সার্জারিতে বেশ কিছু সমস্যা থাকে । তবে চিকিৎসকরা মনে করছেন, এই অ্যাক্টিভ রোবটিক সার্জারির মাধ্যমে নির্ভুলভাবে অস্ত্রোপচার করা সম্ভব হবে । সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, একমাসে প্রায় 22 জনের এই রোবটিক সার্জারি করা হয়েছে। বর্তমানে তাঁরা সকলেই সুস্থ ।
শুক্রবারের অনুষ্ঠানে ওই বেসরকারি হাসপাতালে সিইও প্রদীপ ট্যান্ডনও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ৷ রোগী-স্বার্থে নেওয়া এই ধরনের একটি উদ্যোগের জন্য তিনি চিকিৎসকদের ধন্যবাদও জানান ৷
আরও পড়ুন : Polio Virus in Kolkata : করোনার সময় টিকাকরণে ঘাটতির কারণেই কি কলকাতায় ফের পোলিয়োর সন্ধান ?